কম্পিউটারের পাওয়ার সমস্যা। প্লিজ হেল্প মি…

সেদিন হলে রুম পালটালাম। নতুন রুমে যেয়ে কম্পিউটার সেট করলাম। পাওয়ার দেই, পাওয়ার পায় না। ভাবলাম লাইন এ সমস্যা থাকতে পারে। সব চেক করলাম। দেখি সবই ঠিক আছে। কিন্তু কোনমতেই পাওয়ার পায় না। পরলাম মহা বিপদে। ভাবলাম দেখি, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কোন খবর নাই। পরের দিন সকালে পাওয়ার দিলাম পাওয়ার পেল। সবকিছু ঠিক মতো চলল। কাজ সেরে বন্ধ করলাম। পরে আবার চালানোর জন্য পাওয়ার দিলাম, আবার একি সমস্যা। পাওয়ার পায়না। ৩/৪ দিন পরে আবার পেল এখন গত কয়েকদিন ধরে একেবারেই পাচ্ছে না। কি বিপদে যে আছি। আমি কোন ভাবেই বুঝতে পারছিনা যে সমস্যাটা কোথায়? আই ডি বি নিয়ে গেলেই তো খালি টাকার খেলা। তাই এই সিদ্ধান্ত নেবার আগে এক্সপার্টদের সাহায্য কামনা করছি। আমি র‍্যাম স্লট বদলে দেখেছি। ক্যাবল সব খুলে আবার লাগিয়েছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কেউ কি দয়া করে বলতে পারেন সমস্যাটা কোথায়? ভাই, কেউ জানালে আর সমধান দিতে পারলে খুব উপকৃত হব। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনার পাওয়ার সাপ্লাই ভাল করে চেক করুন , মাদার বোড এর ATX slot আছে যেখানে পাওয়ার সাপ্লাই
এর ক্যাবল কানেক্ট হয়েছ সেটি খোলে আবার লাগান দ্যাখেন কাজ করে কিনা, যদি তাও কাজ না করে তবে কেচিং এর পাওয়ার বাটনের তার খারাপ থাকতে পারে, আপনি মাদার বোড থেকে তারটি খোলে নিয়ে টেঁসটার দিয়ে সুইচিং করে দাখেন কাজ করে কিনা ধন্যবাদ !

নিপু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আমি অনেকদিন আগে আপনার “আপনার কম্পিউটার চালু হচ্ছেনা! যে ভাবে ঠিক করবেন” এই টিউনটি পরেছি। সেখানে আমার মন্তব্যও আছে। পরে যখন এমন সমস্যা হল আমি আপনার টিউন অনুযায়ী কাজ করলাম, কিন্তু কিছু হল না। আপনার কোথা মতো…

“কালো আর সবুজ তার দুটি সুইচিং করেদিন ২’’ পরিমান তার নিন দুই মাথায় অবস্যই কাভার ছারিয়ে নিন। যাতে ভিতরের অংশ দেখা যায়। এরপর কালো আর সবুজ তারের সাথে চিত্রের ন্যায় লাগিয়ে দিন।”

এই কাজটিও করলাম। কিন্তু পারলাম না। নিপু ভাই, খুব বিপদে আছি। দয়া করে আমাকে আরও বিস্তারিত বলবেন কি।
আমার মেইলঃ [email protected]
মবাইলঃ ০১৭৪৩-৫৮৫৭৫৬

মাদার বোর্ড এর ATX কোনটা? কেসিং এর পাওয়ার বাটন খারাপ মানে কি পাওয়ার সাপ্লাই পাল্টাতে হবে?