আমার Android Tab A বড় গেমস রান করতে পারছি না।

আমি কিছুদিন আগে Maxpro Maxis ট্যাবটা কিনি। দাম খুব বেশী না।

এখন ১০০মেগাবাইটের ভিতর সব গেমস আমার ট্যাবে ভালোভাবেই রান করে। একটু বেশী বড় যেসব গেমস সেগুলো ইন্টারনেট থেকে নামালে apk.+Data ফাইল থাকে।

ইন্সট্রাকশন অনুযায়ী আমি জায়গামতো Data File কপি করি ধরেন sdcard/android/data তে। কিন্তু যখন গেমস ওপেন করি তখন গেমস রান হয় ঠিকই But যে পরিমান অতিরিক্ত ডাটা আমি আগেই ডাউনলোড করে জায়গামতো কপি করেছি সেই পরিমান ডাটা গেমসটি আবার আমাকে ডাউনলোড করতে বলে। এখন মোবইল ইন্টারনেটের যে দাম তাতে ট্যাবে মোবাইল ইন্টারনেট চালিয়ে এত বড় গেমস নামানো সম্ভব নয়।

আমার জানার আগ্রহ:

১.আমার ডিভাইসে কি কোন সমস্যা?

২.আমাকে কি সাময়িক সময়ের জন্য ট্যাবে নেট কানেকশন লাগবে গেমটি ওপেন করার জন্য

৩.রুট এর জন্য কি এই প্রবলেম হচ্ছে। আমার ডিভাইস রুটেড না।

দয়া করে জানান উপকূত হবো।

আরোও একটি প্রশ্ন

Maxis Maxpro কি রুট করা যাবে? কম্পিউটার বা দোকান থেকে। এ ব্যাপারে তথ্য দিলে উপকূত হবো।

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস