ফ্রিলেন্সার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।সাহায্য করবেন প্লিজ ।

আসসালামুয়ালাইকুম ।কেমন আছেন আপ্নারা।ফ্রিলেন্সার ভাইদের উদ্দেশ্য করে বলছি ভাইয়া আমি  পিটিসি করে অনেক টাকা খুইয়েছি ভেবেছিলাম এটাই বুঝি ফ্রিলেন্সিং ।কিন্তু না এটা মানুষ ঠকানো পথ।ভাইয়া আমি ফ্রিলেন্সিং করতে চাই ।আমার কোন কাজ জানা নাই।আপনাদের কাছে আমার অনুরধ দয়া করে আমাকে বলবেন যে কোন কাজটি ফ্রিলেন্সার  জগতে বেশি চাহিদা মুলক ও ইনকামসোর্স বেশি।ইনকামসোর্স বেশি বলেছি বলে কেউ মনে করবেন্না যে গাছে কাঁঠাল গোফে তেল।আমি শুধু আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়িয়েছি ।আমাকে একটু সহযোগিতা করবেন প্লিজ ।জানালে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব।

ফেসবুকে আমি

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ok no problem bro amio selam ojotha somoy nosto koresi ptc er pisone ty aj onek pese asi freelancing a. apni jodi asoley income korte chan tahole apnake bolbo age kisu sekhun jemon SEO, Graphic design, web development or blogging. valo kore sikle kj and tk er kontarey ovab hobe na bro…………valo thakben..

আগে সিদ্ধান্ত নিন, কোন ধরনের কাজে আপনার আগ্রহ আর স্বাচ্ছন্দ বেশি। যে ধরনের কাজে আপনি নিজেকে পারফেক্ট মনে করেন সেটার চর্চা চালিয়ে যান। যেমন S.E.O web development, Graphics Design প্রভৃতির মাঝে আমার আগ্রহ ছিল গ্রাফিক্স ডিজাইনে 3d তে। আরও সহজ করে বললে আর্কিটেকচারাল ভিজুয়ালিজেশনে। সিদ্ধান্ত নেবার কারন ছিল একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আপনার ক্ষেত্রে আপনি নিজের সাথে তুলনা করে দেখেন কোনটা আপনার জন্য যথোপোযুক্ত। প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে যে কোন কাজেই সফল হবেন ( আপনার কাঙ্খিত অর্থপোর্জন ও সম্ভব হবে)।

Level 2

সবার আগে- তাহাজ্জুদ/সালাতুল হাজত নামায পড়ে আল্লাহর কাছে প্রতিদিন/রাতে দোয়া করুন (দোয়া পড়লে চলবে না আবেগ ও বিশ্বাস নিয়ে করতে হবে)।

নামায পরুন + নিজের ও অন্যের জন্য দোয়া করুন + চেষ্টা করুন + ধৈর্য্য = সফলতা 100%।

দ্বিতীয়ত- আপনি টেকটিউন্স ও এরূপ অন্যান্য ওয়েব/ ব্লগে ফ্রিলেন্সিং/অনলাইন ইনকাম … লিখে সার্স দিন অনেক ভালো ভালো ও উপকারী লেখা পেয়ে যাবেন।
তৃতীয়ত : আপনি ওডেক্স/Elance/Freelancer/V workers/ এ একাউন্ট ওপেন করুন>প্রফাইল 100% পূর্ণ করুন> পারলে যতবেশী সম্ভব টেষ্ট দিন (u can apply test for many time)> এপ্লাই করতে থাকুন। (খুব কঠিন কিছু নয়)

For small work : Miccro workers/Minute workers/Job boy/solver/deshiworkers/Solver.

আপনি শুধু কপি/পেষ্ট/কম্পোজ জানলেও প্রচুর ভালো কাজ আছে। ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন।

ধন্যবাদ আমার জন্যও দোয়া করবেন অনেক পরীক্ষার ভিতর আছি। আল্লাহ যেন কামিয়াব করেন।

মিস্টার যাযাবর সাহেবের সাথে আমিও একমত। এর সাথে আমি এর একটা বিষয় বলতে চাচ্ছি যে, Odsek.com or Freelancer.com এ দুটো ওয়েবসাইট একটু ভিজিট করে দেখতে পারেন। যদি আপনি ওনলাইন ব্যসিস কিছু করতে চান। ওসব সাইট থেকে বর্তমান বাজারে কাজের চাহিদা টা বুঝতে পারবেন। এর বাইরেও, আপনি যদি মনে করে থাকেন যে আপনি ইংলিশ এ মোটামুটি ভালোই, MS Office Package টাও মোটামুটি ভালোই বোঝেন। তাহলে আমি বলব যে আপনি ”ওয়েব ডেভেলেপমেন্ট” এবং ”সার্চ ইন্জিন অপ্টিমাইজেশান” এর কাজগুলো শিখে ফেলতে পারেন। এ কাজ গুলোর Locally & Internationally দুইয়ো দিকেই চাহিদা আছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে প্রচুর সময় দিতে হবে শেখার পেছনে এবং নিজেকে তৈরী করতে, নূণ্যতম ৬ মাস তো লাগবেই। ভালো থাকবেন এবং চাইলে আমার সাথে কনটাক্ট ও করতে পারেন। ধন্যবাদ!