DSLR ক্যামেরা কেনার ব্যপারে সাহায্য চাই

HELP HELP HELP HELP HELP HELP

আমি একটি ডিএসএলার কিনতে চাচ্ছি, কয়েকদিন ধরে খুব ঘাটাঘাটি করলাম নেটে। যত ঘাটতেছি তত কনফিউসড হচ্ছি। যাই হোক, আপাতত দুইটা মডেলে আটকে আছি, Canon 600D vs Nikon D3300. কনফিগারেশনের দিক থেকে নিকন অনেক এগিয়ে। আমি ক্যানন ৬০০ডি দেখেছি, এটার পারফরমেন্সে (বিশেষ করে অটোফোকাসে দুর্দান্ত) মুগ্ধ আমি, আমার মনে হয়েছে যে কেও খুব কম এক্সপেরিএন্স দিয়ে Canon 600D+50mm Prime লেন্সে খুব ভালো মানের ছবি তুলতে পারবে। Nikon D3300 টার সম্পর্কে নেট ঘেটে যা যেনেছি সেদিক থেকে এটাকে Canon 600D থেকে বেসি আডভান্সড মনে হলো। নতুন মডেল এবং হাই কনফিগারেশনের জন্য আমি নিকন টাই প্রিফার করছি, কিন্তু জাস্ট একটা বিষয়ে খটকা লেগে আছে। ক্যানন ৬০০ ডি এর মত নিকন এর অটোফোকাস পার্ফরমেন্স হবে কি না। বিগিনার হিসেবে এটা আমার কাছে একটা বড় ফ্যাক্টর। অন্য দিকে আমার বোকেহ তে বেসি ঝোক। আমি যদি AF-S 50mm f/1.8 ব্যবহার করি সে ক্ষেত্রে আমি কি ক্যানন এর 50mm Prime লেন্সের মত এফিসিযেন্ট অটোফোকাসিং পাবো? অন্য দিকে, সহজ ভাষায় সবাই বলে ক্যানন ইউজার ফ্রেন্ডলি, এই ফোকাসিং ইন্টেলিজেন্সি টা ও কি সেটার একটা অংশ? অনেক খোজাখুজির পরও এ-ব্যাপারে কোন তথ্য পেলাম না কোথাও।

উপকৃত হব একটু বুঝিয়ে বললে।

সকল দিল বিবেচনা করে আমার জন্য ফাইনালি কোনটা বেটার হবে? এক্সপার্টদের সাহায়তা কাম্য। অগ্রিম ধন্যবাদ।

Level 0

আমি Code Lab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student of Patuakhali Science & Technology University in Computer Science & Engineering.......& New here....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনাকে সাহায্য করতে পারলাম না সেজন্য দুঃখিত। এই জিনিসের উপর আমারও একটু লোভ আছে। আমিও আপনার টিউন ফলো করছি। আশাকরি শীঘ্রই কোন এক্সপার্ট সহায়তা করবেন। আপনি যে মডেল দুটো দিলেন এর প্রাইজটা জানাবেন দয়া করে।