এডসেন্স গুরুদের কাছে জানতে চাই ।

আসসালামু আলইকুম,
আশা করি সবাই ভাল আছেন । টেকটিউনস-এ এটি আমার প্রথম টিউন । এই টিউনে আমি এডসেন্স গুরুদের কাছে এডসেন্স সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছি ।
টেকটিউনস-এ এডসেন্স সম্পর্কে অনেক টিউন হয়েছে । আমি সেগুলো থেকে এডসেন্স সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি । বলতে গেলে এডসেন্স সম্পর্কে যেটুকু জানি, তার প্রায় সবটাই এই টেকটিউনস থেকে জানতে পেরেছি । যাই হোক, যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, সেটা হল আমি টেকটিউনস-এর একটা টিউনে জানতে পেরেছি যে, এডসেন্স-এর জন্য সাই্ট/ব্লগের ভাষা ইংরেজি হতে হয় । তা না হলে এডসেন্স এপ্রোভ হয় না । কিন্তু সমস্যাটা হল, ধরুন আমি একটা ফোরাম সাইট তৈরি করলাম, তার ভাষা দিলাম ইংরেজি । ফোরাম পোস্টগুলোও ইংরেজিতে করলাম । কিন্তু ফোরামের একটা ক্যাটাগরি রাখলাম বাংলাতে । তাহলে কি আমার এডসেন্স এপ্রোভ হবে?
আরেরকটা প্রশ্ন হল, ধরুন আমি আমার ফোরামে কোনো বাংলা ক্যাটাগরি দিলাম না । আমার এডসেন্স এপ্রোভ হল । তারপর যদি কোনো সদস্য বাংলায় পোস্ট করে, এবং আমি যদি তা রিমোভ না করি তাহলে কি আমার এডসেন্স-এ কোনো সমস্যা হবে?

আমি এসব বিষয়ে নতুন । এখানে হাস্যকর কোনো প্রশ্ন করলাম কিনা জানিনা । তবে আমি যা জানতে চাই, তাই তুলে ধরলাম । পড়ার জন্য ধন্যবাদ এবং সবার কমেন্ট আশা করছি ।

Level New

আমি এসএমকে ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস