হায়রে উইনডোজ 7 বাবা কবে তোরে অরিজিনাল পাব? মডেমের জীবনটা শেষ।

আসসালামুআলাইকুম,

অত্যান্ত দুঃখের বিষয় এই যে, অনেক টিউনার ভাইয়েরা উইনডোজ 7 এর ISO হাই কম্প্রেস ফাইল দিয়েছেন কিন্তু উইনডোজ 7 এর কোন হদিস নাই। ফাউয়ে মেগাবাইট আর ডিভিডি নষ্ট পরে চেষ্ঠা করলাম পেনড্রাইভ দিয়ে হয় কিনা আরেক জামেলা ISO ফাইল শো করেনা কি আশা করলাম আর কি পেলাম। যাই হোক একজনের কাছ থেকে পাইনাই আরেকজনের নিকট আশা করতেই পারি। ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai, highly compressed file normally corrupt thake…..
apni toorent site theke namia nin……
oigula vhalo…..ami use kortesi……

    @walid: আপনার সাথে একমত। এই হাইলি কমপ্রেসড ফাইল গুল মানুষ কে বোকা বানায়। আমি নিজেও একবার ১১ এমবি এর একটা কথিত উইন্ডোজ ৭ ডাউনলোড করছিলাম। রাইট করার পর ইন্সটল করতে গিয়ে দেখি উইন্ডোজ এক্সপি এর কয়েকটা ভার্সন একসাথে করে কমপ্রেসড করছে। মাথাটাই খারাপ হয়ে গেছিল। এর পর থেকে সাবধান হয়ে গেছি।

Level 0

Site add: den

Level 0

ভাই আপনার বাসা কোথায়?আপনি আমার বাসার আশে পাশে থাকলে জানান আমি আপনাকে সাহায্য করতে পারি।

Level 0

প্রথম প্রথম আমিও লোভে পড়ে এরকম অনেক ডাউনলোড করে ঠকেছি, এগুলো একদম ফালতু। আপনি কষ্ট করে পুরো ফাইল নামান । আমার এই টিউন টা পড়ে দেখুন যদি কোন কাজে লাগে। আমি কিন্তু এখান থেকেই সব ডাউনলোড করে ছি। তাই বলি আপনি সার্চ বক্স এ লিখুন windows 7 sp1 pre-activated, আমি এভাবে লিখে উইন্ডোজ ৭ এর লেটেস্ট আপডেট ভার্সন টা ডাউনলোড করেছি। প্রায় 4gb র মত। (https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/142764)

Level 0

serch box e likhun – windows 7 sp1

আপনি একটা কাজ করতে পারেন বাজার থেকে একটা উইন্ডোজ ৭ এর ডিভিডি কিনে তারপর iso এ কনভার্ট করে নেন। ডিভিডি তে ফাইল মিসিং হলে সেটআপ হয় না। তারপর আপনি iso দিয়ে পেন ড্রাইভ এ সেটআপ করতে পারবেন।

Level New

ekhan theke dekhun. kono jhamela sara. https://www.techtunes.io/windows-7/tune-id/179357

Level 0

ভাই আমার ডিভিডি রোমটা খারাপ তাই পেনড্রাইভ দিয়ে উইনডোজ সেটাআপ করার চিন্তাভাবনা করছি। ফয়সাল আহমেদ ভাই বললেন ডিভিডিকে iso তে কনভার্ট করতে তা কি দিয়ে করব জানাবেন যেহতু আমি সিস্টেম সম্বন্যে নতুন তাই জিজ্ঞেস করলাম। ‍সাইফ ভাই আপনি যা দিলেন তাতে আমি ভয় পাইছি কারন 2 গিগা 3 গিগা ফাইল ডাউনলোড করা আমার পক্ষে সম্ভব না কারন নেট স্পীড সম্পর্কেতো জানেন। যদি আপনাদের কাছে হাই কম্প্রেসড ভালো iso থাকে তাহলে দয়াকরে শেয়ার করবেন উপকৃত হব। ধন্যবাদ

Level 0

উইন্ডোজ৭ এর কোন ব্যাকআপ আপনার পিসিতে থাকলে আপনি সহজেই ৭ সেটআপ েকরতে পারবেন। যদি থাকে তাহলে আমাকে ইমেইল করতে পারেন। আশা করি সাহায্য করতে পারব। আমার ইমেইল আ্িডি- [email protected]