কম্পিউটারে বিপ শব্দ কেন হয়

সকলকে সালাম দিয়ে শুরু করছি।কম্পিউটারে বিপ শব্দ কেন হয় তা অনেক আগে কোনো একটা সাইট থেকে জেনেছিলাম...কোন সাইট থেকে জেনেছিলাম তা ভূলে গেছি তাই লিংক দিতে পারলাম না।যিনি ১ম বিপ নিয়ে লিখেছিলেন উনার প্রতি পূর্ন শ্রদ্ধা রেখে রি-টিউন করলাম।

নিম্নের কতগুলো কারনে কম্পিউটারে বিপ শব্দ হয়:

১টি সর্ট বিপঃ কম্পিউটার সঠিক ভাবে বুট করেছে
২টি সর্ট বিপঃ CMOS এরর
১টি লং ও ১টি সর্ট বিপঃ DRAM বা লজিক বোর্ড এরর
১টি লং ও ২টি সর্ট বিপঃ গ্রাফিক্স বা মনিটর এরর
১টি লং ও ৩টি সর্ট বিপঃ কি-বোর্ড এরর
১টি লং ও ৯টি সর্ট বিপঃ বায়োস রম এরর
চলমান লং বিপঃ DRAM এরর
চলমান সর্ট বিপঃ পাওয়ার এরর

আশা করি নতুন কম্পিউটার ইউজারদের কাজে আসবে....ভালো থাকুন।

Level 0

আমি reza123। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

helloDEBDAS!!!!!

ভাল, আরো সুন্দর টিউন আশা করি আপনার কাছ থেকে। তবে DRAM দ্বারা কি বুঝানো হলো আরো একটু ক্লিয়ার হলে ভাল হত। ধন্যবাদ আপনাকে।