বল্গ স্পট এর বল্গে প্রবেশ করা যাচ্ছে না?

আমি জিপির ইন্টার নেট ইউজ করছি? যে কোন ব্লগস্পটের যে কোন বল্গে  প্রবেশ করার চেষ্টা করলে হয় কনটেন্ট ইনকোডিং ইরর অথবা প্রবেশ করতেই পারছি না। আবার যদি প্রক্সি সাইট কিংবা এনিমাস আইপি জাতীয সফটওয়ার ইউজ করছি তাহলে তো ঠিকই এক্সেস করার যাচ্ছে। আসলে সমস্যা টা কার জিপির না গুগলের। আমার মতো কি আপনারও সেম প্রবলেম ফেস করছেন? তাছাড়া প্রতিটা বল্গের ট্রাফিক উল্লেখযোগ্য হারে কমে গেছে। তিন ভাগের এক ভাগ হয়ে গেছে।

এর সমাধান কখন হবে?

Level 0

আমি ebookbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://bloggerbd.com http://bdtv24.com http://bdhome24.ucoz.com www.earningtips24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি ব্রডব্যান্ড ব্যবহার করি। নরমাল সাইটে ৩/৪ দিন প্রবেশ করতে পারিনি। কিন্তু প্রক্সি দিয়ে পারা যায়। আবার পরে ঠিকই প্রবেশ করা যায়। বুঝতে পারছি না সমস্যা কোথায় ? আমার নেটের স্পিড ৬০- ১৩০/১৪০। কিন্তু এর পরত্ত সমস্যা 🙁

    কঠিন সমস্যা ব্রাদার

    মাহবুব ভাইয়ের সমস্যাও আমি যতটুকু বুঝতে পেরেছি, ডিএনএস সংক্রান্ত।

এই সমস্যা আমার মতে গুগলের সমস্যা ।

সমস্যা আর কোথাও না, সমস্যা হলো আপনার আইএসপির ডিএনএস সার্ভারে। ওটা ঠিকমত আপডেট হয় না বলে এই অবস্থা। আপনারা দুইজনেই ওপেন ডিএনএস বা গুগলের পাবলিক ডিএনএস ব্যবহার করে সমস্যাটাকে বাইপাস করতে পারবেন।

    ঠিক আছে কিন্তু আরেকটা ব্যপার লক্ষ্য করছি যে আমার বল্গের পারডে ৩০০+ ভিজিটর ছিল কিন্তু দুই দিন থেকে ৫০ এর নিজে নেমে এসেছে, আরো অনেকেই এরকম অভিযোগ করছে যে বল্গের ট্রাফিক অতি মাত্রায় কমে গেছে।

এটা সম্ভবত জিপির ডিএনএস সার্ভারে সমস্যা।আমি ব্রডব্যান্ড ব্যবহার করি তাই সমস্যা হয় না।বাবর ভাই যেটা বললেন গুগলের পাবলিক ডিএনএস ব্যবহার করে ঢুকতে পারবেন।

    PROXY SITE বা সফট ইউজ করে ঢোকা যাচ্ছে ।

    ওইতো ঠিকই আছে, ডিএনএস সার্ভারেই সমস্যা। আর আপনার ভিজিটরও সম্ভবত বেশিরভাগই বাংলাদেশীই ছিল। এজন্যই এই অবস্থা।

ব্যাটা জিপি কখন এগুলো ঠিক করবে ?????????

আমি তো CityCell Zoom Ultra ব্যবহার করি কিন্তু কোন সমস্যা তো দেখি না। এর আগেও শুনেছিলাম।

Level 0

কাহিনী কি? আমির সাইটেও নাকি অনেকই ঢুকতে পারে না কিন্তু আমি তো ঠিকই ঢুকতে পারি। মনে হয় জিপি তে সমস্যা।

    কাহিনী সত্যি ব্রাদার আমরা (জিপি ইউজার) কঠিন সমস্যায় আছি।

    ডিএনএস পরিবর্তন করে কি ঢোকা যাচ্ছে? ঢোকা না গেলে খবর আছে। তখন সমস্যাটা আরও বড় পর্যায়ে গিয়ে দাড়াবে।