ইউএসবি ডিভাইসকে বুটেবল করার পরও উইন্ডোজ সেট আপ দিতে পারছি না! সাহায্য চাই প্লিজ।

X17-24394 নামক আনটাচড এবং অরিজিনাল ভার্সনের উইন্ডোজ সেভেন ডাউনলোড করার পরও আমি সেট-আপ দিতে পারছি না। হাতে ব্ল্যান্ক ডিভিডি না থাকায় রাইট করে সেট-আপ দিতে পারছি না।
তাই আশ্রয় নিলাম ইউএসবি বুটের। কমপক্ষে ২০টা টিউন পরলাম এ নিয়ে। ২ টা টিউন থেকে ২ টা সফট নামালাম : Windows7-USB-DVD-tool এবং Universal-USB-Installer-1.9.2.0।

২ টা দিয়ে ২ পেনড্রাইভ বুটেবল করলাম (ওই ডাউনলোড করা আইএস ও ফাইলটা দেখিয়ে)। সাক্সেসফুল বুটেবর হবার পর পিসি রিস্টার্ট দেবার পর ডিলিট অপশন চেপে এডভান্সড বায়োস সেটিংসে গিয়ে ফার্স্ট বুট অপশনে গিয়ে আমি কী সিলেক্ট করবো সেটাই বুঝতে পারছি না।
ওইখানে অপশনগুলো এমন:

CD-ROM

HARD DISK

LS120

FLOPPY

USB-FDD

USB-ZIP

USB-HDD

USB-CDROM

LANSPACE

DISABLE।

তারপরও ইউএসবি লেখা ৪ টা দিয়েই একবার একবার করে ট্রাই করসি। কিন্তু যেই লাউ সেই কদু। পিসি স্টার্ট হয়ে যায়।
পেন্ড্রাইভ বুটেবল হবার কারনে পেন্ড্রাইভের জায়গায় উইন্ডোজের একটা লোগোর মতো এসে গেছে।
আমার মাদারবোর্ড গিগাবাইট।
কোনো এন্টি-ভাইরাস ছাড়া ৩ দিন অসহায়ের মতো সেট-আপ দেয়ার জন্য মুখিয়ে আছি, কিন্তু দিতে পারতেসি না।

কেউ প্লিজ তার মূল্যবান সুপরামর্শ দিয়ে সাহায্য করলে অনেক উপকৃত হতাম।
এটা আমার প্রথম টিউন। অনেক উল্টা-পাল্টা জিনিস করসি। সবাই ক্ষমাসুন্দর দুষ্টিতে দেখেবেন আশা করি।

Level 0

আমি 1285sh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

USB-HDD দিলে কাজ হওয়ার কথা। আমি গত দুই দিন আগেও পেন ড্রাইভ দিয়ে সেটাপ দিলাম। WintoFlash নামক সফটওয়্যার দিয়ে খুব সহজেই বুটেবল বানানো যায়। ইন্সটল করে “Windows Setup Transfer Wizard” এ ক্লিক করে বুট করে নিন। “USB-HDD” দিয়ে বুট করুন। বুট হবে আশা করি।

Level 2

প্রথমে computer অন হবার সময় কী বোড থেকে F12 চাপুন।এবার USB-ZIP সিলেক্ট করুন।আশা করি হবে।আমার ও gigabit’

Level 0

হার্ডডিস্ক প্রায়রিটি চেন্জ করে দিতে হয়। এটাই প্রথমে করা হয় নি।
যা ই হোক। সবাইকে তাদের পরামর্শের জন্য ধন্যবাদ।

Level New

পেনড্রাইভ কে কোন সফটওয়্যার ছাড়াই বুটেবল করে উইন্ডোজ ৭ কিংবা ৮ সেটাপ দেওয়ার জন্য এই পোস্টটি অনুসরন করুনঃ http://helpfulhub.com/blog/odrissho/284