পোর্টেবল এপ্লিক্যাশান তৈরি করার ভালো নিয়ম জানতে চাই

আমি বিভিন্ন উপায়ে পোর্টেবল এপ্লিক্যাশান তৈরি করেছিলাম। কিন্তু সেগুলোতে ভালো কাজ করে নাই। যেমন : যেই

এপ্লিক্যাশান ইনস্টল দিলে মাত্র ৪/৫ মেগা দখল করে তার পোর্টেবলের সাইজ হয়ে যায় ৬০ মেগার বেশী।

অথচ অনেক সাইট থেকে পোর্টেবল ডাউনলোড করি যার সাইজ খুবই কম থাকে!!!

তাহলে তারা কি করে তৈরি করে এই সকল পোর্টেবল এপ্লিক্যাশান ?

আমার এখন শুধুমাত্র :

১. মাইক্রোসফট অফস ২০০৭ এর পোর্টেবল দরকার।

অথবা, মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭, এক্সেল ২০০৭ এবং একসেস ২০০৭ (একত্রে বা আলাদা আলাদা)

২. ডিগসবাই (ম্যাসেঞ্জার)

সবাই ভালো থাকুন।

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ হাসান ভাই। দেখি কি করতে পারি!‍ আসলে আমি অনেক খোঁজাখুজি করে পোর্টবেল করতে পেরেছি কিন্তু সেগুলির সাইজ অনেক বড় হয়ে যায়।

    হাসান ভাই আমাকে 'অফিস ২০০৭' এর পোর্টেবল দিতে পারেন ? অথবা শুধু এম এস ওয়ার্ড ২০০৭ ?

    হাসান ভাই, এই লিংক এর সফটওয়্যারটা ব্যবহার করে পোর্টেবল এপ্লিক্যাশান তৈরি করলে কিছু কিছু এপ্লিক্যাশান এর সাইজ ঠিক থাকে যেমন ২ মেগা, ৪ মেগা ইত্যাদি। কিন্তু কিছু কিছু এপ্লিক্যাশান এর সাইজ অনেক বেড়ে যাচ্ছে। যেমন : এসিডিসি এর সাইজ হয়ে যায় ৬০ মেগার বেশি।

Level 0

পোর্টেবল এপ্লিক্যাশান তৈরি করার ভালো নিয়ম জানতে

http://www.techtunes.io

http://www.earnsource.tk