আমার সাইটের ভিজিটর আসলে কত ?

আমার সাইটে ভিজিটর কাউন্ট করার জন্য WassUp Plugin ইনস্টল করেছি যেখানে ডেইলি ভিজিটর দেখাচ্ছে প্রায় ১৫০।এখানে ভিজিটরদের আইপি এড্রেস ও রেফারার সাইটও দেখাচ্ছে।কিন্তু Google Analytics এ আমার মাসে ভিজিটর দেখায় ১২৬।বুঝতে পারছি না কোনটা ঠিক আর এত পার্থক্য কেন।ভিজিটর এনালাইসিস করার জন্য আর কোন ভাল উপায়  আছে?কেউ সাহায্য করবেন প্লীজ?

Level 0

আমি টেকনোলজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার জানা মতে Google Analytics টা ই সব চেয়ে ভালো! অন্য সব ভিজিটর কাউন্টার গুলো থেকে Google এর প্রোডাক্টস ভালো হবার কথা। আপনি যদি আরো ভালো কিছু চান তাহলে প্রিমিয়াম Google Analytics ব্যবহার করতে পারেন। ধন্যবাদ

Level 0

কোন প্লাগিন কত ভিজিটর দেখায় তা ভুলে যান গুগলে যা দেখায় সেইটাই সঠিক হিসেবে ধরে নেন। কারন:
১. অন্য এনালাইসিস গুলো আপনার নিজের ভিজিটকেও কাউন্ট করে কিন্তু গুগল মামা তা করে না।
২. অন্য এনালাইসিস গুলো এক আইপি থেকে দিনে ১০ বার ভিজিট করলে ১০ ভিজিটর শো করে কিন্তু গুগল মামা তা করে না।
আপনার সাইটটির ঠিকানা দিলে কিছুটা হলেও ধারনা দিতে পারতাম আপনার ভিজিটর আনুমানিক কত?

আমার এই সাইটের মাসিক ভিজিটর কত বলতে পারবেন? http://www.avowzone.com

খুব সম্ভবত আপনি এনালিটিক্সের হিসাবটা বুঝতে ভুল করছেন। দুইটার হিসাবে এতো তারতম্য হওয়ার কোনো যুক্তি নেই। গুগলে যেটা দেখছেন, সেটা ডেইলি ভিজিটর নয় তো?

না নাজমুল ভাই, মাসিক।
Preeetech3, আমার সাইট http://www.earntrick.com/