বিটিসিএল এর ইন্টারনেট নিয়া মহা বিপদে আছি।

টেকটিউনসের সকল টিউনার এবং সদস্যদের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে তুলে ধরছি বিটিসিএল কিছু সমস্যা ।

১। সমস্যা বর্তমানে আমি ১এমবিপিএস স্পিড এর আনলিমিটেড প্যাকেজ ইউজ করি স্পিড পাই মাত্র ২০-৩০ কেবিপিএস। মাঝে মধ্যে ৫-৬ কেবিপিএস ও আসে।

২। সারাদিনের মধ্যে ১৫ থেকে ২০ বার লাইন ৫ মিনিট এর জন্য চলে যায়। এই সমস্যা আমাদের এলাকার সকল ইউজারদের।

৩। কাস্টমার কেয়ারের কোন নম্বরেই যোগাযোগ সম্ভব নয়। কারন তারা ফোন রিসিভ করে না। একদিন ১০০ বার কল দেওয়ার পরও কোন  কিছুই পেলাম না। ০৯৬৬৬৭০৭০৭০ এই নম্বরে কল দিলে ৩০-৪০মিনিট মিউজিক বাজে তারপরও কাউকে খুজে পাওয়া যায় না, অথচ আমার মোবাইল থেকে ৫০ টাকা কেটে ফেলেছে। তারপরও সকালে, দুপুরে, রাত্রে প্রায় সময়ই কল দিয়া চেষ্টা করি কোন সাহায্য পাই কিনা, সাহায্যতো পায়ইনা আরো মোবাইলের ব্যলেন্স হারাইতেছি। তারপরও যদি কোন সহযোগিতা পাইতাম কোন আপত্তি ছিলনা। কবে এই লাইন ঠিক হবে কোন কিছুই জানার সুযোগ নেই। শেষ পর্যন- বাধ্য হয়ে টিটির স্মরনাপন্ন হইলাম দেখি কোন তথ্য পাওয়া যায় কিনা।

কি করতে পারি এখন আপনারই বলুন?

Level 0

আমি smssms। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লাইন কাটেন আর নাক ডেকে ঘুমান।
Happy Sleeping♥

    @মাসুম রাহমান তোহা: এরকম মন্তব্য করার চাইতে আমার মনে হয় মন্তব্য না করাই ভালো !! টিউন লেখক একটি সাহায্য চেয়েছেন !! সাহায্য না করতে পারেন অন্তত এ ধরনের ইয়ার্কি না করাই ভালো !! আর এখানেতো ফেইসবুকের মত “লাইক” বাটন নেই যে সবাই মজা পাবে আর লাইক দিবে !!

      @রুমার: বর্তমান ইন্টারনেট পরিস্থিতে এটাই মনে হয় ভালো সমাধান। মাস শেষে গলাকাটা বিল নিচ্ছে কিন্তু সার্ভিস দিচ্ছে বাইসাইকেলের মত সাথে তো নানান রকম বায়না। totally bored. যদি কেউ কষ্ট পান তবে extremely sorry.

    Level 0

    @মাসুম রাহমান তোহা: thank you for your comments. Vai nak deke gomyle amar kaz golo k kore debe.

      @smssms: ভাই আমি কিউবি ব্যবহার করতেছি। ৫১২কেপিবিএস আনলিমিটেড। মাসিক বিল ১৪৩৮ টাকা। স্পিড ৫০+ থেকে ৬০+ KB পর্যন্ত পাই। প্রতি মাসে ৫০+ GB ব্যবহার করা হয়। সাথে edge modem ও কিনে রেখেছি সিম ইউজ করার জন্য। আপনি কিউবি ইউজ করতে পারেন। তবে বাংলালায়নের ব্যাপারে বলতে পারছি না।

কী আর বলবো ভাই …! আমি ব্রডব্যান্ড ব্যাবহার করি !! চরম খারাপ অবস্থা !! তবুও ছাত্র মানুষ দেখে সস্তায় পরে আছি !! আপনার সাধ্যের মধ্যে মডেমের প্যাকেজ থাকলে আপনি মডেম ব্যাবহার শুরু করতে পারেন । এক্ষেত্রে কোন কোম্পানি ভালো তা নিয়ে পূর্বেই টেকটিউনসে অনেক পোষ্ট করা হয়েছে । একটু খুঁজে দেখুন ।

Level 0

ইন্টারনেটের কচ্ছপ গতির কারণে বর্তমানে শুধুমাত্র একটি সংযোগের উপর নির্ভর করা যায় না। আমার কাজের জন্য দুইটা ব্রডব্যান্ড, রবি আনলিমিটেড আর কিউবি দিয়ে কাজ করতে হচ্ছে। শান্তিতে আছি। যদিত্ত প্রতিমাসে তিন হাজার টাকা খরচ হচ্ছে। উপায় নাই।

Level 0

I am still happy with my broadband coz ist working as regular.Infobase

ভাই আপনি বিল দেন কত? এখন সবচেয়ে ভাল ওয়াইমেক্স। আপনি যেকন একটি ওয়াইম্বক্স লাইন নিয়ে নিন। আপনার বাসায় যেটার নেটওয়ার্ক সবচেয়ে ভাল। আর আমি বাংলালায়ন আর কিউবি দুইটা চালানর অভিজ্ঞতা থেকে পরামর্শ দেব বাংলালায়ন নেয়ার। ollo চালাইনি তবে এটার নেটওয়ার্ক কাভারেজ খুব কম।

বাংলা লায়নে মাইগ্রেট করুন।

এখন বাংলালায়নে একটা বেশ ভাল অফার চলতেছে। স্টুডেন্ট প্যাকেজ। অন্তত আমার কাছে বেশ ভাল মনে হয়েছে।
৬ জিবি ৬০০টাকায় ২৫৬ কেবি স্পিড। আর প্রথম মাসে মাত্র ৫০ টাকা লাইন ফি দিতে হয়। এর চেয়ে ভাল অফার আর নাই। 🙂

Level 0

খুব ইচ্ছে ছিল বিটিসিএল ইন্টারনেট নেয়ার। কিন্তু আসলেই কি তাই?

Level 0

mone hoy bcube name ekta company service day ………

Hotline:9850280,9897501,01978810408,09666707070,SMS:01972375725
http://www.bcube.net.bd/ pls try there

    Level 0

    @REJWANHUQ: thanks for comments. Vai aei site er sob number e call koresi keo phone recive kore na.

বাংলালায়ন নেটওয়ার্ক কভারেজ থাকলে বাংলালায়ন সাফারি কিং নিতে পারেন। পোস্টপেইড এবং মাসে ১৫০০/-৳। এই মাসে কমপক্ষে ৫৫ গিগাবাইট ডাউনলোড করেছি 😀

আপনি যদি বাংলালিংক এর Unlimited internet (ভ্যাটসহ খরচ 747.50TK)ইউজ করেন, তাহলে ডাউনলোড স্পিড 30~35KB পাবেন। আপনি কোথায় থাকেন এটা উল্লেখ করলে আমি বলতে পারতাম কত স্পিড পাবেন্। আমি ফার্মগেট থাকি এবং স্পিড এরকম পাই।

যদি এটা ইউজ করেন জানাবেন, আমি সব ধরনে Help করবো।

ইন্টারনেট নিয়ে সরকারের মহা পরিকল্পনা রয়েছে । অবস্য এপর্যন্ত যত পরিকল্পনার কথা পএিকায় দেখেছি তার ভিতর বেসি শুধু প্রব্রিদ্ধির কথাই বেশি দেখেছি , ভাবখানা এমন যেন ইন্টারনেটের প্রব্রিদ্ধির টাকা রাখার জন্য আরো একটা ব্যাংক এর অনুমোদন দেওয়া লাগলেয় লাগতে পারে । মাসুম ভাই চিন্তা কইরেননা আমরা 3G-4G ব্যবহার পুরাপুরি না করতে পারলেয় আমাদের ছেলে-মেয়েরা ব্যবহার করতে পারবে বলে আসা রাখী । বি: দ্র: – আমি এখনো ই’য়ে মানে ওটা করি নাই, কথাবার্তাও হচ্ছেনা, কবে হবে তাও বলতে পারছিনা, তবে আগামী ১০ বছরের ভীতর হবে বলে আসা রাখী । আমার ২৪ বছর রানিং । আর হ্যা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারছিনা কারন ” বিটিসিএল …?, ব্রডব্যান্ড..?, জুম আল্ট্র….?, বাংলা লায়ন…..? ymax…..? এগুলা মংলাতে পাব কোথায় । এগুলা খায় না মাথায় দিয়ে ঘুমায়, আমার জানা নাই । ধন্যবাদ আপনার সমস্যটা সবার বলার জন্য ।

Level 0

আমি বাংলালিঙ্ক আনলিমিটেড ব্যবহার করি, ৭৫০ টাকা মাস।৪৫ – ৫০ জিবি আমার ইউজ।

Level 0

আমি জিপি চালাই… এটাই এখানে ভাল… তবে এর সার্ভিস অত্যন্ত খারাপ.. কি আর করবো কোন উপায় নাই.. 🙁 কবে যে ভাল ইন্টারনেট সার্ভিস পাবো…..

1mbps ব্রডব্যান্ড ব্যবহার করি রাউটার দিয়ে । আর সবসময় অনলাইন থাকার জন্য গ্রামীনফোন ১ জিবি – আমার মটোরোলা জুম ট্যাবলেট পিসিতে ব্যবহার করতেসি । 😀

    Level 0

    @<a href="#com@নীলদাঁত: ভাই আমার বিটিসিএল এর কানেকশন বারবার ডিসকানেক্ট হচ্ছে কি করতে পারি?