XML, HTML বিষয়ক সাহায্য প্রয়োজন

আমি একটি এ্যাপ ডেভেলপ করার চেষ্টা করছি যাতে ডাটাবেজ ব্যবহার করা হবে। এবং সেই ডাটাবেজ এর জন্য আমি XML ব্যবহার করতে চাচ্ছি। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন কোন সাইট, ভিডিউ টিউটোরিয়ল ইত্যাদি দিয়ে যেন আমি XML, HTML, JavaScript, jQuery কে একত্র করে কাজ শিখতে পারবো ?

বিশেষ করে :

১. কি করে xml ফাইল থেকে ডাটা সার্চ করতে হয়? আমি করেছি কিন্তু আরও সহজ কোন ওয়ে যদি থাকে তাই।

২. একটি লিস্ট থাকবে যেখানে xml ফাইল এর প্রতিটি রেকর্ড এর প্রথম ডাটা থাকবে আর আমি যে কোন ডাটা তে ক্লিক করলেই সেই ডাটার অধীনে অন্যান্য ডাটা শো করবে।

আসল কথা, আমি ডাটা থেকে কি করে সেই ডাটাটির আইডি বের করতে হয় সেটাই বের করতে পারছি না। 🙁

৩. আর যে কোন ডাটা দেখাবে sorting (ascending order) এ।

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Lynda.com

    @seeam: ধন্যবাদ রিপ্লাই করার জন্য। Lynda.com এর ভিডিও টিউটোরিয়াল আমি ব্যবহার করি কিন্তু ওখানে এই সংক্রান্ত সমাধানটি পাইনি। যেমন আমি চাচ্ছিলাম ফোনগ্যাপ দিয়ে ডাটাবেজ নিয়ে কাজ করা।