জানতে চাই কোন বিজ্ঞানের কথা আপনারা বলছেন? আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ

আমি মেহেদী
কিছু সময় আগে একটা টিউন করলাম। তার নাম ছিলো "চলুন যেনে নেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সংক্্ষিপ্ত জীবনী সম্পর্কে"

বিষয়টা বুঝতে পারলাম না কেন ডিলিট করা হলো?

কোনো নিতীমালার মধ্যে ফেললেন আমার টিউনটা? তারা টিউমেন্টে লিখছে আমি নাকি আবেগ দিয়ে লিখছি? হা হা হা হা হা এই ধরনের পাগলামী বন্ধ করেন প্লিজ। টিউন লিখতে কষ্ট হয় বুঝলেন? আপনি বা আপনারা যে বললেন আবেগ দ্বারা কিছু লেখা যাবে না, এটা কি সত্য?
কবি/লেখকদের জীবনী যদি আবেগ দ্বারা লেখা হয় তাহলে তারা কি আবেগ দ্বারাই জন্ম গ্রহণ করেছিলেন? আশা করি উত্তর টা দেবেন।

অনেক নিতিমালা লিখেছেন অনেকেই আমরা সেগুলা পালন করি, মাঝে মাঝে আপনাদের নিয়ম নিতী আছে কিনা সেটা জানতে ইচ্ছা করে। বেশ কিছু দিন আগে আমি দুইটা টিউন করেছি অবিলম্বের ডিলিট দিছেন, আর দোষারোপ করছেন কি? আমি নাকি কপি করে টিউন করেছি। আমি যদি কপিই করতে যাবো তাহলে এখান এসে শুধু শুধু সময় নষ্ট করতে আসবো কোন দুঃখ্য্ব? মাথায় কি খারাপ হইছিলো আমার?

টিউন ডিলিট করাএ আগে সারা দুনিয়া খুঁজে দেখে নিয়েন যে আমার টিউন আর অন্য কপি টিউন একই নাকি অন্য রকম?

এই রকম আরো অনকের কথা জমা আছে। সে গুলো বললাম না, তবে সঠিক উত্তর গুলা আশা করি। যদি ভুলাভাল উত্তর দেন তাহলে অন্য কিছু ভাবতে বাধ্য হবো। এতো বড় নেটওয়ার্ক এ যারা কাজ করে তারা আসলেও হয়ত অনেক বড় মনের মানুষ।

কথা গুলো বলার জন্য আন্তরিক ভাবে দুঃখ্যিত।
তবে না বলে উপায় ছিলো না।

ভুল কিছু বললে ক্ষমা স্বরুপদৃষ্টিতে নেবেন

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস