আইডিএম নিয়ে সমস্যা

সিস্টেম

উইন - ৭, মজিলা - ৪।

সমস্যা - ১

কিছুদিন আগে টেকটিউনস থেকে প্রাপ্ত আইডিএম এর লেটেস্ট সাইলেন্ট ভারসন ডাউনলোড করি। ভালই ব্যবহার করছিলাম কিন্তু এখন জটিল সমস্যায় পড়েছি।

ম্যাসেজ আসে আইডিএম ফেক সিরিয়াল দিয়ে রেজিষ্ট্রি করা। আনইনস্টল করে অন্য ভারশন ইনস্টল করলেও একই সমস্যা দেখায়। সমাধান চাই।

সমস্যা - ২

আমি উইন ৭ ইউস করি। মাই কম্পিউটার এর রাইট বাটন ক্লিক করে ম্যানেজ ক্লিক করলে ডিস্ক ম্যানেজম্যান্ট আসে না। ইউটিলিটি সফটওয়্যার ইনস্টল করতে বলে। সাহায্য চাই।

* নেটওয়ার্কিং এর উপর লেখা বাংলা ই বুক চাই। এ বিষয়ে কেউ জানালে উপকৃত হব।

Level 0

আমি moonnir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

so simple...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমস্যা ১ সমাধানের জন্য আপনাকে আইডিএম এর ক্র্যাক ব্যবহার করে নতুন করে ইন্সটল করতে হবে।আর লেটেষ্ট ভার্সন অটো আপডেট করতে চাইলে সেটা অফ করে দিবেন।

সমস্যা ২ সম্ভবত উইন্ডোজের কোন ফাইল মিসিং এর জন্য দেখাচ্ছে।উইন্ডোজ একবার রিপেয়ার করে দেখতে পারেন।

*নেটওয়ার্কিং এর উপর লেখা বাংলা ই বুক এর সন্ধান জানা নেই তবে বাংলায় কম্পিউটারের উপর কিছু ইবুকের জন্য নিচের লিঙ্কটি দেখতে পারেন।

https://www.techtunes.io/download/tune-id/30475/