উইন্ডোজ দেওয়ার পর G ড্রাইভ চলে গেছে। সমাধান দরকার।

আমার Acer AO722 মডেলের ল্যাপটপে Windows 7 দেওয়ার পর G  ড্রাইভ চলে গেছে। আগেও Windows 7-ই ছিল। আমার ল্যাপটপে 500GB হার্ডডিস্কে আগে ৫টা ড্রাইভ ছিল, কিন্তু এখন আছে ৪টা।

এখন, G ড্রাইভ যে সব ফাইল ছিল তা সব E-তে চলে এসেছে। E এরটা F-এ । আর F এরটা D-এ চলে এসেছে। D ড্রাইভের ফাইলগুলো সব চলে গেছে। যা অন্য কোন ড্রাইভেই নাই।

Windows 7 দেওয়ার সময় প্রথমে C  ড্রাইভ ডিলিট করে তারপর ফরমেট করেছিলাম। সমস্যা দেখার পর আরও একবার Windows 7 দিয়েছি কিন্তু সমস্যা ঠিকই থেকে গেছে। ল্যাপটপ চলে কিন্তু USB port-এ কিছুই ধরে না। Driver installfailed দেখায়। এ সমস্যার কারনেই Windows 7 দিয়েছিলাম।

পোর্টেবল DVD Wrritter দিয়ে Windows 7 দিয়েছি।এটাও ধরে না তবে ল্যাপটপ চালু করলে এটা বুট করা যায়।

এখন আমার ল্যাপটপে আবার G  ড্রাইভ কিভাবে ফিরিয়ে আনব এবং USB-র সমস্যা দূর করব জানালে উপকৃত হব।

Level 0

আমি Nabil Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমার মনে হয় আপনার ড্রাইভ লেটার টা রিমুভ হয়ে গেছে। এক কাজ করেন মাই কম্পিউটার এ রাইট ক্লিক করে মেনেজ এ ঢুকেন। তারপর বাম পাশ থেকে Disk Management এ ঢুকেন। এখানে সব ড্রাইভ এর লিস্ট গুলো দেখতে পাবেন। ভাল করে চেক করুন কোন ড্রাইভ এর লেটার হাইড হয়ে গেছে কিনা। যদি কোন ড্রাইভ এর লেটার হাইড হয়ে গিয়ে থাকে তাহলে ওই ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে Change Drive letter and paths এ ক্লিক করুন। তারপর change এ ক্লিক করুন। তারপর একটা লেটার সিলেক্ট করে বের হয়ে আসুন। তাহলে ড্রাইভ টি ফিরে পাবেন। আর যদি সমস্যা এরকম না হয়ে অন্য সমস্যা হয় তাহলে বিস্তারিত জানাবেন পারলে সমাধান দেওয়ার চেষ্টা করব।

Level 2

আপনি নিচের পোষ্টটি দেখতে পারেন।
http://kamrulcox.blogspot.com/2012/06/blog-post_2148.html

Level 0

upnader jonno helpline – 01677302649