বাংলালায়ন ও কিউবি– কোনটা ভালো তা জানতে চাই

আমি আজ সন্ধায় ওয়াইম্যাক্সের যুগে প্রবেশ করতে যাচ্ছি। কিন্তু সমস্যায় পড়েছি। আর তা হচ্ছে কোনটা কিনব তা নিয়ে। আমার কিছু প্রশ্ন আছে। আমি ওদের ওখানে গিতে জানতে চাইলে তারা আমাকে বলবে। কিন্তু সঠিক তথ্য পাওয়া যাবে যারা ব্যবহার করছেন তাদের থেকে। দয়া করে আমাকে সাহায্য করুন।.।.।.।

২৫৬ কেবিপিএস লাইন নিতে চাই।

১। ডাউনলোডিং স্পিড কত পাব?

২। সর্বনিম্ন আর সর্বোচ্চ কত স্পিড পাব?

৩। স্পিড কি ফ্ল্যাট? মানে আপ ডাউন করে না?

৪। জিপি মডেমের মত কি ডিস্কানেকশন প্রব্লেম আছে?? থাকলে তো আমি শ্যাষ।.।.

৫। ইউটিউব বা অনলাইনে কি স্ট্রিমিং ভিডিও, নাটক বা স্ট্রিমিং মুভি দেখা যাবে?]

৬। ব্রাউসিং স্পিড কেমন পাওয়া যাবে। উদাহরন হিসেবে ফেসবুকের হোমএজ লোড হতে কতক্ষন লাগে?

প্লিজ আমাকে সাহায্য করুন। আপনাদের সাহায্যেই আমি আজ মডেম কনতে বের হব। ২টার মাঝে বাংলালায়ঙ্কেই আমার বেশী পছন্দ। আপনাদের মন্তব্য আশা করছি

Level 0

আমি সামাউন খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এর কোনটাই ব্যবহার করিনি। কিন্তু বিভিন্নজনের Comment দেখে কিউবিকে ভাল মনে হয়। তবে কোনটারই Speed -ই নাকি সন্তোসজনক নয়।

আমি বাংলালায়ন ব্যবহার করেছি। খুবই ভাল। কিউবির তুলনায় ভাল। ডাউনলোড স্পিড আমি ৭০ KBPS পেয়েছিলাম।

আমার ২ বন্ধুর বাসায় কিউবি ব্যবহার করেছি।বেশি জোশ।512kbps লাইন এ online এ মুভিও দেখছি।কিউবি লইয়া লন।

যতদুর দেখেছি কিউবি দেখতে পারেন।আর ২৫৬ লাইনে ৩০ ডাউনলোড পাবেন ।০আর স্পিড আপ ডাউন করেনা।

Level 0

কিউবি হলো বেস্ট!!!!!