আসেন, একখানা আইপিএস বানাই। বিদ্যুতের জ্বালাতন আর সয়না!!

আশা করি সবাই ভালোই আছেন। আর ভালো না থাকলে এই টিউনটি পড়তে পারার কথা না। আমরা আন্তরিকভাবেই সবাই ভালো থাকুন এটাই চাই। এবার কাজের কথায় আসা যাক। সামনে আসছে বিশ্বকাপ ক্রিকেট সেইসাথে বোরো চাষের কারনে বুঝতেই পারছেন বিদ্যুতের কি অবস্থা হতে পারে। এখন থেকেই যেটা শুরু হয়ে গেছে। আমি অনেক ভাবনা চিন্তা করে বাড়ীর জন্য একটি আইপিএস বানানোর কাজে লেগে পড়লাম। ভাবলাম আপনাদেরকেও সাথে নিই। কারোও দরকার হতে পারে। আবার কেউ হয়তো তার নিজের অভিজ্ঞতা জানিয়ে আমাদের সহযোগীতা করতে পারেন।

যা যা লাগবে : (আমি এখন পর্যন্ত কিনেছি)

১। ব্যাটারি ।

আপনি কতখানি ব্যাকআপ টাইম চান তার উপর নির্ভর করবে এই ব্যাটারি। আপনি যদি শুধু আমার মতো ৪-৫টা এনার্জি বাল্ব আর একটি ফ্যান ইত্যাদি চালিয়েই সন্তুষ্ট থাকতে পারেন তবে ৫০ অ্যাম্পিয়ার কিনতে পারেন। দাম এ মুহুর্তে সঠিকভাবে বলতে পারছিনা তবে ৪৫০০-৫০০০নিবে। আর সেই সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকার কথা। অনেক সময় ট্রাক বা অনান্য গাড়ীর ব্যাটারী ডাউন হয়ে যায় বা এমনিতেই চেঞ্জ করে। আপনি এগুলোর মধ্যে দেখেশুনে একটি ভালো ব্যাটারি যোগাড় করতে পারেন।

এখন আপনি যদি বড় ধরনের ঝামেলায় না যেতে চান তবে একটি আইপিএস এর সার্কিট কিনে এনে সেটাপ করে নিন। ৩৫০০ থেকে যত দামে কিনতে পারেন।

২। ইনভার্টার।

আমি এই জায়গায় আমার ইউপিএসটাকে ব্যাবহার করেছি। এটা ৬০০ওয়াট। আপনি বাজারে চাইনিজ ইনভার্টার কিনতে পাবেন যে কোন ইলেকট্রনিক্স এর দোকানে। এগুলো এক হাজারের আশেপাশে দাম নিবে। কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। সুতরাং দেখেশুনে কিনুন। এখানে খেয়াল রাখবেন ইনভার্টার বা ইউপিএস এর আউটপুট কত ওয়াট। কারন আপনি একসাথে কতগুলো জিনিস চালাতে পারবেন তা নির্ভর করবে এই ওয়াট এর উপর। ওয়াট সম্পর্কে যাদের ধারনা কম তাদের বলছি মনে করুন আপনার ইউপিএসটি ৬০০ওয়াট ক্ষমতাসম্পন্ন। আপনার রুমের বাল্বটি ৩০ওয়াট + আপনার ফ্যান ৭০ওয়াট । মোট ১০০ওয়াট। এখন আপনি হিসাব করে নিন আপনার লোড কতখানি। তবে ফুল লোড না দিয়ে চালানোই উত্তম। আপনি লোড যত কম দিবেন ব্যাকআপ তত বেশি পাবেন। এই বিষয়টা ভি/এ দিয়ে প্রকাশ করা হয়। আমি অতদুর গেলাম না।

৩। চার্জার।

আপনার ব্যাটারিটিকে চার্জ করার জন্য প্রয়োজন পড়বে একখানা চার্জারের। ইউপিএসে যে চার্জিং সিষ্টেম আছে তা এই ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারেনা। আর পারলেও ফুল চার্জ হতে দুইদিন লাগবে। একবার বিদ্যুৎ যাবার পর আপনি ব্যাটারি ব্যাবহার করলেন। একঘন্টা পর আবার লোডসেডিং হলে ব্যাকআপ পাবেন না। সুতরাং ইউপিএসটাকে শুধুমাত্র ইনভার্টার হিসাবেই ব্যাবহার করুন। আমার জানামতে সবচেয়ে ভালো কাজ করে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। না না আমি বলছিনা যে আপনার পিসির পাওয়ারটাই খুলতে হবে। বরং বাজার থেকে ৩০০-৫০০টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই কিনে আনুন। পাওয়ার সাপ্লাইটি এটি হলে ভালো, এটিএক্স হলে অন/অফ এর জন্য মডিফাই করতে হবে সেক্ষেত্রে চিত্রে দেখানো মতে দুইটি পিন (সবুজ এবং কালো ১৪ও১৫নং) একত্র করে নিন।

তারপর আপনার হার্ডডিস্ক বা সিডিরমে নেয়ার জন্য যে লাইনগুলো আছে সেগুলোর একটা কেটে হলুদ এবং কালো দুইটি তার বের করুন। এই দুই তারেই আপনার ব্যাটারি চার্জ হবে। বাকী তারগুলো টেপ দিয়ে মুড়ে পেচিয়ে আলাদা করে রেখে দিন।

আপনার কাজ আপাতত শেষ । এবার আপনার ইনভার্টার/ইউপিএসের আউটপুটে একটি লাইন লাগিয়ে সেটার সাথে কয়েকটি বাল্ব এবং ফ্যানের কানেকশন দিন। এবার ইনভার্টার/ইউপিএসের সাথে ব্যাটারির দুইটি টার্মিনাল যোগ করুন।

ব্যাটারির সাথে কানেকশন দিতে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করুন। কালো এবং লাল অর্থাৎ নেগেটিভ এবং পজেটিভ দুইটি লাইন ভালোভাবে খেয়াল করে তারপর লাগান। একবার ভুল হলেই আপনার ইনভার্টার জন্মের মতো অকেজো হয়ে পড়বে।

এখন আপনার ইউপিএস/ইনভার্টার এর সুইচটা অন করলেই লাইট বা ফ্যান চলা শুরু করবে। বিদ্যুৎ থাকা অবস্থায় পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ করুন। আর লোডশেডিং হলে এলাকায় মাইকিং করে খেলা দেখার ব্যাবস্থা করুন। জনগন খেলা দেখে খুশি হবে আর আপনি ভোটে দাঁড়ালে নিশ্চিন্তে পাস। 😛

আমার বানানো আইপিএসটির চিত্র।

(কেউ হাসাহাসি করবেন না। এটা আমার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এখন দেখতে যতই খারাপ লাগুক আমি এটার উপরে যখন প্লাইউড দিয়ে বিভিন্ন ডিজাইন অংকন করবো তখন নিশ্চিত ভালো লাগার কথা।)

সাবধানতা :

* বিদ্যুৎ নিয়ে সাবধানে কাজ করুন। অসাবধানতায় আপনার মৃত্যুও হতে পারে। সেক্ষেত্রে আমাকে দায়ী করলে চলবেনা। 😀

* যা করবেন যেটা করবেন জেনেশুনে করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারোও সহায়তা নিন।

* সম্পুর্ন প্রজেক্ট নিরাপদ জায়গায় এবং সবার নাগালের বাইরে রাখুন।

* এসিড সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। শরীরে লাগলে পানি ব্যাবহর করুন।

যেখানেই থাকুন, সুস্থ্য ও নিরাপদ থাকুন।

আপনাদের অনুরোধের একটা ডায়াগ্রাম!!!??? দেয়ার চেষ্টা করলাম।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

god job দারুন টিউন মারুফ ভাই চালিয়ে যান।

    ধন্যবাদ।

    Level 2

    বিশ্বকাপের আগে এমন একটা আইপিএস বানানোর কৌশল শিখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Great2

আপনারটা দেখে ভয় পাইলাম ❗ আচ্ছা ব্রান্ডের ৫০ অ্যাম্পিয়ার কিনতে কত লাগবে আইপিএস? (ব্যাটারি না পুরা অ্যাই-পিএস)

    হা:হা:হা ভয় পাচ্ছ কেন ভাইয়া? (আমি থাকতে ভয়ও নাই ভরসাও নাই) 😛

    আমি এই মুহুর্তে আইপিএসের দাম সম্পর্কে ধারনা দিতে পারছিনা কারন বাংলাদেশে অরিজিনাল গ্রাম যে কটা আছে তার একটায় আমি বাস করি। আমার এখান থেকে উপজেলা এবং জেলা শহর দুটাই ২০কিলোর উপরে। তুমি যেহেতু ঢাকায় আছ সুতরাং পাশের একটি দোকান থেকে জেনে নাও এবং আমাদের জানাও।

এক কথাই দারুন হয়াছে।

ধন্যবাদ মারূফ ভাই এমন একটা টিউনই খুজসিলাম।আর বলছিলাম যে একটা এনার্জি বাল্ব+একটা ফ্যান+একটা ল্যাপটপ+১২ভোল্টের সাউন্ড সিস্টেম সর্বোচ্চ দেড় ঘন্টা চালানোর জন্য একটা আইপিএস বানাতে চাই এখন ব্যাটারি কত এম্পায়ার কিনলে ভাল হয় ? আর দাম কত হতে পারে এর এই ব্যাটারি কোন ব্রান্ডের টা ভাল।
———
আর পাওয়ার সাপ্লায়ের এর চার্জ দেয়ার তার দুটো কি ব্যাটারির সাথে লাগিয়ে রাখলে সমস্যা হবে নাকি যখন শুধূ চার্জ করব ঠিক তখনি লাগিয়ে নিব।কিন্ত এভাবে তো আরেক ঝামেলা।
আর এটার বৈশিষ্ট তো এমনই তো নাকি আর আমার ইউপিএস টা কত ওয়াট লেখা দেখছিনা মডেল লিখা যে eb600।কি করা যায় ভিতরে খুলে দেখব নাকি।

আর পারলে একটু কস্ট করে ডায়াগ্রামটির ছবিটা একে দিয়েন তাহলে আরো সহজ হবে।ধন্যবাদ।

    *আর এটার বৈশিষ্ট তো এমনই তো যেমন একটা ইউপিএস যেভাবে কাজ করে তথা কারেন্ট থাকা অবস্থায় কারেন্ট দিয়েই বাল্ব,ফ্যান ইত্যাদি চলবে প্লাস চার্জও হবে এই সুযোগে আর কারেন্ট চলে গেলে ব্যাকাপ দিবে।নাকি অন্য আবার ম্যানুয়ালী কাজ করাতে হবে এটা দিয়ে…।।
    —-
    (কোড সাপোর্ট করেনাই তো আমার লিখলাম)

    * ৫০ অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনলেই চলবে। সেই সাথে একটা পুরনো ভাল ইউপিএস যোগাড় করুন অথবা ইনভার্টার কিনে নিন। ভালোই ব্যাকআপ পাবেন।
    * বাজারে কিছু কিছু সুইচ পাওয়া যায় যেগুলোতে দুই দিকেই কাজ করে অর্থাৎ নিচে টিপলে এক লাইন আবার উপরে চাপলে আরেক লাইন চালু হয়। এগুলো একটা কিনে ইউপিএস এর লাইন এবং চার্জারের লাইন দুই মাথায় দিয়ে মাঝখানে ব্যাটারি লাগান। এবার দেখুন ঝামেলা থাকবেনা।
    * ইউপিএস এর চার্জার দিয়ে যেহেতু চার্জ হবেনা সুতরাং আপনাকে অন অফ করতেই হবে। তবে আপনি ইলেকট্রনিক্স এর দোকানে খোজ নিয়ে এক ধরনের মেইনসুইচ টাইপের পাওয়া যায় যেগুলো হ্যান্ডেল নিচে নামালে আইপিএস আর উপরে উঠালে সরাসরি কারেন্ট এর সাথে সংযুক্ত হয় এগুলো কিনে আনতে পারেন।
    * যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে রিলে সুইচ সম্পর্কে জেনে নিন। এটা করতে পারলে বিষয়টা আপনার মনমতো হবে।

Dhonnobad

বড়ই অন্ধকার ময় জীবন……………………
আপনার এই পদ্ধতি যদি আলো দেয়……………………আপনাকে সারাজীবন মনে রাখবো…………….

    ভাই বাংলাদেশে আসেন, আলোর অভাব হবেনা। কারন আমরা টিভি খুললেই শুনতে পাই “মদনফোন-আলো আসবেই” 😛

ভাই আপনি পারলে ইউপিএস পাওয়ার সাপ্লাই ব্যাটারি একটু দুরে দুরে রাইখা সব তার লাগানো অবস্থায় ভাল মানের কয়েকটা পিকচার দেন।ভাই আমি কিন্তু কাজ শুরু কইরা দিছি…আর না হয় কস্ত কইরা আপনার মোবাইল নাম্বার টা আমার email..এ দেন…।। থাঙ্কস…।

    ভাইজান লিথিয়াম ব্যাটারি বানাতে গিয়ে আমি আমার ক্যামেরার বারোটা বাজিয়ে দিয়েছি 🙁
    এজন্য মোবাইল দিয়ে ছবি তুলতে হচ্ছে। আপনি চেষ্টা করুন। তবে যদি টেকনোলজী সম্পর্কে ধারনা না থাকে তবে কাঁচা হাতে এগুলো না করাই উত্তম। সমস্যায় পড়লে আমাকে মেইল করুন।

আপনি অনেক ভালো কাজ করার চেষ্টা করেছন –আপনাকে অনেক ধন্যবাদ.
আপনি কি ইনভার্টার (Inverter) দিয়ে ইউপিএসের কাজ চালাতে পারবেন ?
আপনি কি বাটারী ফুল চার্জ হলে অটো চার্জ বন্ধ করাতে পারবেন ?
দয়া করে আমাকে জানাবেন.

    ইনভার্টার দিয়ে ইউপিএসের কাজ বলতে কি বুঝিয়েছেন আমি বুঝলামনা। তবে ইউপিএসের সুইচিং সিষ্টেমটা অত্যান্ত জটিল। মাইক্রোসেকেন্ডের মধ্যে অনলাইনে আসতে হয়। আর আইপিএসেরটা খরচ খুবই কম এবং সহজ। যাহোক আমি রিলে সুইচ নিয়ে লিখছি। চোখ রাখুন। শিগগিরই টিউনটা আপডেট করবো।

Level 3

অনেক ভাল হয়েছে। ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ ৷Good Shot.

ভালো লাগলো খুব। যদি ডায়াগ্রাম টা একেঁ দিতেন তো!! ধন্যবাদ।

    আমি আঁকার চেষ্টা করছি। দেখা যাক। আসলে হঠাৎ ইচ্ছা জাগলো টিউন করি, করে ফেললাম। পরে বুঝলাম আরেকটু বিস্তারিত লিখা উচিৎ ছিল। যাইহোক আপডেট করছি।

Level 0

এক্সিলেন্ট………………..

    হুমমম। এক্সিডেন্ট না হয় 😀

আমার একখান ইউ পি এস আছে ব্যাটারি ডেড……..বাকি সব ঠিক …………..কাজ হবে?
সাথে কি কি লাগবে…….আর কোন তার কোথায় লাগাতে হবে তার কিছু ছবি দিলে ভালো হয়………..
আপনার মোবাইল নং দিলে যোগাযোগ করতে পারি…………
[email protected]

    পাওয়ার সাপ্লাইও এক্সট্রা একখান আছে………

    আপনি স্রেফ একখানা ব্যাটারি সংগ্রহ করুন। আমি ততক্ষনে একটা সার্কিট একেঁ দিচ্ছি।

Level 0

চারজার এর বিষয় টা বুঝলাম না, ভাই। দয়া করে বুঝিয়ে দিবেন।

    আসলে আমার লিখার হাত ততটা ভালো নয়। সবার মাথা আউলা হয়ে যাচ্ছে। আপনি জিনিসগুলো কিনে চোখের সামনে নিয়ে আসেন। এবার টিউনটি ভালো করে পড়ুন আর একটা একটা করে কানেকশন দিন। আর যদি খুবই সমস্যা হয় তবে আমি আছি।

চমতকার !!!!!
আমি বানাবো ! ধন্যবাদ !!! হাজারো ধন্যবাদ !!!!

আমার কাজ হলে next time St. Martins Trip ট্রিপ এ আপনার পিকচার আমি তুলে দিবো । 🙂

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 😛

সুন্দর হয়েছে। পরিকল্পনা আছে, তৈরি করব। VA এবং Watt এর পার্থক্য সংক্ষেপে বললে আমার উপকার হত।

    একটি যন্ত্র প্রতি মুহুর্তে যতটুকু কারেন্ট টানে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর আপনার বিদ্যুতের ভোল্ট হচ্ছে ২২০-২৪০। এখন দুইটিকে গুন দিন। মনে করুন আপনার লাইট, ফ্যান, কম্পিউটার মিলে বিদ্যুৎ টানছে ২অ্যাম্পিয়ার। এটাকে ২২০দিয়ে গুন করলে হবে ৪৪০ভিএ। সাধারনত যে সব যন্ত্র এসি লাইনে চলে তাদের ওয়াট হবে ভিএ এর ৮০%। অথাৎ একটি ৩০ওয়াটের বাল্ব এর ভিএ হবে ২৪।

খুব সুন্দর টিউন হয়েছে। মারুফ ভাই আমি কিন্তু আমার মেইলের কোন জবাব পাই নাই।

দারুন টিউন মারুফ ভাই, এতে কোন সন্দেহ নেই…

আমার একটা প্রশ্ন ছিল, আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন?

    আমিতো ভাই পড়াশোনা থেকে একরকম অবসরই নিয়েছি। তবে প্রচন্ড ইচ্ছা ছিল পলিটেকনিকে পড়ার। মার্কশীট হারিয়ে সেটা আর হয়নি। এখন “জামাই গ্রাজুয়েট” 😀 টাইপের প্রশংসা শোনার জন্য পরিবারের সবার চাপে ঠেলেঠুলে ডিগ্রী করছি। তবে ইলেকট্রনিক্স সংক্রান্ত যে কোন বিষয়েই আমার খুব নেশা। এখন ছোটখাট কিছু ব্যাবসা করি। যা ইনকাম করি কম্পিউটার, ইলেকট্রনিক্স ইত্যাদির পিছনে এবং মোটরসাইকেলে তেল ভরে ঘুরে ফিরে শেষ করি। সোজাকথায় পিউর ফোর টুয়েন্টি টাইপ মানুষ।

মারুফ ভাই
দারুন টিউন। update এর অপেক্ষায় রইলাম।

দারুন জিনিষ ভাই। খুবই ভালো লাগলো।

মাথায় ঢুকে নাই

মারুফ ভাইয়া সবই-ত বল্লেন। কিন্তু এটা ত বল্লেন না যে আপনার IPS টা ব্যাক-আপ দেয় কত ঘন্টা? বা সর্বোচ্চ কত ঘন্টা দিতে পারে?

ভাই আপনার ছবি দেখে যায় না । একটা ব্যাঙ্গের ছবি আসে । ধন্যবাদ

    দুঃখিত মারুফ ভাই টিউনে মন্তব্য করতে গিয়ে আপনার টিউনে চলে
    এসেছে কিছু মনে করবেন না ,
    মারুফ ভাইয়ের ছবি গুলো দেখা যায় না তাই ।

ধন্যবাদ, আর একটু সহজ করলে ভালো হতো

Level 0

মারুফ ভাই টিউনটি খুব ভাল লাগলো । আর একটু উপকার করেন ।

১। আমার ৬০০ ইউপিএস এ কি ৫০ এর ব্যাটারী লাগানো যাবে ? (বর্তমানে ৭.২ আছে)
২। যদি লাগানো যায় তবে কত লোড দেয়া যাবে ? এবং ব্যাকআপ টাইম কত ?

    Level 0

    Correction
    মারুফ ভাই টিউনটি খুব ভাল লাগলো । আর একটু উপকার করেন ।

    ১। আমার ৬০০VA ইউপিএস এ কি ৫০ Amp এর ব্যাটারী লাগানো যাবে ? (বর্তমানে ৭.২Ah আছে)
    ২। যদি লাগানো যায় তবে কত Watt লোড দেয়া যাবে ? এবং ব্যাকআপ টাইম কত ?

ভাই আপনার ফোন নাম্বারটা কি দেয়া যাবে খুব জরুরি আমার টা ০১৬৭০৮৯৩৪৩৪

মারুফ ভাই, চমৎকার পোষ্ট দিয়েছেন ! আমার ছোট কিন্তু সামান্য বড় একটা কনফিউশন আছে! 😉 আমার এবং আশেপাশের সকলের বাড়িতে তো একই লাইন থেকে বিদ্যুৎ যায় (সবার ক্ষেত্রেই)। এখন, আমার বাড়ির ফ্যান এ যদি আইপিএস connection দেই, তাহলে তো আশেপাশের সকলের বাসাতেও বিদ্যুৎ চলে যাওয়ার কথা তাইনা? তাহলে কীভাবে আমি সুধু আমার room এর ফ্যান এবং লাইট এ IPS সংযোগ দিতে পারি ???

VAI APNI AMAKE AKTA CLEAR DIAGRAM DIBAN ?

[email protected]

post ti khub valo legeche kintu vai kono diagram dekhte passina. jodi mail korten upokar hoto. Amar mail: [email protected]

jodi ektana koyekdin Loadshedding na hoy tobe to battary overcharge hobe. tai power supply babohar korle, koto Ah battary er jonno koto somoy charge dite hobe bolle upokrito hobo. mane Ah er upor depend kore battary full charge hote koto somoy lagbe?