আমার ৪টি সমস্যার সমাধান কারও জানা থাকলে দয়া করে জানান

সবাইকে শীতের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু বিপাকেই আছি।

আমার ১ম সমস্যা: আমি উইনন্ডোজ একসপি আর ভিসতা এক সাথেই চালাই। এখন সমস্যা হচ্ছে ভিসতাকে নিয়ে। ভিসতা সেটাপের পর ১মাস সময় থাকে একটিভ করার। একমাস পর উইন্ডোজ কাজ করলেও ডেস্কটপ কালো হয়ে থাকে আর লেখা ওঠে তোমার উইনন্ডোজ এর কপি জেনুইন নয়। এভাবেই সেটাপ দেই ৩০ দিন পর আবার সেটাপ দেই। উইনন্ডোজ ভিসতা কিভাবে সহজ উপায়ে একটিভ করবো কারো জানা থাকলে একটু কষ্ট করে এই অধমকে জানালে খুশি হতাম।

আমার ২য় সমস্যা: আমার এক বন্ধুর কাছে আমি ২৫০টাকা পেতাম। ঠিক এমন সময় ওর হাতে একটি পেনড্রাইভ দেখলাম। ৮জিবি ট্রানসেন্ডের। শেষে পেনড্রাইটি আমার কাছে৫৫০ টাকা দিযে বিক্রি করে দিল। এখন পেনড্রাইভটির যে সমস্য তা হলো:

১.যদি ১০টি ফাইল কপি করি তাহলে ৫টি ঠিক থাকে আর বাকী গুলো নষ্ট দেখায়। সফটওয়্যার হলে হাবিজাবি লেখা দেখায়।ভিডিও হলে চলে না এরকম।

২. ফরমেট দিলেও কাজ হয় না। তাহলে কি ধরে নিব এটি পুরোপুরি বাতিল?

৩.এমন কোন সফট আছে যা কিনা পেনড্রাইভকে ফরমেট দিয়ে নতুন এর মতো করতে পারে।

৪.মোট কথা কি উপায়ে পেনড্রাইভটি সচল করতে পারি??

আমার ৩য় সমস্যা:(থুবই দরকার সমাধান)

আমার কাছে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও আছে যেমন mkv,wmv,dvd,Avi ইত্যাদি। এখন আমি এগুলো সিডিতে রাইট করে ব্যাকআপ রাখতে চাই(বার্ন করে) এখন আমি চাচ্ছি সব রকমের ভিডিও গুলো একটি সিডিতে বার্ন করতে সেটা কিভাবে করবো? বা কোন সফটওয়্যারে সব ধরনের ভিডিও একটি সিডিতে পুরে বার্ন করা যায়। খুবুই গুরুত্বপূর্ন এটি আমার জন্য। নামি এক সিডিতে সব ভিভিও রাইট করা সম্ভব নয়? তাও জানলে আমাকে জানান।

আমার ৪র্থ সমস্যা:(থুবই দরকার সমাধান)

আমি মিউজিক ভিডিওতে আমার নাম জলছাপ আকারে দিতে চাই। এখন কাজটি সুন্দর ভাবে করা যায় এমন একটি সফটওয়্যারের নাম চাচ্ছি বা কিভাবে করা হয় সে ব্যাপেরে নির্দেশনা চাচ্ছি। আমি অনেক ট্রাই করেছি কিন্তু সমস্যা হলো ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। আমি চাচ্ছি কোয়ালিটি অক্ষুন্ন থাকে এমন একটি সফটওয়্যার। কষ্ট করে লেখাগুলো পড়ার জন্য ধন্যবাদ। সমাধানে দিলে অববর্ননীয় খুশি হতাম বিশেষ করে ১,৩ ও ৪ সম্বর সম্যাসার সমাধান লাগবেই আমার।

সবাই ভালো থাকবেন***********

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার ৩য় সমস্যার সমাধান হল সিডি টি আপনি ডাটা ডিস্ক হিসাবে রাইট করুন অখবা সব গুলিকে avi / mpeg / vob ফরম্যাটে কনভাটে কনভার্ট করে রাইট করুন তাহলে আপনার তৃতীয় সমস্যার সমাধান।

    কনর্ভাট করলে তো ভিডিও এর মান অক্ষুন্ন থাকে না নষ্ট হয়ে যায়। আর ডাটা হিসেবে রাইট করে চেষ্টা করা যায়। তবে জীপ হিসেবে আরও ভালো হয়ে।

১ম সমস্যা সমাধান : http://support.microsoft.com/kb/940315#top এবং http://www.solidblogger.com/activate-windows-7-ultimate-with-cracked-master-product-key/

৩য় সমস্যা সমাধান : আপনি যেহেতু ব্যাকআপ রাখতে তাহলে সব file গুলোকে zip বানিয়ে তারপর data CD বানান ।

৪র্থ সমস্যা : ulead video studio ই সবচেয়ে ভাল হবে ।

    ৩য় সমাস্যার যে সমাধানটা দিলেন সত্যিই ধারুন। ব্যাপারটা আমি কখনই এভাবে চিন্তা করিনি যে জিপ আকারে বার্ন করবো। এছাড়া বাকী যে সমাধান দিলেন সেগুলো ট্রাই করে দেখছি। আর ulead video studio ব্যবহার একুট কঠিন মনে হয়। আমি এটা দিয়ে জলছাপ দিয়েছিলাম কিন্তু কোয়ালিটি ভালো দেখায় না। অসংখ্য ধন্যবাদ।

৪র্থ সমস্যার জন্য বলব আপনি ভিডিও মিক্সিং সফটওয়ার ব্যবহার করতে পারেন।

    ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি কাজ হয় কিনা?

ভাই 2nd এর সমাধান। try করেন command prompt এ format করতে। যদি না হয় তাহলে বযতেই পারছেন…….

    ভিসটার সমাধানটা দেন আমার হাতে ১০ দিন মাএ

২য় সম্যাসার সমাধান :- এটা মূলত ভাইরাসের করণে হয়ে থাকে। এটাকে কোনো ভাল আপডেট এন্টিভাইরাস দিয়ে চেক করে দেখতে পারেন। আর এটাতে আপনি জিপ আকারে ফাইল রাখতে পারেন।

    নারে ভাই, স্ক্যান করে লাভ নাই। উবুন্টু দিয়ে একবার ফরমেট করে দেখতে পারেন।