Notebook এর হার্ডডিস্কের সমস্ত পাটিশন ডিলেট হয়েগেছে এক্সপার্টদের কাছে সহযোগিতা কামনা করছি। (জরুরীভিত্তিতে)

আমার নোটবুকের হার্ড ডিস্কের সমস্ত পাটিশন ডিলেট হয়ে গেছে। আমি WintoFlash সফটওয়্যার দিয়ে একটি বুটেবুল XP তৈরী করছিলাম Source File ঠিকই দেখিয়েছিলাম কিন্তু Path সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম। যার ফলে Path অটমেটিক অন্য কোন ড্রাইভ সিলেক্ট হয়েছিল। আমি খেয়াল না করেই Run এ Click করাতে আমার সমস্ত Drive Format হয়ে একটি হয়েগেছে। কিন্তু আমি বুঝলামনা Format হলে একটি Drive Format হবার কথা ছিল কিন্তু সমস্ত Drive ফরমেট হলো কিভাবে? আমি আমার লোটবুক ঐ অবস্থাতেই রেখে দিয়েছি। দয়া করে কেউ বলবেনকি কিভাবে আমি আমার সমস্ত পাটিশন ফিরে পেতে পারি। আমার External CD Drive নাই। আমার Notebook এ এখন কোন অপারেটিং সিস্টেম দেয়া নাই। আমার কাছে হিরেনস বুটের Zipএবং Iso ফাইন আছে আমি কিভাবে ঐটাকে USB তে বুটেবুল করবো। দয়া করে একটু তাড়াতাড়ি বললে ভাল হতো।

Level 0

আমি ম‌োঃ রাশ‌িকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এটা দেখতে পারেন আশা করি ফিরে পাবেন, তবে এই সাহায্যের পোষ্ট এই ক্যটাগরীতে করবেন না, সাহায্য বিভাগ সিলেক্ট করবেন। http://www.pchelpcenterbd.com/archives/3417

Level 0

এতো সাহায্য আশা না করে সরাসরি কোন অভিজ্ঞ মেকানিকের কাছে যান। আশা করি, উপকার পাবেন।।

উপরেরটিতে না হলে বাকি গুলো দেখতে পারেন http://www.somewhereinblog.net/blog/mainul102/29365080

http://www.techtunes.io/other/tune-id/44629

Level 0

Remo.Recover সফটওয়ার দিয়ে অথবা যদি আপনি পারেন তাহলে DDR NTFS Recovery আশা করি আপনার আর কারোর কাছে যেতে হবে না।
প্রয়োজনে আমার কাছে ইমেইল করতে পারেন [email protected]

আমারতো পুরু হার্ডডিস্কই Format হয়েগেছে।আমি কি হার্ডসিস্ককে একটি ড্রাইভ তৈরী করে তাতে অপারেটিং সিস্টেম দেওয়ার পর উক্ত কোন সফটওয়্যার দিয়ে পাটিশন রিকভারী করার চেষ্টা করবো?

কোন কথা হবে না কোন শব্দ হবে না শুধু এই সফটওয়ার টা ডাউনলোড মানেন ।

https://www.dropbox.com/s/d0niae9qzwmb0dj/EASEUS.Data.Recovery.Wizard.Professional.5.6.1.%20%20%40Arif%40.rar

এরপর ইন্সটল করে কি দিয়ে একটিভ করেন এরপর আপনার করে Recovery করুন । কয়েক দিন আগে আমার ল্যাপটপ এর ৩২০ জিবি আপনার মত আমার ফর্মেট হইয়া গেসিল । এরপর ৩ দিন ঘাটার পর এই একটি সফটওয়ার পেলাম যে টি আমার সব ফাইল পাই টু পাই ফিরাইয়ে দিসে । তবে যখন Recovery করবেন একটু টাইম লাগবে । কিন্তু আপনি সব ফাইল ফিরে পাবেন ।
সমস্যা হলে আমাকে মেসেজ দিয়েন । আর Recovery করার আগে পারটিসন দিয়েন না । যেমন আসে তেমন ভাবেই Recovery করুন । https://www.facebook.com/arifhossainmunna01

হ্যাঁ অপারেটিং সিস্টেম ইন্সতল ত দিতেই হবে নইলে ত আর আপনার নেট বুক ই চলবে না । একটি ড্রাইভ করে তাতে Windows Install করে তবেই ত সফটওয়ার রান করাবেন ।