এন্টি ভাইরাসের ব্যাপারে সাহায্য চাই।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন। আমি কয়েকবছর ধরেই বেশ কয়েকটি ফ্রি এন্টি ভাইরাস ব্যবহার করেছি। যেমন এভিজি,ক্যাস্পারস্কি,এভাস্ট,আভিরা , ম্যাকাফি ইত্যাদি। এগুলো ব্যবহার করে আমার মনে হয়েছে এরা ম্যক্সিমাম ভাইরাসই ধরতে পারেনা। তারপর লাইসেন্সড এন্টি ভাইরাস ক্যাস্পারস্কি ২০১০ ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করে আমি অনেকটাই স্যাটিস্ফায়েড হয়েছি। কারন আমি দেখেছি ক্যাস্পারস্কি খুব দ্রুততার সাথে যে কোন ভাইরাস ধরে ফেলে।

আমার ডেস্কটপে ক্যাস্পারস্কি লাইসেন্সড ভার্সন আর আমার ল্যাপটপে ফ্রি এভাস্ট। পেন ড্রাইভে ভাইরাসের কারনে আমার ল্যাপটপে পেন ড্রাইভ ফরমেট করার দরকার হলে ফরমেট করতে পারি না। কিন্তু আমার ডেস্কটপে তা করতে পারি লাইসেন্সড ভার্সনের কারনে। তাছাড়া আরো অনেক কাজই আমরা করতে পারিনা ভাইরাসের কারনে।

এখন আমার প্রশ্ন ফ্রি এন্টি ভাইরাস কি সত্যিই কম্পিউটারের ১০০ ভাগ নিরাপত্তা দিতে সক্ষম? এ প্রশ্নটি লাইসেন্সড এন্টি ভাইরাসের ক্ষেত্রেও প্রযোজ্য। লাইসেন্সড এন্টি ভাইরাসও কি কম্পিউটারের ১০০ ভাগ নিরাপত্তা দিতে সক্ষম? আমার মনে সবচেয়ে বড় লজিক যেটা কাজ করে সেটা হল ফ্রি তে যদি ১০০ ভাগ কাজই করত তাহলে টাকা খরচ করে মানষ লাইসেন্সড এন্টি ভাইরাস কিনত না।

আমি এ ব্যাপারে আপনাদের মতামত এবং সাহায্য চাচ্ছি যে এখন আমার কি করা উচিত? ফ্রি নাকি টাকা দিয়ে কনে এন্টি ভাইরাস ব্যবহার করব। ফ্রি তে কাজ হলে কেউ টাকা খরচ করতে চাইবে না। তাই আমি কনফিউজড । সাহায্যের হাত বাড়িয়েছি। আমি জানি অনেক নামি দামি টিউনাররা এখানে টিউন করেন । তাই অনেক আশা নিয়ে এই লিখাটি লিখছি।

Level 0

আমি Rana1920। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার কথাটার উত্তর এই রকম
Nothing is PERFECT in this WORLD; but something can ensure better Service

তবে এটা সত্য ফ্রি এন্টিভাইরাসগুলো কিন্তু অতটা কার্যকর নয়, যতটা লাইচেন্সড ভার্শন কাজ করে

    Level 0

    ভাই u r 100% right.তবে আপনার কি জানা আছে লাইসেন্সড ভার্সনের মধ্যে কোনটা সবচেয়ে বেশী কার্যকরী? ধন্যবাদ।

    Level 0

    এসেট বেষ্ট এখন পর্যন্ত

এভাস্ট,আভিরা,এভিজির ফ্রী ভার্সন তেমন কার্যকর নয় তবে ইএসইটি নড,ক্যাস্পারস্কি,ম্যাকাফি ভাল সার্ভস দেয় কিন্তু লাইসেন্সড এন্টি ভাইরাসের মত নয়।
লাইসেন্সড এন্টি ভাইরাসও ১০০% নিরাপত্তা দিতে পারবে না।

    কোন এন্টিভাইরাসই ১০০% নিরাপত্তা দিতে পারে না, আর ফ্রি ভার্সনের ক্ষেত্রে প্রশ্নই আসে না। তবে লাইসেন্সডগুলো ম্যাক্সিমাম প্রটেকশান দিতে পারে। ফ্রি ভার্সন ভাইরাস ধরতে পারলেও অনেকক্ষেত্রে তা রিমুভ করতে পারে না।

    Level 0

    লাইসেন্সড এন্টি ভাইরাসও ১০০% নিরাপত্তা দিতে পারবে না এটা ঠিক। লাইসেন্সের মধ্যেও নিশ্চয় এমন আছে যেটা আরো বেশী সুরক্ষা দেয় সেটা জানা দরকার।

    Level 0

    ভাই আপনার কি জানা আছে লাইসেন্সের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল?

যে এন্টি-ভাইরাসই ব্যবহার করুন না কেন, কিছু ভাইরাস থেকেই যাবে (নিজের অভিজ্ঞতা থেকে জেনেছি)। তবে যেগুলো থেকে যাচ্ছে সেগুলো এতোটা ক্ষতিকর নয় জানবেন, যদিনা সংক্রমিত ফাইলগুলো ওপেন করছেন। ফ্রি আর পেইড এন্টিভাইরাসের প্রধান পার্থক্য হল- ফ্রি গুলো কোণ ফাইল ক্লিন করেনা, এফেক্টেড ফাইল সহ ডীলীট/কোয়ারেন্টিন করে দেয়। কাজেই মূল্যবান ফাইল খোয়া যেতে পারে। তবে অনেক পেইড এন্টিভাইরাসও এই কাজটি করে। দ্বিতীয় পার্থক্য হল, ফ্রি এন্টিভাইরাস শুধু মাত্র ভাইরাস প্রোটেকশন প্রদান করে, কিন্তু অন্যান্য সিকিউরিটি সমস্যা যেমন ম্যালওয়্যার, এডওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি সিকিউরিটি খুব সীমিত পরিমানে দিয়ে থাকে।

এ পর্যন্ত আমার দেখা বেস্ট ফ্রি এন্টিভাইরাস হল Rising Free Antivirus >>http://www.softpedia.com/get/Antivirus/Rising-Antivirus-Free-Edition.shtml<&lt; কারন এটি ফ্রি হলেও উপরোক্ত সুবিধাগুলো প্রদান করে। পাশাপাশি ক্লাউড সিকিউরিটিও আছে। অবশ্যই স্ক্যান করার পর প্রতিবারই কিছু না কিছু ভাইরাস পাবেন কিন্তু কম্পিউটার ব্যবহারে সংযত হলে (যেমন পেনড্রাইভ ডাবল ক্লিকে না খুলে Explorer দিয়ে খোলা, অজানা প্রোগ্রাম ইন্সটল না করা, ইন্টারনেট ব্রাউজিং এ সতর্ক হওয়া ইত্যাদি) কখনো সংক্রমিত হবেন না।

    Level 0

    ভাই আপনার লম্বা মন্তব্য দেখে ভাল লাগল। আপনার দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনার জন্য শুভ কামনা রইল।

ভাইরাসরে আপ্নারা এত ভয় পান কেন? ভয় না পাইয়া যুদ্ধ করতে পারেন না ?

rana 1920 আপনাকে ধন্যবাদ । কারন আমিও আপনার মত ভুক্ত ভোগী । আপনার েপাষ্ট থেকে অনেক তথ্য েপলাম। rising free kemon service dey doya kore janaben

ভাইয়া, এত ঝামেলা না করে লিনাক্সে চলে গেলেই পারেন । ফ্রি অপারেটিং সিস্টেম । ভাইরাসের বিরুদ্ধে চমৎকার নিরাপত্তা ।

একটা কথা মনে রাখতে হবে, কোন এন্টিভাইরাসই পূর্ন নিরাপত্তা দিতে পারবে না । নতুন নতুন ভাইরাস বের হবে । এমন কথাও শোনা যায় যে এইসব ভাইরাস লেখার পিছনে এন্টিভাইরাস কম্পানিগুলো ইন্ধন দেয় তাদের ব্যবসায়িক স্বার্থে ।

একবার বিনামূল্যে উবুন্টূ ব্যবহার করে দেখার পরামর্শ রইল । আমি বেশ কিছুদিন ধরেই উবুন্টু ব্যবহার করছি উইন্ডোজের সাথে । আজ পর্যন্ত ভাইরাসের কারনে কোন ঝামেলা পোহাতে হয় নি ।

http://ubuntubd.wordpress.com/

    একদম খাঁটি কথা বলেছেন…

Use Avast! 4.8 pro with this product key: S1206429R8748M0605-BVR5Z1CH (4 year). If it got update regularly, It will do best that other free Anti-virus.
Thank you.

ইয়াহু আমার কম্পিউটারে কোন ভাইরাস নাই। আপনি চাইলে আপনার কম্পুতেও কোন ভাইরাস থাকবেনা।