ল্যাপটপ বিষয়ক সমস্যার সমাধান চাই।

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি কিছুদিন আগে একটা ‍সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কিনেছি, আমার ল্যাপটপটির মডেল হল: sony vaio (VGN-FE53B/W) Specalized for japan. ল্যাপটপটি ভালই চলছে কিন্তু সমস্যা হল আমার ল্যাপটপে কোন ব্রাউজার দিয়ে google.com বা gmail.com ভিজিট করতে পারছি না। ব্রাউজান আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখেছি এমনকি উইন্ডোজ নতুন করে সেটাপ দিয়েও দেখেছি কিন্তু কোন ভাবে কাজ হচে্ছ না। কারো কাছে কোন সমাধান থাকলে প্লিজ আমাকে হেল্প করুন।

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি কিছুদিন আগে একটা ‍সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কিনেছি, আমার ল্যাপটপটির মডেল হল: sony vaio (VGN-FE53B/W) Specalized for japan. ল্যাপটপটি ভালই চলছে কিন্তু সমস্যা হল আমার ল্যাপটপে কোন ব্রাউজার দিয়ে google.com বা gmail.com ভিজিট করতে পারছি না। ব্রাউজান আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখেছি এমনকি উইন্ডোজ নতুন করে সেটাপ দিয়েও দেখেছি কিন্তু কোন ভাবে কাজ হচে্ছ না। কারো কাছে কোন সমাধান থাকলে প্লিজ আমাকে হেল্প করুন।

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি কিছুদিন আগে একটা ‍সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কিনেছি, আমার ল্যাপটপটির মডেল হল: sony vaio (VGN-FE53B/W) Specalized for japan. ল্যাপটপটি ভালই চলছে কিন্তু সমস্যা হল আমার ল্যাপটপে কোন ব্রাউজার দিয়ে google.com বা gmail.com ভিজিট করতে পারছি না। ব্রাউজান আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখেছি এমনকি উইন্ডোজ নতুন করে সেটাপ দিয়েও দেখেছি কিন্তু কোন ভাবে কাজ হচে্ছ না। কারো কাছে কোন সমাধান থাকলে প্লিজ আমাকে হেল্প করুন।

Level 0

আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস