ট্যাবলেট কম্পিউটার কেনার ব্যাপারে সাহায্য চাই

বন্ধুরা,

কেমন আছো সবাই? ছোট্ট একটি সাহায্য / পরামর্শের জন্য সকলের দ্বারস্থ হলাম।

আমি একটি ট্যাবলেট কম্পিউটার কিনতে চাচ্ছি। বাজেট: ৪০,০০০ টাকা। মূলত অফিসের কাজে ব্যবহার করবো। ইমেইল আদান-প্রদান ও ইন্টারনেট ব্রাউজিং। প্রাথমিক ভাবে Samsung Galaxy Tab-2 (GT-P5100) বাছাই করেছি। এই ব্যাপারে তোমাদের পরামর্শ / মতামত চাই। এই বাজেরট মধ্যে অন্য কোন ভাল মডেল থাকলে আমাকে জানিও, প্লিজ।

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ সামীউল ইসলাম হিরন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami chai, flash player full support kore, emon ekta tablet. Windows hole aro valo, tobe Moto kom dame paws somvob.
Samsung Galaxy Tab valo, tobe 3G chara hole Asus er transformer series er konota better, specially er price kom, mone hoy.

গ্যালাক্সি নোট ১০.১” নিলেই সবচেয়ে ভালো হবে …ঢাকায় গেজেট এন্ড গিয়ার নামে একটা শপ থেকে মনে হয় ৪৫০০০ দিয়ে পাবেন. অন্যান্য ট্যাব থেকে আলাদা ..আর যদি অনলি ওয়াইফাই হলে চলে
তাইলে নেক্সাস টেন

Level 0

কেনার সময় অবশ্যই চেক করে নিন যে এটা আসল Samsung কিনা । আমার এক ফ্রেন্ড ৬ মাস আগে বসুন্ধরা শপিং মল থেকে Galaxy Tab 10.1′ কিনেছিল । পরে প্রবলেম হলে ঠিক করতে অন্য দোকানে নিয়ে গেলে বলল এটা ডুপ্লিকেট আসল না।