ফ্রীল্যান্সার এ রিভিউ সংক্রান্ত সমস্যার সমাধান চাই

 

আমি কয়দিন আগে একটা Article Writing জব করি ফ্রীল্যান্সার এ। জব টি শেষ হয়েছে কিছুদিন আগে। এইটা আমার প্রথম জব। জবটি শেষ হবার পরে  যখন আমি আমার Employer এর প্রোফাইল এ রিভিউ লিখতে গেলাম তখন কিছুতেই রিভিউ এর কোন অপশন খুজে পেলাম না। জবটা শেষ হয়েছে কিন্তু আমি এখন সেটা Abort করিনাই। এটাই কি কারন? নাকি রিভিউ দেবার অন্ন কোন উপায় আছে? Employer ও আমাকে কোন রিভিউ দেয়নাই এখন। আমাকে একজন বলল যে Employer রিভিউ দিয়ে দিলেও নাকি তা দেখা যায় না যতক্ষন না আমি রিভিউ দিব। এটা কি সঠিক? প্রথম জব...যারা কাজ করেন তারা হয়ত জানেন একটা রিভিউ কতটা উপকারি। কেউ যদি এই বেপারে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন উপকৃত হব।

Level 0

আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস