কি যে সমস্যায় আছি। আপনাদের হেল্প চাচ্ছি।

আমার ডেস্কটপে কয়েক মাস আগে থেকে Zoom Ultra ব্যবহার করে আসছিলাম । মাঝখানে কিছু সমস্যা হওয়াতে সেটা Uninstall করতে হয়। Absolute Uninstaller নামক software দিয়ে Zoom ultra আনইন্সটল করি । কিন্তু আমার ডেস্কটপে এবং Start Menu তে Zoom থেকে যায়। Start Menu থেকে Zoom এর উপরে মাউস রাখলে ২ টা জিনিস দেখায় Uninstall zoom এবং Zoom ,কিন্তু  Uninstall করতে গেলে File ''C:\Program Files\Zoom\unins000.dat''does not exist.Cannot uninstall দেখায়। আমার ডেস্কটপে অনেক অনেক দরকারি software,Games ইত্যাদি  install করা আছে। যার কারনে নতুন করে এতো software,games ইত্যাদি Install করা ভীষন কস্টের ব্যাপার। তাই কম্পিউটার নতুন করে XP install না করে Repair দিয়েও দেখেছি zoom আনইন্সটল করতে পারছিনা।System Restore করে কোন উপকার পাইনি। Zoom uninstall হয়নি। Regedit দিয়ে manually delete করেও কাজ হয়নি।

সবচেয়ে বড় ব্যাপার হল এটা Uninstall করতে পারিনি বলে ইন্টারনেট ব্যবহারের জন্য zoom ultra ব্যবহার করতে পারছি না । কারন Zoom ultra ডেস্কটপে কানেক্ট করলে নিজে নিজে Zoom software ইন্সটল করে নেয়  এবং Connect option পেজটা দেখায়  যেহেতু্ Zoom ultra প্লাগ এন্ড প্লে।

আমি Windows XP service pack 2 ব্যবহার করি। আমার ডেক্সটপের RAM 2GB. ফ্রেস করে ইন্সটল না করে আর কোন উপায় আছে কি এ সমস্যা থেকে মুক্তি পাবার? কেউ কি আমায় সাহায্য করবেন? কি করতে পারি?

Level 0

আমি Rana1920। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ প্রশ্ন করার জন্য
সমধানঃ

১. যেকোন সফট ওয়ার আন-ইনশটল করতে উইন্ডোজের আনিন্সটলার ব্যবহার করবেন
২. আপনি স্টার্ট মেনু–> সেটিংস–> এড রিমুভ–> তারপর জুম আলট্রা আনিন্সটল করুন
৩. পিসিটা রিস্টার্ট দিন
৪. এবার স্টার্ট মেনু থেকে সার্চ করুন শুধু সি ড্রাইভে Zoom ULtra (sofTটির নাম যা তাই) খুজুন যদি সেটিংস ফাইল পান তা ডিলেট করুন
৫. আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, না হলে পরবর্তিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন [email protected] এ এড করে

    সি ড্রাইভের programme files এ জুম আলট্রা নামে একটা ফোল্ডার পেলে ঐটা ডিলিট করার চেষ্টা করুন। ডিলিট না করতে পারলে Unlocker সফটওয়্যার দিয়ে ডিলিট করুন। unlocker সফটওয়্যার এর উপরে টিউন হয়েছে—-https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/4809/

    Level 0

    লাকি ভাই আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব,তা বুঝে পারছি না। কারন আমি সব রকম ভাবেই চেস্টা করেছি। Default সিস্টেমে ADD Remove দিয়েও চেস্টা করেছি,সিস্টেম রিস্টোর করেছি, সবশেষ উইন্ডোজ রিইন্সটল করেছি,কিন্তু Zoom কোনমতেই যাচ্ছিল না। আপনার পরামর্শ মোতাবেক শুধুমাত্র C Drive এর প্রোগ্রাম ফাইল থেকে Zoom ফোল্ডারটা ডিলিট করে দেই,এতেই আমার সমাধান হয়ে গেল। গত প্রায় ২ মাস ধরে আমার ডেস্কটপে Zoom ultra ব্যবহার করতে পারছিলাম না। ল্যাপটপ বারবার ব্যাগে ভরতাম আবার বের করতাম,অসহ্য হয়ে গিয়েছিল ব্যাপারটা। সমাধান হয়ে গেল। নতুন করে Zoom ইন্সটল করে আপনাকে আমার ডেস্কটপ থেকে রিপ্লাইটা লিখছি। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ভাল থাকবেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও
    সাথে থাকবেন

Level 0

সাধীন ভাই অনেক ধন্যবাদ। কাজটা পেরেছি। ঠিক হয়ে গেছে।