টেকটিউনস মোবাইল অ্যাপ ব্যবহার করে মজা পেলাম না !

আমার এনড্রয়েড ফোন Lava Iris 505।বাংলালিংক সীম থেকে নেট ব্যবহার করছি। অপেরা মিনি ব্রাউজার দিয়ে টেকটিউনস আইডি রেজিস্ট্রেশন করতেও পারিনি, লগইনও করতে পারিনি।গুগলক্রোম দিয়ে রেজিস্ট্রেশন করে ব্রাউজ করতে পারছি।কিন্তুু মনের মতো সুবিধা পাচ্ছিনা!লেখার উপর লিংক করা যায়না।

প্রোফাইল পিকচার আপলোড করা যায়না।গতি কম আরও কতো সমস্যা!তাই অফিশিয়াল এনড্রয়েড অ্যাপ দেখে আশ্বস্ত হলাম!কিন্তু অনেক আশা নিয়ে ডাউনলোড করেও দেখলাম আশায় গুড়ে বালি!একেবারেই গতি কম!এছাড়া অনেক চেষ্টা করেও প্রোফাইল পিকচার আপলোড করতে সক্ষম হলামনা!ভাবছিলাম সুন্দর একটা টিউন লিখবো!কিন্তু এসব ঝামেলা এতো বিরক্ত করলো আর সময় নস্ট করলো যে মুড একেবারেই অফ!

হয়তো অন্য সবাই ফোন থেকে সহজেই টেকটিউনস ব্রাউজ করতে পারছেন কিন্তু আমার অভিজ্ঞতা মোটেই স্বচ্ছন্দের হলোনা!আশা করি সমস্যাগুলো শীঘ্রই দূর হবে,সবাই স্বচ্ছন্দে টেকটিউনস ব্রাউজ করবো!আর অবশ্যই যে টিউনের আইডিয়াটি আজ মাথায় এসেছিলো তা আগামীকাল লিখবো আরো গুছিয়ে ইনশাআল্লাহ!কাউকে জ্ঞান দেয়ার মতো জ্ঞান এখনো অর্জন করতে পারিনি তা ভালো করেই জানি!বলা যায় চর্চা করতে চাচ্ছি আরকি! আপনাদের টিউন পড়ে শিখবো আর মাঝে মাঝে শখের বসে নিজেও লেখার চেষ্টা করবো!ভালো থাকুন সবাই।

Level 1

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস