অস্পষ্ট এসব প্রশ্নের উত্তর আমি কোথায় পাব ??

কিছু মানুষের কিছু প্রশ্নের উত্তর না দিতে পেরে আজকের আমার এই টিউন করা। আজ খুব খারাপ লাগছে আমার। চোখের সামনে সকল লেখা যেন কষ্টে ঝাপসা লাগছে। উদাসীন মনে বসে আছি টেকটিউনসের সমনে… এ সব প্রশ্নের উত্তর আমি কি দিব? কেউ বলছে আমি S.S.C পরিক্ষার্থী, এসব করে খেলাধুলার সময় নষ্ট করছো কেন? কি লাভ তোমার এসব টিউনিং-ফিউনিং করে, কোন টাকা-পয়সা পাউ কি? এখানে তোমার যা সম্মান তা কেবল মাত্র তোমাকে পটানোর জন্য দেখানোর জন্য, প্রকৃত সম্মন নয়…

@lmas

টেকটিউনস পরিবারে সবচেয়ে ছোট টিউনার আমি। খুব সামান্য প্রশংসায় খুব খুশী হই, খুব অনুপ্রেরণা পাই। যে সব প্রশ্নের সমক্ষিন আজ আমি হয়েছি তা কিছু অবাঞ্চিত সামান্য পরিচিত কিছু মানুষের কথায়। আমি আমার সকল চেষ্টা দিয়ে নিঃস্বার্থক ভাবে টিউন করতে থাকবো। যদি হঠাৎ কোন ঝড়ে হরিয়ে যাই এই টেকটিউনস থেকে সেদিন আমার মনে তৈরি হবে একটি নতুন টেকটিউনস…

জানি না এ টিউনটি করা আমার ঠিক হলো কি না, তবে আমি কেবল মাত্র আমার বর্তমান অবস্থাকে বোঝাতে চেয়েছি। মডারেটরগন ইচ্ছে করলে এটি মুছে দিতে পারেন।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া,
মাইন্ড করো না। গত তিন বছরের অভিজ্ঞতা থেকে বলছি- কথাগুলো সম্পূর্ণ ঠিক। খামাখা এর পেছনে ছোটার মানে হয় না। তবে মন বলে একটা জিনিস আছে। সেটার সন্তুষ্টির জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। টেকটিউনস বা অন্যান্য ব্লগকে খেলার মতো নাও, পেশা হিসেবে না। তুমি জান, খেলতে তোমার ভাল লাগবে, কিন্তু অনেক সময় অপচয় হবে। কাজেই পড়াশোনা ঠিক রেখে এটাকে খেলার মতো করে নাও। পড়ার ফাঁকে সময় পেলে এখানে আসিও নাহলে আসার দরকার নাই- ব্যক্তিগতভাবে এটাই আমার পরামর্শ।

তোমার সুবিধার জন্য আমি একটা রুটিনের মতো বানিয়ে দিচ্ছি। ফলো করার চেষ্টা করো।
টেকটিউনসে আসবা বিকেল ৫ টায়। এক ঘন্টার ভেতর যে যে পোস্ট পড়া বা লিখা দরকার তা কমপ্লিট করে ফেলবা। কোনমতেই ৭ টার বেশি সময় পর্যন্ত নেটে থাকবা না। কঠোরভাবে এটা ফলো করার চেষ্টা কর।

বাকি সময়টা পড়াশোনায় দাও। এগুলোর অনেক সময় পাওয়া যাবে পরে। কিন্তু পড়াশোনার সময় পাওয়া যাবে না। শুভ কামনা রইলো ভাইয়া।

    অসংখ্য ধন্যবাদ রনি ভাই।

    আমি অবশ্যই আপনার কথা গুলো অক্ষরে অক্ষরে ফলো করবো। আসলে আমি টেকটিউনসকে বেশী সময় দিয়ে ফেলে ছিলাম। আগামী ১৭এপ্রিল আমার ১ম পর্ব পরীক্ষা। আপনার দোয়া চাই…

    দোয়া রইলো ভাই। ভালভাবে পরীক্ষা দাও।

    ওই মিয়া দোয়া আমারো থাকলো, তুমি শুধূ রনির কথা গুরান ফলো কইরো। বুঝলা …………..

    আর হ্যা, আমিও তোমাকে একটু ভুল বুইজা ফালাইছিলাম…. পারলো আমারে ক্ষমা কইরো।

    শাওন ভাই আমি আপনাকে ক্ষমা করবো কেন? আপনি অপরাধের কাজ করলে তো !!! আপনি যা করেছেন তা একটি স্ভাবিক ব্যাপার।

    আমিও ফলো করমু ভাই !!!

কোন হেল্প লাগলে ফেইসবুকে নক করোঃ http://facebook.com/ronyiut

Any problem?

আলমাস ভাই শুনো অনেক মানুষ অনেক কিছুই বলে এত কিছুতে মন দিলে দুনিয়াতে টিকে থাকতে পারবা না । সবার আগে নিজের পড়ালেখা ঠিক রাখো তারপর যদি তুমি সময় পাও তাহলে তুমি টিউ্ন করবে না হয় দরকার নাই । সপ্তাহে দুইটা বা একটা ভালো টিউন করো যখন তোমার অফুরন্ত সময় থাকবে তখন না হয় বেশি করে টিউন করো । আর টিউ্ন করা বা টেকটিউনস এ আসার ফলে কিন্তু আমাদেরই লাভ হয় যেমন মনে করো কিছুদিন আগে আমি সেরা ৫ টি যুদ্ধ নিয়ে টিউন করেছি যখন আমি টিউনটি লিখেছি তখন নানা জায়গা হতে তথ্য সংগ্রহ করেছি নিজে অনেক কিছু জেনেছি । যা আগে আমি জানতাম কিন্তু এখন আমি ৫ টি যুদ্ধ নিয়ে অনেক কিছু জানি কারন নিজেই আমি টিউনটি লিখেছি তারপর মনে করো বিভিন্ন টিউন পড়ার ফলে অনেক কিছু জানতেছি আমরা সবাই অল্প অল্প করে দিয়েই কিন্তু বিশাল কমিউনিটি তৈরী করেছি । তুমি সবার আগে নিজের পড়ালেখা ঠিক রাখো তারপর টেকটিউনসকে সময় দাও। এখন যেহেতু তোমার পরীক্ষা তাই এখন নির্দিষ্ট একটা সময় টেকটিউনসকে দাও পরীক্ষা শেষ হলে একেবারে টিউন কইরা ফাটাই ফালাইও। ঠিক আছে ভাইয়া আর যেকোস সমস্যায় টেকটিউনস পরিবার তোমার পাশে আছে । অণেক কথা বলে ফেললাম । আর কোন সমস্যা হলে আমার ফেইসবুকে নক কইরো facebook.com/gprsmamun

    আপনি ঠিক কইছেন বস…..

    অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। পড়ালেখা পুরোদমে শুরু করে দিছি……….

    আগামী ১৩ তারিখে টেকটিউনস থেকে সময়িক বিদায় নিব। পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল এবং শেষ হবে ২৯ এপ্রিল।

    আপনার কথা অক্ষরে অক্ষরে ফলো করবো ……….

তুমি আমারে চ্যাট বা ফেসবুক এ একটু টোকা দাও তো ভাই।
কথা আছে।

কিরে ভাই তোমার আবার কি হইলরে? জানিনা কে তোমারে কি বলছে তবে ব্লগের কথারে এত সিরায়াস নেবার কিছু নাই। পড়াশুনায় মন দেও আর অবসরে টিউন কর।

Level 2

আমি জানি আলমাস, তুমি কারো কথায় দুঃখ পেয়ে এই টিউনটি করেছ। সবার মত আমিও বলবো, তোমাকে অবশ্যই তোমার লেখা-পড়া ঠিক রাখতে হবে। তবে আমি বলবো, তার পাশাপাশি তুমি টেকটিউনস-এও থাকবে। যিনি তোমাকে এ ব্যাপারে নেগেটিভ কিছু বলেছেন, তিনি হয়তো তোমার মঙ্গলকামীও হতে পারেন (যিনি প্রযুক্তিপ্রেমী নন), অথবা হতে পারেন একজন নেগেটিভ মাইন্ডের মানুষ। কিন্তু এতে তোমার মন খারাপ করার কিছু নেই। এই যে, আমি তোমাকে কমেন্ট করছি এখন রাত প্রায় আড়াইটা বাজে। প্রযুক্তির প্রতি একটা প্রচণ্ড নেশা আছে বলেই, এত রাত পর্যন্ত জেগে আছি। কারণ দিনের বেলা সময় পাই না। এই নেশা আমাকে অর্থ-কড়ি না দিক, অফুরন্ত একটা আনন্দ দেয়। যার দাম লক্ষ্-কোটি টাকার চেয়েও বেশী বলে আমি মনে করি। কাজেই আমরা প্রযুক্তিকে নিয়েই আছি/থাকবো। তবে, সবশেষে আমি আবারও বলবো, তোমাকে লেখা-পড়া ঠিক রাখতে হবে এবং সেটাকে প্রাধান্য দিতে হবে। আর রনি যেভাবে বললো অথবা লেখা-পড়ার ক্ষতি না করে যেভাবে সম্ভব, ঠিক সেভাবে তুমি আমাদের সবার সাথে থাকবে সব সময়। তোমার মঙ্গল কামনা করি।

আলমাস, তোমাকে আমার দরকার। আমার সাথে একটু ম্যাসেন্জারে আসতে পারবা?
আমি- [email protected]

almas jibone boro hote hole study must be dorker.tai bole sob kichu chere study korle hobe na.niger opur confidence rakho.ami akhon 0 study kori sei sathe business.ami jokhon class seven a pori thokon theke business life suru.tai bole ki ami here gechi? na.class 10 porjonto oneke onek kichu boleche sudu sunechi r akhon bolar chance paina karon boro hoechi.nigeke stablish koro dekbe jara ninda korche akhon pore arai tomar sunam korve tested soloution ha ha ha .akhon rat 3:50 choke onek gum.kono bul hole khoma koro.r when u need me any time any way just 1 missed call me.i m with u all time to help my brother.i like u most dear.pls don’t felt tension..exam is knocking at the door so becarefull about ur study…………………..

কে কতটা দুঃখ পেল আমি জানিনা। তবে আমার মনে হয় সবচেয়ে বেশী কষ্ট আমি পাছি। তোমার দুঃখটা যেন আমার দুঃখ হয়ে গেছে। যদিও আমার অনেক কষ্ট হবে তবুও বলছি তোমার লেখা পড়ার জন্য সাময়িক বিরতি দরকার। যারা তোমাকে ভালবাসে তারা সবাই তোমার ভাল রেজাল্ট কামনা করে। আমিও তার ব্যাতিক্রম নই। অন্যের কথায় কান না দিয়ে নিজের গতীতেই এগিয়ে চলো। টেকটিউনসের সবাই আছে তোমার সাথে…….এবং থাকবে।

Level 0

আমি সবার মত বলবনা। আমি মনে করি যদি তুমি তোমার মনের শান্তি পাও তাহলে তুমি যেকোন কিছু করতে পার। কারন আমরা মানুষ জাতিরা মন কে শান্ত করার জন্য সব কিছু করে থাকি। আর টাকার বলে তো আর সব কিছু না তার পরেও একটা ব্যাপার থাকে আর সেটা হল ভাল একটা সম্পরক আর ভাল কিছু জানা। আমরা এই টেকটিনসের সবাই এক ডিজিটাল বন্ধনে আবদ্ধ। আর টাকা তো সবাই কামায় তুমিয় একদিন টাকা কামাবে সেটা আজও হতে পারে কাল ও হতে পারে।

My good wishes on you bro.
Keep ur study good and keep in touch in techtunes. 🙂

আলমাস ভাই , আমি কিন্তু আপনার ছোট । সব চেয়ে ছোট আমিই । HA HA HA HA

    আমারে দোয়া করেন । এবার ৯ এ ।

ফোনেটিক ভাসায় লিখিত তাই এত ভুল।
কত মানুষ কত negative কথা বলে , এসব শুনলে কি আর জীবন চলে ?