সাহায্য চাই, Friend এর Hard Disk এনে আমার PC তে Setup দিয়ে দিলে কি তার PC তে চালাতে পারবে?

Friend এর Hard Disk এনে আমার PC তে Setup দিয়ে দিলে কি তার PC তে লাগিয়ে চালাতে পারবে? যেহেতু Setup দেয়ার সময় আমার Ram ও Motherboard ব্যাবহার হবে, তার Computer এ এই Hard Disk লাগালে কি এটা কাজ করবে? দয়া করে কেও জানান Plzzzzzz.

দেখার জন্য ও Comment এর জন্য আগ্রিম ধন্যবাদ।

Level 0

আমি Magichian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চলতেও পারে,নাও পারে।তারচেয়ে আপনার DVD টা খুলে ফ্রেন্ডের কাছে নিয়ে যান(Assuming DVD নস্ট). এছাড়া পেন্ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দেওয়ার প্রচুর টিউটোরিয়াল টিটি তে পেয়ে যাবেন।

অবশ্যই চলবে। তবে মাদারবোর্ড এর ডিভিডি সেটআপ দেওয়ার প্রয়োজন নাই (আমি সিউর না)। বরং মাদার বাের্ডের ডিভিডি টা কপি করে তার হার্ড ডিস্কে দিয়ে দেন। সে তার পিসিতে লাগিয়ে মাদার বোর্ড এর ডিভিডি ইন্সটল করবে।

Level 0

Certainly cholbe. Tobe apnar ta khule tarpor friend er ta connect kore setup deben. Cause 2 ta eksathe connect kora thakle 2 ta primary & active partition thakbe ja problem korte pare. Ar motherboard install deben na. Friend er PC te connect kore motherboard install deben. I hope it will work.