ভাই, আমাকে একটু হেল্পান, প্লিজ !!!

যেকোনো সমস্যার একমাত্র সমাধান যে techtune সেটা বুঝতে আর আমার বাকি নেই । কারন কোন সমস্যা এখানে পোস্ট করলে তার একটা সমাধান আসবেই, সেটা যতটুকুই কার্যকর হক । তাইতো সমস্যাই পরলেই আমার একটাই ঠিকানা চোখে পরে, techtune ।
এখন আসল কথায় আসি ।
কিছুদিন যাবত আমার ল্যাপটপ টা যখন shutdown করি ঠিক সেই মুহূর্তেই একটা নীল screen এসে ল্যাপটপ আবার restart নেই । তারপর আবার shutdown করলে তখন বন্ধ হয়।

সমস্যাটার একটা কারন আমি বের করেছি। সেটা হল আমার অসাবধানতাবশত windows এর কিছু ফাইল আপডেট নিয়ে নেই । এর ফলে কিছু এররর থেকে যায় । হইত এইটাই কারন। এটা আমার ধারনা, সঠিক নাও হতে পারে । যাহোক, আমি এখন এর সমধান চাই । পুনরায় setup দেয়া ছাড়া কি এটার সমাধান সম্ভব ???? দয়া করে জানান ।

Level 0

আমি inferon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 250 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

OS Setup দিয়া ফেলেন , কেল্লা ফতে ! ! 😀

Level 0

Windows 7 এর CD ঢুকিয়ে repair করে দেখতে পারেন।

আপনার উইন্ডোজ ক্রাশ করেছে। নতুন উইন্ডোজ সেটআপ দিন। আশা করি সমাধান হবে।

Level 0

আমিতো জানতে চেয়েছিলাম কিভাবে setup ছাড়া ইয়হিক করা সম্ভব 🙁

নাহ ভাই, রিইন্সটল ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। আমি অস্থায়ী সমাধান দিতে পারব কিন্তু সেটা স্ট্যাবল নয়। সম্ভবত কোন কোর ফাইল মুছে গিয়েছে।
ইন্সটল ছাড়া উইন্ডোজ সিডি দিয়ে রিপেয়ার করতে পারেন। তাহলেও সমাধান হবে। আমারও একই সমস্যা হত, উইন্ডোজ রিপেয়ার কিংবা রি-ইন্সটল সমস্যার সমাধান হবে।
যদি রিপেয়ারেও সমস্যা থেকে যায় তবে রিইন্সটলই সবচেয়ে ভাল সমাধান।
রিপেয়ার কীভাবে করতে হয় আশা করি জানেন 😉
ধন্যবাদ

    Level 0

    @নিওফাইটের রাজ্যে: না ভাই, আমি কম্পিউটার এর ব্যাপারে খুব বেশি বিজ্ঞ না, যদি রিপেয়ার এর ব্যাপারে একটু বলতেন । অথবা কোন link দিলেও চলবে ।

তাতেও যদি কাজ না হয় তাহলে এক কাজ করতে পারেন; উবুন্টু লাইভ ইউএসবি তৈরি করে আপনার পিসির হার্ডওয়্যার অ্যানালাইসিস করতে পারেন।
শুধু Test Memory দিলেই উবুন্টু অটোমেটিক হার্ডওয়্যার অ্যানালাইস করবে এবং এটা ১০০শতাংশ কার্যকরি। 😀
হার্ডওয়্যারের কোন সমস্যা থাকলে উবুন্টু স্ক্যান-এ ধরা পড়বেই!
তবে যথা সম্ভব এটা সফটওয়্যার সমস্যা।

    Level 0

    @নিওফাইটের রাজ্যে: জি ভাই, আমার মনে হয় না হার্ডওয়্যার এর সমস্যা , আপনার আগের সমাধান এই কাজ হবে মনে হয় । ধন্যবাদ

আমি একবার আলাদা একটা ram কিনে লাগাইছিলাম। কিন্তু আগের ram এর সাথে নতুন টার bus speed mismatch হওয়ার কারনে আমাকে এরকম এরর দিত। আপনি আপনার ram টেস্ট করে দেখতে পারেন……

    Level 0

    @সাজ্জাদ: ভাই, আমার মনে হয়না ram এর সমস্যা, মনে হই সফটওয়্যার এর সমস্যা। somment এর জন্য ধন্যবাদ ।

Level 0

RESTORE করে নিন।