চট্টগ্রামে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই

আমি থাকি চট্টগ্রামে। আমি জুমলা, ওয়ার্ডপ্রেস, এডোবি ফ্ল্যাস, এডোবি ড্রিমওয়েভার, সাইট হোস্টিং, এডমিনিস্ট্রেশন
ইত্যাদি বিষয় শিখতে চাই। এসব বিষয়ে প্রাথমিক ধারণা যেমন HTML, PHP, ASP.NET আমি মোটামুটি জানি।
তারপরও পেশাদার ওয়েব ডেভেলপার এর মতো কাজ করার জন্য চট্টগ্রামে থাকেন এমন কারো কাছ থেকে এসব বিষয় শিখতে চাই।

কেউ কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন??

Level 0

আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাঈদ ভাই আপনি যেগুলো শিখতে চান কোনো institute আপনাকে একসাথে তা শিখাবে না।আমি ব্যক্তিগতভাবে একজনকে জানি যিনি private web development শেখান।উনার নাম আতিকুল ইসলাম।mobile no: 01619349469।আপনি উনার সাথে যোগাযোগ করতে পারেন।

“কল্পতরু” আপনাকে অনেক ধন্যবাদ। আমিও এই বিষয়টি খেয়াল করেছি যে এসব বিষয় কোন ইনস্টিটিউট শেখায় না। তাই টেকটিউনস এ সাহায্য চাইলাম। বালাই বাহুল্য যে পেয়েও গেলাম। আমি যোগাযোগ করে দেখবো। ধন্যবাদ আবারও।

Level 0

সাইদ ভাই আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা জানাবেন। আর আপনি এসব শিখে কি করতে চান তাও জানাবেন। ভালো লাগলে হয়তো আপনার সাহায্যে আসতে পারি।

“amisopno” আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আপনার আগ্রহ দেখে। আমি পড়াশুনা করেছি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে। ওখানে আমার মূল বিষয় (Major) ছিল সফটওয়্যার ইন্জিনিয়ারিং এবং নেটওয়ার্কিং। আমি বর্তমানে এসিআই লিঃ এ নেটওয়ার্ক অপারেশন্স এবং ইনফ্রাস্টাকচার বিভাগে চট্টগ্রামের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি। এর আগে আমি আরও দুটি প্রতিষ্ঠানে প্রোগ্রামার/ডেভেলপার হিসাবে কাজ করেছি। কিন্তু আমার সব কাজাই ছিল নিতান্ত কাঠখোট্টা ধরণের; যেমন VB6.0, C++, Oracle Developer,SQL Server, Database Development; Database design, Software testing; Server Configuration, Routing, Switching,
ইত্যাদি। আমি কখনই মাল্টিমিডিয়া বা ওয়েব এর ধার কাছ দিয়েও যাইনি। যদিওবা আমার বিশ্ববিদ্যালয় জীবনে এসব
কোর্স ছিল। আমি পারত পক্ষে এসব এড়িয়ে গেছি।

আমি নিতান্ত শখের বশে Adobe Dreamwaver,Flash, CSS,Joomla, Word Press,
Srarch Engine Optimization, Web Development, Web site administration,
CPanel, PHP, ASP.NET অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট এর প্রচলিত টুলস্ টেকনিক ইত্যাদি শিখতে চাই।
শেখা বলতে আসলে http://www.w3schools.com/ ইত্যাদি সাইট থেকে
দেখে দেখে আমি নিজেও এসব প্রাকটিস করতে পারি তবুও আমি চাচ্ছি কারো নির্দেশনায় থাকলে আমার দ্রুত শিখাটা
হয়ে ওঠবে। আসলে আমি চাচ্ছি কেউ একজন আমাকে গাইডলাইন দিবে আমি কাজ করবো এই যা।

অনেকবার নিজে নিজে প্রাকটিস করার উদ্যোগ নিয়েছি কিন্তু দু একদিন পর আর করা হয়ে ওঠেনা। আসলে একাগ্রতার যে অভাব সেটা না কিন্তু ধরুন
HTML নিয়ে বসলাম একদিন দুদিন এরপর আর বসা হলো না। আজ বসবো কাল বসবো বলে আর করা হয়ে ওঠেনা। তাই আমার ধারণা কেউ একজন যদি
আমকে নির্দেশনা দেয় এবং একটা নিয়মানুবর্তিতার ভেতর থাকলে হয়তো ভালো কিছু হতেও তো পারে।

তাছাড়া কর্পোরেট কোম্পানিতে কাজ করতে গিয়ে একটা বিষয় শিখেছি তা হলো Knowledge Sharing!!!
যদি আমাকে সাহায্য করতে পারেন তাহলে খুব উপকৃত হবো।

Level 0

কল্পতরু ভাই আপনার দেওয়া মোবাইল নাম্বারটা আমার মনে হয় ভুল। আমার ও দরকার তাই কমেন্ট করলাম। অনুগ্রহ করে ঠিক করে দিবেন।

না ভাই নম্বর ঠিক আছে। আমি এই নম্বরে গতকাল থেকে আতিকুল ইসলাম এর সাথে কথা বলেছি দুই বার। রাতে উনার সাথে দেখা করার কথা থাকলেও আমার ব্যস্ততার কারণে পারিনি। আজ অথবা কাল করবো। কল্পতরু কে আবারও ধন্যবাদ।

Level 0

সাঈদ ভাই নম্বর ঠিক আছে যে বললেন মোবাইল নাম্বারটা আপনি দেখেছেন নাম্বারটা কি ওয়ারিদ এর নাম্বার

Level 0

@ সাঈদ ভাই আপনি আমার সাথে সরাসরি দেখা করতে পারেন। আমি web developer হিসাবে কাজ করছি প্রায় আড়াই বছর হলো (professionally).. তবে তাকে নিয়া খেলাধুলা করি প্রায় ৫ বছরের মত।
আমি solution Architect হিসাবে আছি Microcrafthost নামক প্রতিষ্ঠানে . পাশাপাশি নিজেও কিছু করার চেষ্টা করছি।
আমার সাথে কন্টাক্ট করেন ইমেইল করে ।যদি প্রয়োজন মনে করেন আমার (amisopno)username তারপর @yahoo.com …..
অবশ্যই subject লিখবেন “from TechTunes সাহায্য/জিজ্ঞাসা”

ভাল থাকবেন।

important: যদি আপনি বয়সে ছোট কারো কাছ থেকে শিখতে অনাগ্রহী হন, দয়াকরে কমেন্টটি এড়িয়ে যাবেন। (দু :খিত এইভাবে লিখার জন্যে অনেকের ইগো ! সমস্যা আমি দেখেছি তাই লিখলাম। তবে শিখার ক্ষেত্রে বড় ছোট নাই আমি বিশ্বাস করি।)