পিসি হ্যাং রোধ করার উপায় চাচ্ছি: এক্সপার্টদের সাহায্য কামনা !!!

 

 

এক্সপার্টরা, এইদানিং আমি আমার ডেস্কটপ পিসি নিয়ে খুব পেরায় আসি !

আমি আমার পিসি কয়েকদিন আগেই টিউন আপ বা কন্ফিগারেসন উন্নত করেছি:
১. প্রসেসর কোর ২ ডুও থেকে কোর্ আই ৩,
২. রাম ২ গিগা থেকে ৮ গিগা
৩. মাদার বোর্ড গিগাবাইট এর !
শুধু আমার পাওয়ার সাপ্লাই আর কেসিং দুটা পুরাতন আর সব নতুন ! আর ইনস্টল করেছি উইন্ডোস ১০, ৬৪ বিট. কিন্তু সমস্যা হলো যখন আমার আগের পিসি থেকে নেওয়া এইচডি ১০৮০ পি: ভিডিও গান (ইউটুব থেকে নামানো) চালাই তখনি আমার নতুন পিসি হ্যাং করে, সাথে সাথে মনিটর ও কালো হয়ে যায়, এখানে উল্লেক্ষ্য আমি এই সমস্যা সমাধানের জন্য আমার প্লেয়ার(5k player- রেভিউ তে পড়া উইন্ডোস ১০ এর জন্য সবচেয়ে ভালো প্লেয়ার, VLC media) সব আপডেট ভার্সন এ করেছি কিন্তু কোনকিছুতে কিছু হয় নাহ ! পরা আবার রিস্টার্ট দিয়ে পিসি ঠিক করতে হয়। আমি আমার অভ্র ও আনইনস্টল করেছি কারণ অভ্র সফটওয়ারে বেসি নাকি জায়গা খায় :O

শো করে ! এমনকি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ও অফ/ নষ্ট হয়ে গাছে ! :(( এটা কোনো সমাধান নয় ! নতুন পিসি নিয়ে যদি এই সব সাধারণ কাজ করতে এত বেগ পেতে হয় তবে কিভাবে মন ভালো থাকবে ?! :(( তাই অতি সত্তর এক্সপার্টদের সাহায্য কামনা করছি ! আমার ইনস্টল করা সফটওয়ার গুলা:

1. BitTorrent, 2. Acrobat: reader, flash player, Photoshop, illustrator 3. AVG antivirus, 4. chrome 5. google earth, 6. Skype, 7. Realtek, 8. MS Office 16, 9. Team viewer, 10. WinRar, 11. 5k player, 12. VLC Media Player, 13. IDM,  এছাড়া অনান্য সফটওয়ারে সমূহ....

Level New

আমি Shafkat Aziz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

flash player ta delete Kore dekhen