মোবাইলে ব্যবহারের উপযোগী আধুনিকতম পদ্ধতিতে বয়স হিসাব করার Age Calculator চাই।

হা ভাই আমার কাছে একটি মোবাইলে ব্যবহারের উপযোগী সনাতন পদ্ধতিতে বয়স হিসাব করার Age Calculator আছে। কিন্তু সয়স ভুল দেখায়।
এর কারণ হচ্ছে এখানে সনাতন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সনাতন পদ্ধতিতে বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে সরাসরি ৩০ যোগ করা হত।

কিন্তু বয়স হিসাব করার আধুনিকতম পদ্ধতি হচ্ছে,
বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে জন্ম মাস যতদিনের ঠিক ততদিন যোগ করে তার থেকে জন্ম তারিখের দিনটি বিয়োগ দিতে হবে। যেমন কারো জন্ম যদি ১৯৭৬ সালের ২৫ ফেব্রুয়ারী হয় তাহলে, 18/11/2009 তারিখে তার সঠিক বয়স হবে
৩৩ বছর ৮ মাস ২৩ দিন। এ ক্ষেত্রে ২৩ দিন হওয়ার যুক্তি হলো, যেহেতু তার জন্ম তারিখ ২৫ ফেব্রুয়ারী সেহেতু ১৮ এর সাথে ২৯ যোগ করে (কারণ ১৯৭৬ লীপ ইয়ার) তার থেকে ১৮ বিয়োগ করে সবশেষে প্রাপ্ত দিনের সাথে জন্মদিন যোগ করা হয়েছে (১৮+২৯=৪৭, ৪৭-২৫=২২, ২২+১=২৩)।
আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতির কোন Age Calculator যদি কোন হৃদয়বান ভাইদের কাছে থাকে তাহলে দয়া করে তার ডাউনলোড লিংক দিলে খুবই উপকার হবে।
আর হা কোন মহাহৃদয়বান ভাই যদি থাকেন তাহলে এইরকম একটি সফটয়ার তৈরী করবে কি?

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @Parvez_: ভাই এটাতে ভুল আছে।
    আশা করি অনেক হৃদয়বান ভাই আছেন যারা এই ধরনের একটা সফট তৈরী করতে পারেন যদি কেহ তৈরী করে দিতে পারেন তা হলে কৃতজ্ঞ থাকব।

Level 0

ata kono tune holo