বাংলা ব্লগ, এডসেন্স এবং টেকটিউনস

যাঁরা ছোটবড় বাংলা ব্লগ পরিচালনার সাথে সম্পৃক্ত, আমি জানি বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা শুধু নিজেদের আত্মতৃপ্তি এবং ভালো লাগা থেকে ব্লগগুলো চালিয়ে নিচ্ছেন। অন্যদিকে ইংরেজিতে ব্লগিং করে অনেকেই বেশ সম্মানজনক অর্থ উপার্জন করছেন! বলাই বাহুল্য ইংরেজি ব্লগ থেকে আয়ের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এডসেন্স, আর এডসেন্স বাংলা সাইটে এড ব্যবহার করার অনুমতি এখনো দেয় নি।
অবাক হওয়ার বিষয় হল- টেকটিউনস সহ বেশ কয়েকটি বাংলা ব্লগে দেখছি এডসেন্স ব্যবহার করা হচ্ছে! এটা কীভাবে সম্ভব? এডসেন্স নীতিমালা ভঙ্গ করে নাকি কোনোভাবে অনুমোদন নেওয়া হয়েছে?
টেকটিউনসের সাথে সরাসরি সম্পৃক্ত কেউ দয়া করে জানালে আমরা যারা দিনের পর দিন পাবলিক সার্ভিস দিয়ে যাচ্ছি, আমাদের উপকার হতো। সবার জন্যে শুভকামনা।

Level 0

আমি নাজমুল আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার যত টুকু মনে হয় হয়ত তারা অন্য English সাইট এর গুগুল Adsence এখানে ব্যাবহার করেন।

I think google not aware this matter!! but …..

এটা নিয়ে আমিও বেশ গবেষনা করেছিলাম কিন্তু কোন রহস্য উদঘাটন করতে পারিনি 🙁 তবে আশা করছি টেকটিউন্স কর্তৃপক্ষ ব্যাপারটি আমাদের সাথে শেয়ার করবে।

ahsan vai amar mone hoy ei bapare siful islam vai valo bolte parbe. apni onake facebook jiggasha korte paren. http://www.facebook.com/Saiful.Islam.TT?ref=ts

ভাই টিটি তো খালি বাংলা ভাষার ব্লগে এডসেন্স ব্যবহার করছে, কিন্তু আপলোড হাউসে যান, পর্ন ছবিতে ভরপুর সাইটটি বিনা বাধায় অনেকদিন থেকেই এডসেন্স ব্যবহার করছে!!! মাথাই নষ্ট!! uploadhouse.com

Level 0

এডসেন্স এর কিছু নিয়ম আছে টাকা পাত্তয়ার ক্ষেএে । বলবেন কেত্ত তা কি কি

    @math_halim:
    টাকা পাওয়ার ক্ষেত্রে আর কি নিয়ম, ঐ একটা পিন কোড আসে নিজের ঠিকানায়, ঐটা দিয়া এড্ড্রেস ভ্যারিফাই করতে হয়!! আর পিন না আসলে ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি দিয়ে এড্ড্রেস ভ্যরফাই করা যায়!! ঝামেলা হইল হাতে চেক পাওয়ার পরে!!! বাংলাদেশের ব্যাংক গুলা যা করে না!! ভাবতে গেলে এখনো শিউরে উঠি!!!