হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান : হার্ডডিস্কে সমস্যা ও সমাধান

আপনার হার্ডডিস্কটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা ত্রুটি দেখা দিতে পারে। ছোটখাট ত্রুটিগুলো আপনি যেকোনো Disk First Aid Tool Kit দিয়ে সেরে নিতে পারেন। তবে বড় আকারের কোনো ত্রুটি হলে সেটাকে কোনো ক্রমেই মেরামত করা যায় না। সেই স্থলে একটা নতুন হার্ডডিস্ক লাগাতে হয়।
আপনার হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে কম্পিউটার চালানোর সময় ডস প্রম্পটে নিচের লেখা দিতে পারেঃ NO SYSTEM DISK IS FOUND

অর্থাৎ, আপনার কম্পিউটার চালানোর জন্যে সিস্টেম ডিস্কটি খুঁজে পাচ্ছে না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। অবশ্য, সবসময় হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলেই যে এই ধরনের মেসেজ দিবে তা কিন্তু নয়। অনেক সময় ডসে কোনো ফাইলে ত্রুটি থাকলে এমনটি ঘটতে পারে। তাছাড়া আপনার Ram স্লটে কোনো সমস্যা থাকলে কিংবা পাওয়ার ইউনিটে বা মাদারবোর্ডে সমস্যা থাকলেও এমনটি ঘটতে পারে। সর্বোপরি আপনার হার্ডডিস্কের কেবল ঠিকমতো লাগানো না থাকলে বা ঠিলা হয়ে থাকলে এইধরনের ঘটনা ঘটতে পারে।
আপনার হার্ডডিস্কে সত্যিকার অর্থে জটিল কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে হলে আপনাকে আরো একটু সতর্ক হতে হবে।

কম্পিউটারের স্টার্ট সুইচ চাপ দিয়ে যখন কম্পিউটার চালু হতে থাকবে তখন সিস্টেম ইউনিটের কাছে আপনার কান নিয়ে যান।
হার্ডডিস্কে বড়ো আকারের কোনো সমস্যা থাকলে এইসময় “ঢং ঢং, টিট টিট, পিপ পিপ” এই ধরনের কিছু ব্যড সাউন্ড হবে। এছাড়া ফ্লেক্সিবল ঘূর্ণায়মান ঝির ঝির শব্দ থেমে থেমে হতে পারে। এমনটি ঘটলে বুঝে নিতে হবে আপনার হার্ডডিস্কে বড় আকারের কোনো ত্রুটি দেখা দিয়েছে।

যদি এমনটি না হয় তাহলে বুঝতে হবে কম্পিউটারের সমস্যা অন্য কোনো জায়গায়। এই অবস্থায় আপনার সিস্টেম ইউনিট বাক্সটা খুলে হার্ডডিস্কে কেবলগুলো ঠিকমতো লাগানো আছে কিনা চেক করে নিন। Ram স্লটগুলো ঠিক জায়গা মতো আছে কিনা চেক করে নিন। পাওয়ার কানেকশন ঠিকমতো মাদারবোর্ডে আছে কিনা চেক করে নিন। সবকিছু ঠিক থাকলে তারপর বক্সটির কভার লাগিয়ে সিপিইউ এর সুইচ অন করুন।

আশাকরি এবার আপনার কম্পিউটার ঠিকঠাক মতো অন হয়ে যাবে। এটা না হলে বুঝতে হবে আপনার হার্ডডিস্কে বা মাদারবোর্ডে সমস্যা আছে। এইসব ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অন্যকোন অ্যাকটিভ কম্টিউটারে আপনার হার্ডডিস্ক সেট করে চেক করে নেয়া- এটা সত্যি নষ্ট হয়েছে কিনা।
যদি সত্যি সত্যি তা নষ্ট হয়ে থাকে তবে সেটা পাল্টে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।

ধন্যবাদ…

Level 2

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলোজি + ❤ = আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনটি করার জন্য।

    ধন্যবাদ আপ্নাকেও

ধন্যবাদ টিপসটি শেয়ার করার জন্য। তবে আমার মনে হয় বুটগত কোন সমষ্যা থাকলেও এ সমষ্যাটা দেখা দিতে পারে।

ধন্যবাদ

এখানেও আপনাকে বলতে হচ্ছে,র‍্যাম স্লটের সাথে হার্ডডিস্কের সম্পর্ক আপনি কোথায় পেলেন? দীর্ঘ ৩ বছর আমি এ্যালিফেন্ট রোডে হার্ডওয়্যারের কাজ করেছি কিন্তু কাউকে কোনদিন এইটা বলতে শুনি নাই। আর কেনো আপনি হার্ডডিস্কের বর কোনো সমস্যা সারাতে পারবেন না? যদি আপনার হার্ডডিস্কের সার্কিট পুরে‍‍ ‍্যায় তবে কি আপনাকে পুরো হার্ডডিস্কটাই বদলাতে হয়? নিজে জেনে পুর্ন টিউন করুন।

    ধন্যবাদ শাওন ভাই কে। আমি জানি খুব-ই অল্প। জা জানি তাই শেয়ার করলাম। ভুল হলে অবশ্যই মন্তব্য করবেন। কিন্তু ভাই আমি ত নিজেই এই সমসসায় পরেছি… তাই সবাইকে জানালাম…

    Level New

    বায়োসে ভুল সেটিংস জনিত বিভিন্ন সমস্যার র‌্যাম নতুন করে অন্য স্লটে লাগালে হার্ডডিস্কের সমস্যার সমাধান হতেও পারে। এই সমস্যা অবশ্যই ফিজিক্যাল কোনো সমস্যা না, সেটিংস জনিত। এর কোনো টেকনিক্যাল ব্যাখ্যা না থাকলেও ব্যাপারটা সঠিক, এইভাবে মাঝেমাঝে কাজ হতে পারে।

    আমি Saon A Menz ভাই এর সাথে সহমত

শুধু টিউনের সংখ্যা না বাড়িয়ে মানের দিকে নজর দিন, ধন্যবাদ

টিউন করার জন্য এমন একটা বিষয় বেছে নিয়েছেন সেটা ভালো কথা…
টিউন করলে করার মত করেন। আর আপনার জানার মধ্যে ও ভুল আছে। আধাসাধা টিউন করবেন না।
আপনার উচিৎ হবে সময় নিয়ে টিউন করা।

Level 0

ভাইয়া কয়েক দিন আগে আমি ASUS মডেলের একটি ল্যাপটপে উইন্ডোজ সেভেন সেটআপ দেই।কিন্তু সমস্যা হয়েছে যে সেটআপ দেওয়ার পর দেখি হার্ডডিস্ক পার্টিশন ৪ ড্রাইভ এর জায়গায় ৩ টা হয়ে গেছে।আমার প্রশ্ন একটাই যে বাকি ড্রাইভটা কোথায় গেলো।যদি কেউ পারেন প্লিজ সাহায্য করেন।আমি কিন্তু শুধু উইন্ডোজ এর ড্রাউভটাই ফরমেট করেছি।ধন্যবাদ।

    Level 0

    ভালো করে চেক করুন।আপনার ড্রাইভ এর সাইজ কত?এখন দেখায় কত?দরকার হলে সেটআপ এ গিয়ে দেখুন ওখানে কয়টা ড্রাইভ দেখায়।আমার মনে হয় আপনি সেটআপ দেয়ার সময় কোনো ভুল করেছেন।

    Level New

    কম্পিউটার ম্যানেজম্যান্টে গিয়ে দেখুন আসলে হার্ডডিস্কের কি অবস্থা, কি আছে কি নেই।

আমার মাদারবোড বাওসটার এটাতে কি আমি ১টেরাবাইট পোরেটবল হাড্র্ডিক্স ব্যবহার করতে পরব, কোন কোম্পানির ব্যবহার করলে ভাল হয় একটু আওয়াজ দিয়েন ০১৭১৫-৭৭২১৫০

আপনার ৪ন; পার্টিশন টি ফর্ম্যাট করা হয় নাই / কম্পিউটার ম্যানেজম্যান্টে গিয়ে দেখুন ,ফর্ম্যাট করেছেন কী না /

Level 0

Try "HDD Regenerator" software for fixing HDD problem.

NO SYSTEM DISK IS FOUND

এটা দেখায় AHCI মোডে কিছু পুরনো অপারেটিং সিস্টেম ইন্সটল করতে গেলে 😐

Level 0

স্যামসামের একটি ৪০ গিগাবাইটের আইডি হার্ডডিক্সকে এক্সপি সেটআপ দেবার সময় পুরো পার্টিশন দিয়েছিলাম, পার্টিশন নেওয়ার সময় পার্টিশন নেয়, কিন্তু তা কার্যকর হয় না, পরবতীতে আমি অন্যএকটি রার্নিং কম্পিউটারে হার্ডডিক্সটি লাগিয়ে ডিক্স ম্যানেজ মেন্টের মাধ্যমে আবার পার্টিশন দেই, সেখানে পার্টিশন সম্পূর্ণরূপে হয়ে যায়, কিন্তু কম্পিউটারটি রিস্টর করলে হার্ডডিক্সটি আবার আগের অবস্থায় চলে আসে, পরবর্তীতে আমি ডসে গিয়ে এফডিক্স এর মাধ্যমে আবার পার্টিশন দেই, পার্টিশন দেবার সময় পুরোপুরি ভাবে পার্টিশন হয়ে যায়, কিন্তু কম্পিউটার রিস্টর দিলে আবার আগের পার্টিশনটি চলে আসে একেবারে আগের ডাটা সহ। এমতা বস্থায় আমি কি করতে পারি জানালে উপকৃত হব।

“”Saon A Menz”” ভাই আপনি এ্যালিফেন্ট রোডে হার্ডওয়্যারের কাজ করেন তা ও আবার 3 বছর ধরে । তো আপনাকে আপনার হার্ডওয়্যারের বস্ কি শিক্ষা দেননি যে RAM এর কারণে ও ঐ ম্যাসেজটা দিতে পারে ? আমি বুঝেছি আপনাকে আরো (3*3=9) বছর হার্ডওয়্যারের্ দোকানে থাকতে হবে ।
শাওন ভাই সুন্দর টিউনের জন্য ধন্যবাদ ।

Assala Mo Alaikom
Bhaiya Ra Amar PC Te Win 7 Install Dete Galam Kinto Loding Hoy Tarpor Install O Hoy
Tobe Sobar Shashe Restart Nia Abar Noton Kore Win 7 Install Houwa Shoro Kore .
Ghontar Por Ghonta Boshe Thake O Kono Fol Palam Na . Computer Somporke Amar Dharona Khob Kom .R Ami Noton Ashechi Ai TT Te .Please Amay Kau Help Korun.