গেমসের ডিভিডি বার্ন করবো কিভাবে?

আমাদের দেশের দোকান গুলিতে ২-৬ ডিভিডির গেমস পাওয়া যায়। কিন্তু অনেকেই এই গেমস গুলি বন্ধুদের কাছ থেকে নিয়ে হার্ডডিস্কে কপি করে রাখে। হার্ডডিস্কের জায়গা সল্পতার কারনে আমি ডিভিডিগুলি বার্ন করে রাখতে চাই। অনেক চেষ্টা করেছি লাভ হয় নাই। Nero,Ashampoo , Chita সহ অনেক বার্নার ইউজ করেছি , ডাটা বার্নের মাঝপথে বন্ধ হয়ে যায়।

১. বার্ন করার সময় কি অটোরান.Exe Create করতে হয়?

২. ISO Option দিয়ে বার্ন করতে হয় না Data Option দিয়ে?

৩. একটা সফটওয়্যার রেফার করুন যেটা দিয়ে খুব সহজে গেমসের ফাইল গুলি বার্ন করা যায়?

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস