দেখেন ত ভাইয়েরা আমার লেপটপ এ কি সমস্যা

কিছু দিন আগে আমার লেপটপ এর পাওয়ার বাটন এ সমস্যা হইছিল পরে এটাকে সার্ভিসিং এর দোকানে নিয়ে যাই । তারা চেক করে কিছু দিন পরে বলে মাদার বোর্ড এ সমস্যা ঠিক করতে ৬০০০ টাকা লাগব । পরে আমি আমার লেপটপ বাসায় নিয়ে আসি এবং লেপটপ চালু করার পর বায়স এ F2 চাপার পর ও দেখি বায়স আসে না । তার পর দেখি লেখা উঠে Intel UNDI, PXE-2.1 (build 082)
copyright (c) 1997-2000 Intel corporation
For Realtek RTL8100E/8101E Fast Ethernet Network Adapter v1.02 (060529)
PXE-E61 : Media test failure, check cable
PXE-M0F : Exiting PXE ROM.
Reboot and Select proper Boot device
or Insart Boot Media in selected Boot device and press a key
এখন বুজতে পারতেছিনা কি করব । তাই সকলের সাহায্য দরকার । ঢাকায় কোথায় লেপটপ ভাল সার্ভিসিং করায় এবং আমার লেপটপ ঠিক করতে কত খরচ হতে পারে । আর আইডিবির কোথায় লেপটপ এর ব্যাটারি বানানো হয় এবং আমার লেপটপ এর ব্যাটারি বানাতে কত খরচ হতে পারে দয়া করে জানান । আমার লেপটপ এর মডেল LGE50 । ধন্যবাদ ।

Level 0

আমি ronybuhyain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার হার্ডডিস্ক পাচ্ছেনা। তাই এটা নেটওয়ার্ক বুট করার চেষ্টা করছে।

হা হা হা ……. কেন ভাই ল্যাপটপটি ফেরত নেওয়ার সময় চালু কইরা দেইখ্যা নেন নাই !! আমার মনে হয় – টেকনিশিয়ানরা মনের ভূলে আপনার হার্ডডিক্সটা খুইল্যা নিছে …… হা হা হা হা …… :mrgreen: :mrgreen: :mrgreen:

    @তরঙ্গ: ভাই আমি ঠিক করতে যাইনাই আমার মামারে পাঠাইছিলাম তার নাকি পরিচিত । আমার মামা প্রথম ল্যাপটপ নেওয়ার সময় আমারে সমস্যার কথা বলার সময় আমি আমার সমস্যা মানে পাওয়ার বাটন এ সমস্যা হইছে এই কথা বলি নাই আমারে কয় মামা যদি মাদার বোর্ড এ সমস্যা হয় তাইলে গেস । আমার তখনি সন্দেহ হইছিল কিন্তু মামায় আমারে কোন আইস ক্রিম কিইনা দেওয়ার পর সব ভুইলা গেলাম । আর আমার হার্ডডিক্সটা যায়গা মতই আছে কাল রাতেই খুইলা দেখছি । কিন্তু সমস্যার সমাধান আইজ করমু মানে আর ভাল কইরা দেখমু ।

Level 0

আপনি Bias এ গিয়ে Booting Order থেকে 1st boot from HDD/Hard Disk করে নিন আশা করি OS Boot করবে।

    @kingfisher: ভাই Bias ই আসতেছেনা । F2 তে অনেক চাপাচাপি কইরাও কাজ হয়নাই।

Level 0

‘আপনি আলাদা কীবোর্ড ব্যবহার করে দেখতে পারেন অথবা ব্যাটারিটি খুলে আবার লাগিয়ে ল্যাপটপ চালু করে দেখতে পারেন। ফলাফল জানাবেন।

    @kingfisher: কীবোর্ড ব্যবহার করছি কিন্তু কাজ হয়না।

    @kingfisher: ব্যাটারিটি খুলছি কিন্তু কাজ হয়না।