windowse এর অটো আপডেট কিভাবে বন্ধ করা যায়? কেউ যদি একটু হেল্প করেন!

কোন টিউন করতেছিনা শুধু আপনাদের কে একটু ডিস্টার্ব করবো এই যা।  আশা করি আপনারা বিরক্ত হবেন। বিরক্ত হলেও আমার কিছু করার নাই আপনারা আমাকে হেল্প করতে হবে। কারন জানা ব্যাক্তিদের কাছে অজানা ব্যাক্তিদের জানার অধিকার রয়েছে। আসলে আমি উইনডোজ সেভেন ইন্সটল দেওয়ার পর থেকে যতবারই কম্পিউটার শাটডাউন দিতে যাই ততবারই আপডেট নিতে থাকে যা খুবি বিরক্তকর। প্লিজ আমাকে সাহায্য করুন। আশা করি আপনাদের কাছ থেকে সমাধানট পেয়ে যাবো।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Right click on my computer… then click on properties… then click on windows update which is on your left down side….then click on change setting…then those Never check for updates in Important update drop down list… then click OK. Done…..

আমি যা জানি তাই বললাম । আশা করি কাজে লাগবে । প্রথমে আপনি আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল অপশনে জাবেন । তারপর মেনু আশার পর বাম সাইডের উপরের দিকে দেখবেন Chane Setting লিখা আছে । অইখানে ক্লিক করবেন । দেখবেন যে windows update বন্ধ করার জন্য কতো গুলা অপশন আসবে । ওই খান থেকে never check for update a সিলেক্ট করে এপ্লাই তে ক্লিক করবেন । আপনার কাজ সম্পন্ন । আর কখনও আপডেট চাবে না । ধন্যবাদ । 🙂

Level 0

Control Panel>Windows Update>Change Settings>Never Check For Updates……..

আপনি এভাবে অফফ করতে পারবেন control panel>windows update>তারপর বান পাশে উপরে দেখবেন লেখা আসে change settings ei khane jae never check for update selest kore kok chaapun asha kori automatic update off hobe ভাল লাগলে আমার সিতা তা ভিসিতে করে আসবেন technogossip.ml

Level 0

Jodi somay pan taholey porte paren, please not to mind about spaming.
http://www.skytipsbd.com/turn-automatic-updating-on-or-off-windows-7-or-windows-xp/

ভাইয়ারা একটা কথা বলি মাইন্ট কইরেন না। আপানাদের দেয়া পদ্ধতি আমি জানি এবং নিজেও ট্রাই করেছি। কাজ হয়, কিন্তু দেখা যায় মাঝে মাঝে আপডেট হয়। জানি না এটা অন্য কারো হয় নাকি। তবে আমার হতো। কিন্তু আমি আর একটা রাস্তা ব্যবহার করেছি। তাতে পুরোপুরি সফল হয়েছি।
কামরুল ভাইকে বলছি,
১। Task Manager এ যান।
২। Service ট্যাবে ক্লিক করুন।
৩। নিচ থেকে Service বাটনে ক্লিক করুন।
৪। Window Update এ ডাবল ক্লিক করুন।
৫। Strartup type থেকে Disable সিলেক্ট করুন।
৬। নিচ থেকে Start থাকলে Stop করে দিন।
ব্যাস আপনার উন্ডোজ আপডেট চিরদিনের জন্য বন্ধ।
এভাবে অন্যান্য যে কোন হিডেন আপডেট বন্ধ করতে পারেন।