আপনি কোন ব্রান্ডের ল্যাপটপ ব্যবহার করছেন ? কোনটা ভাল ? জানেন কি ?

ইলেক্ট্রনিক্স জিনিসের কোন ভরসা নেই এমন কথা প্রায় শুনা যায় । অনেকের মতে ইলেক্ট্রনিক্স জিনিস মানেই এখানে ভাগ্য জড়িত ! তবে যেটাই হোক খারাপ যেমন আছে তেমন ভাল ও আছে । আমি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি আমার প্রথম পছন্দ ছিল HP PROBOOK 4441s Notebook কিন্তু পরে তা চেঞ্জ হয়ে আমার পছন্দের তালিকায় আসে ASUS, ACER এবং FUJITSHU তবে ASUS এবং ACER টাই বেশি । কোন ল্যাপটপ ভাল Service দেয় আর কোনটা খারাপ তা বলা কঠিন কিন্তু তবুও যারা ব্যবহার করছেন বিশেষ করে যারা অনেকের কাছ থেকে প্রত্তক্ষ বা পরোক্ষ ভাবে জেনেছেন কোনটা ভাল হবে তবে তা আমাকে জানালে সুবিধা হয় । কেননা অনেকের মতে DELL , HP ভাল তবে এখন জনপ্রিয় হওয়াতে যেমন মান খারাপ হতে পারে আবার নকলও বের হতে পারে ।  অনেকের মতে ACER ভাল ল্যাপটপ বাংলাদেশে পাওয়া যায়না ! অনেকের মতে আসুসের যন্ত্রপাতি সহজে পাওয়া যায়না । Fujitshu  অনেকের কাছে ভাল অনেকের কাছে ৩ মাসে নষ্ট হয়ে যায় !!! HP কেও ৩ ব

ছর ধরে ব্যবহার করছে কোন সমস্যা হচ্ছেনা আবার অনেকের ৬ মাসেই নানা সমস্যা হচ্ছে  !!

এসব সমস্যা কাটিয়ে আপনার ল্যাপটপটি কেমন চলছে ? কতক্ষন ব্যাক-আপ দেয় ? আপনার ল্যাপটপ মডেল কি ? ব্রান্ড ? ল্যাপটপ গরম হয় কেমন ?

এসব তথ্য যদি দেন তবে আমি মনে হয় একটা ভাল ল্যাপটপ বেছে নিতে পারব ! আপনার সাজেশন জানাবেন আশা করি । ASUS এর Asus K45A Core i3 3120M মডেলটা আমার ভাল লেগেছে ! আশা করি আপনাদের কমেন্ট দেখে আরও অনেকেই ল্যাপটপ নিয়ে ধারণা পাবে । আমার বাজেট 40,000 মত । তবে কিছুটা বাড়ান যেতে পারে !!!

ধন্যবাদ সবাইকে ।

Level New

আমি Abdullah Al Faruk Antu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami Khub shadharon akjon manush.Manushke ar Allah er shokol sristike valobashi.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি dell HP দুইটাই ব্যবহার করছি ।DELL আমার কাছে ভাল লাগছে । HP কিনতে পারেন বর্তমান HP তে feathre গুলো ভাল । সাইফুল ভাইয়ের এই tune টা দেখতে পারেন https://www.techtunes.io/review/tune-id/160115

আমি SONY Vaio সাজেস্ট করতে পারি। তারপর HP/Lenovo… Asus/Acer আমাকে মারলেও ইউজ করবো না। Sony এর বাজেট না থাকলে HP নেন। মজা পাবেন।

    VAIO আমার ফেভ BAND কিন্তু বাজেট কম । ভাইয়া আমিও HP নিতে চাইতেসিলাম কিন্তু অনেকেই বলছে HP নাকি বেশ প্রবলেম করে । এত Confusion দূর করার জন্যই টিউন টা করলাম যেন সঠিক জিনিসটা পাই । আমার বাজেট Less than 43000 TAKA.