“লিনাক্সমিন্ট” অপারেটিং সিস্টেমে ইন্টারনেট ব্যবহার করতে চাই

বর্তমানে আমি উইন্ডোজ এক্সপি এবং লিনাক্সমিন্ট একসাথে চালাই। কিন্তু আমি উইন্ডোজ এক্সপিতে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও, লিনাক্সমিন্টে তা পারি না। উল্লেখ্য, আমি সিটিসেল জুম আলট্রা মডেমের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু এ মডেমটি শুধু উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করে। আমি "লিনাক্সমিন্ট" থেকেও ইন্টারনেট ব্যবহার করতে চাই। কিভাবে আমি তা করতে পারবো?

Level 2

আমি ফাহিম আহ্‌মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফাহিম আহ্‌মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখুনতো এটা কাজে লাগে কি না:

হেলেনাতে ZTE MG880+ মডেম দিয়ে জুম ব্যবহার করুন: লিংক: http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5225

ধন্যবাদ, সাহায্যের জন্য। এখনই একবার চেষ্টা করে দেখছি, তবে আমারটা ZTE MG880+ মডেম নয়, আমার মডেমটা হচ্ছে ZTE AC2726। তারপরও দেখি কাজ করে কিনা। আবারও ধন্যবাদ সাহায্যের জন্য।

    ধরে নিলাম আপনারটা লিনাক্স মিন্ট ৮ হেলেনা । শামীম ভাই যেভাবে বলেছেন সেভাবে না হলে একেবারে শুরু থেকে ব্যাপারটা করা যায় ।
    সুবিধা হত আপনি যদি টারমিনালে lsusb এই কমান্ডটা দিয়ে কী রেজাল্ট আসে সেটা একটু এখানে পেষ্ট করেন । মডেমটা কনফিগার করা এরপর আশা করি ব্যাপার হবে না ইনশাল্লাহ ।

ধন্যবাদ ভাইয়া, হ্যাঁ, আমি লিনাক্স মিন্ট ৮ ব্যবহার করি। শামীম ভাইয়া যেভাবে বলেছেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু কেন জানি কাজ করে নাই। তারপর আপনি যে কোডটা দিয়েছেন সেটা টারমিনালে লেখার পর নিচের কোডগুলো লিখে-
Bus 005 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 002 Device 002: ID 19d2:fff1 ONDA Communication S.p.A.
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 002: ID 0451:3410 Texas Instruments, Inc. TUSB3410 Microcontroller
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
আপনি রেজাল্ট এখানে পেস্ট করতে বলেছিলেন। তাই এখানে পেস্ট করে দিলাম। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

    আপনি অনেক আগেই রিপ্লাই করেছেন , কিন্তু গতকালের পর আজ এইমাত্র কারেন্ট আসল ; তাই আমার রিপ্লাই করতে দেরী হয়ে গেলো বলে দুঃখিত । এখনও বারবার কারেন্ট নিচ্ছে , এই কমেন্টটা ৪ বার লিখলাম এই নিয়ে । কারেন্টের কী যন্ত্রণা বুঝেন 🙁

    এখানে আপনার মোডেমটা হচ্ছে 19d2:fff1 ONDA Communication S.p.A. এইটা । এখন এটাকে মোডেম ( সিরিয়াল ডিভাইস ) হিসাবে দেখাতে হবে ।
    আপনি টারমিনাল খুলে লিখুনঃ sudo modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1
    এরপরের অংশটুকু এখানে দেখুন
    বুঝতেই পারছেন এখানে আপনি ফলো করবেন ২য় স্টেপ থেকে ।

    আপনি আমার মেইলে বা সাইটে যোগাযোগ করতে পারেন নিঃসঙ্কোচে । তবে এই টিউটরিয়ালটাতে লিখলেই ভালো হয় , যেহেতু একই রকম ব্যাপার । তাছাড়া তথ্যও জমা থাকল , অন্যকেউ খুজলেই তখন পেয়ে যাবে , কী বলেন ? 🙂 অন্য কোন সমস্যায় আমার মেইলতো আছেই ।
    ( টেকটিউনসের অন্যতম একটা সমস্যা , কমেন্ট করলেও নোটিফিকেশন আসে না )

আপনি যে আমার জন্য এতটা কষ্ট করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ :D। আর কারেন্টের কথা কি বলবো, আমাদের এখানেও একই অবস্থা :(। আমি এখনোই আপনার দেওয়া সমাধানটা একবার চেষ্টা করে দেখছি (তবে এর মাঝেই যদি কারেন্ট যায় সে ভয়েই আছি)।

কি যে বলি ভাইয়া, এবারও কেন জানি আমি সফল হলাম না। টারমিনাল খুলে কোডটি লেখার পর যখন নেটওয়ার্ক আইকনে ক্লিক করি তখন New Mobile Broadband (CDMA) connection নামে কোন অপশন আমার আসে না। ফলে আমি কানেকশন চালু করতে পারি নাই। পরে আমি টারমিনালে আবার lsusb লিখে এন্টার দিলে এবার আগের বারের চেয়ে ভিন্ন কোড লেখা এসেছে। নিচে তা তুলে দিলাম-
Bus 002 Device 003: ID 19d2:fff5 ONDA Communication S.p.A.
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 002: ID 0451:3410 Texas Instruments, Inc. TUSB3410 Microcontroller
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 005 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
যাই হোক ভাইয়া, আপনি আমার জন্য যতখানি চেষ্টা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার কপালে মনে হয় লিনাক্স মিন্টের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার কথা লেখা নাই :(। আমাকে এতভাবে সহায়তা করার জন্য আবারও ধন্যবাদ আপনাকে।

    আরেকটা কথা, আপনার সাইটটি বেশ ভালো লেগেছে। বুকমার্ক করে রেখে দিলাম। এখন থেকে নিয়মিত ভিজিট করবো।
    আপনার নিজের সম্পর্কে লেখা “জামাল উদ্দিন কে”-এর লেখাটুকু খুব ভালো লাগলো, কথাগুলোতে একধরণের সরলতা আছে। ধন্যবাদ

ভাইয়া , দুইদিন ধরে আমার নেট কানেকশন নেই , ( মনে হয়না এই সপ্তাহে পাবো ) ।
আপনি একটা কাজ করতে পারেন ,

sudo modprobe usbserial vendor=0×19d2 product=0xfff1 এরপর
sudo modprobe usbserial vendor=0×19d2 product=0xfff5 এইটা দিয়ে দেখা যেতে পারে কী হয় ।

যদি না হয় তবে আরেকটা উপায় আছে । কম ঝামেলা করেই যদি শেষ করা যায় তাইলে ঝামেলায় গিয়ে লাভ কী ?

আমার ব্লগবাড়িতে ঘুরে আসার জন্য অনেক ধন্যবাদ 🙂

আপনার তো দুই দিন ধরে নেট কানেকশন নেই, আর আমার তো নেট থেকেও নেই 🙁 (সিটিসেল মেলা ঝামেলা করছে, বারবার লাইন কেটে যেয়ে, আবার একা একাই চালু হচ্ছে)। সম্ভবত নেটওয়ার্ক সমস্যা!!!

আপনি যে সমাধানটা দিলেন এখনই একবার চেষ্টা করে দেখছি।

আশা রাখি, দ্রুতই আপনার নেট কানেকশন স্বাভাবিক হয়ে যাবে। সেই প্রতীক্ষায় রইলাম………..

ধন্যবাদ, মন্তব্যের জন্য। 😀

    মোডেমটা নিজে না দেখা পর্যন্ত সহজ ভাবে কানেকশন হয়ত দিতে পারব না । তবে আরেকভাবে ইনশাল্লাহ দেয়া যাবে ।

    archive.ubuntu.com/ubuntu/pool/main/w/wvstreams/libwvstreams4.6-base_4.6-2_i386.deb
    archive.ubuntu.com/ubuntu/pool/main/w/wvstreams/libwvstreams4.6-extras_4.6-2_i386.deb
    archive.ubuntu.com/ubuntu/pool/main/w/wvstreams/libuniconf4.6_4.6-2_i386.deb
    archive.ubuntu.com/ubuntu/pool/main/w/wvdial/wvdial_1.60.1+nmu2ubuntu1_i386.deb
    ( টেকটিউনস সরাসরি লিন্ক দিতে দেয়না , তাই এভাবে দিতে হল 🙁 )
    উপরের লিন্ক থেকে প্যাকেজগুলো ডাউনলোড করে নিন ।
    wvdial নাম দিয়ে একটা ফোল্ডার করুন ডেস্কটপে ; সেখানে ডাউনলোড করা প্যাকেজগুলো রেখে দিন ।
    wvdial ফোল্ডারের ভেতর রাইট ক্লিক করে Open in Terminal এ যান । টারমিনাল খুলবে । টারমিনালে লিখুনঃ
    sudo dpkg -i *.deb এন্টার দিন । প্যাকেজগুলো ইন্সটল হয়ে যাবে ।

    আবার টারমিনাল খুলুন ; লিখুন sudo wvdialconf
    যে রেজাল্ট আসে সেটা আমার সাইটের আস্ক পেজে দিয়ে দিলে ভালো হয় । ( ঐখানে নিয়মিত কিনা 🙂 )

    এবার sudo modprobe usbserial vendor=0×19d2 product=0xfff1 এই কামন্ডটা দিন । এরপর sudo wvdialconf কমান্ডটা দিন । এই রেজাল্টটাও ঐখানে দিয়ে দিন ( একটু কষ্ট করে , প্লীজ ! )

    ধন্যবাদ, অবশ্যই রেজাল্টগুলো আপনার সাইটে দিয়ে দিচ্ছি। এতে আবার কষ্ট কিসের? 🙂 তবে ভাই কারেন্টের জ্বালায় মরে যাচ্ছি 🙁 ( রিপ্লাই করতে কিছুটা দেরি হতে পারে)

ভাইয়া লিনাক্স মিন্ট / উবুন্টু নিয়ে একটা রিভিউ দিয়েন … টেকটিউনসে 🙂

    জামাল ভাই, আপনি লিনাক্স মিন্ট নিয়ে যে লেখাটা লিখেছেন (আপনার ব্লগে) তা কিন্তু টেকটিউনসে টিউন আকারে প্রকাশ করতে পারেন :D। আমার মনে হয় তাহলে অনেক মানুষের কাজে লাগবে। কারণ আপনি লিনাক্স মিন্ট নিয়ে যে টিউনটি করেছেন তা আসলেও খুব দারুণ হয়েছে। (আপনি আমাকে রিভিউ দিতে বলেছেন, তাই মোটামোটি একটি রিভিউ নিচে দিয়ে দিলাম, কিন্তু আসল রিভিউ আপনার কাছ থেকে আশা করছি টিউন আকারে 😀 :D)
    ধন্যবাদ 🙂

    আচ্ছা , সময় পেলে দিবো । আসলে টেকটিউনসে লিখতে গেলে অনেক বিশদ আলোচনা করতে হয় , নাহলে অনেকেই বুঝতে পারেন না । আর তাছাড়া উইন্ডোসের ইউজার বেশী হওয়ার কারণে এমন লেখা এখানে কেউ পছন্দ করে না 🙂

    একটু গুছিয়ে উঠি , তারপর একটা কমপ্লিট সিরিজ লিখবো ইনশাআল্লাহ …

    আপনাকে লিখতে বলেছিলাম কারণ আপনি অনেক জনপ্রিয় টেকটিউনসে , আর উইন্ডোস থেকে যেহেতু সদ্য লিনাক্সে গেছেন তাই আলাদা একটা দামও থাকবে আপনার কথার 🙂

    ভালো থাকবেন 🙂

অবশেষে লিনাক্স মিন্টে ইন্টারনেট চালু করতে পারলাম জামাল ভাইয়ের সহায়তায়। পুরো প্রক্রিয়া সম্পর্কে কেউ জানতে চাইলে, নিচের ঠিকানাতে যেয়ে সবকিছু সম্পর্কে বিস্তারিত জানা যাবে-
jamal919.wordpress.com/2010/05/07/configuring-citycell-zoom-ultra-modem-zte-ac2716-in-ubuntu-linux-mint/ (প্রথমে http:// বসিয়ে নিতে হবে, কারণ টেকটিউনসে সম্ভবত সরাসরি লিঙ্ক দেয়া যায় না)
ধন্যবাদ 😀