কি করে মেইন সার্ভার থেকে ব্লক করে দেয়া ওয়েব/ ব্লগ গুলোতে যেতে পারি। প্লিজ হেল্প।

আমাদের অফিসের আই টি ম্যানেজারের সাথে আমার সম্পর্ক ভাল যাচ্ছে না। ভদ্র বেশী নাম্বার ওয়ান ইতর শ্রেনীর লোক! মুখোশধারী। আমার সাথে মুখে মুখে ভাল সম্পর্ক হলেও পিছনে লেগে আছে। অহেতুক আজকাল আমি যে সব বাংলা ব্লগে যাচ্ছি তা তার কম্পিউটার থেকে নোট/মনিটর করে উক্ত ব্লগ গুলো মেইন সার্ভার থেকে বন্ধ/ব্লক করে দিচ্ছে। বাংলা ব্লগ গুলোতে আমার নানা লেখা রয়েছে, তার ব্লক করার জন্য আমি নিদারুন মন কষ্টের মাঝে পড়ে গেছি। আজ সন্ধ্যায় সে আমার সামুকেও ব্লক করে দিয়েছে। এই ব্লগের দেখা পেলেও বন্ধ করে দিবে বলে মনে হচ্ছে!

আপনাদের কাছে হেল্প চাই, আমি কি করে সার্ভার থেকে ব্লক করে দেয়া ওয়েব/ ব্লগ গুলোতে যেতে পারি। প্লিজ হেল্প। আশাকরি আপনাদের কাছে থেকে একটা সামাধান পাবো। কারন আমি জানি শেরের উপর সোয়া শের আছে!

প্লিজ হেল্প। আমি আপনাদের সাথে থাকতে চাই।

Level 0

আমি সাহাদাত উদরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যুবায়ের হাসান ভাই সহ নানা টেকি ভাই থাকতে আমি মনে করি এটা কেন সমস্যাই নয়!
দেখা যাক কি করে একটা ভাল সাজেশন পেতে পারি। তৃতীয় কোন সফটওয়্যার হলেও চলবে।

proxy সাইট ব্যবহার করে হয় না?

https use kore dekhte paren.

Level 0

এই সাইটটি ব্যবহার করুন http://linkhide.in/proxy/
আশাকরি সমস্যার সমাধান হবে।

    swordfish ভাইয়ের দেয়া এই লিঙ্কে গিয়ে যে সাইট ব্রাউজ করতে চান সেটির ঠিকানা দিয়ে Go বাটনে ক্লিক করলে আপনি সেই সাইটটি দেখতে পাবেন।এভাবে লগিন,কমেন্ট সব করতে পারবেন ,কোন সমস্যা নাই।টর ইন্সটল করলে হয়তো বুঝে যেতে পারে প্রক্সি ব্যবহার করার জন্য আপনি ইন্সটল করেছেন।

    এছাড়া আরেকটি লিংক দিলাম যেটিও একইরকম কাজ করবে।

    http://www.adfreeproxy.com/

    এটা দিয়ে হয় না। তবে কিছু কিছু দিয়ে হয়।
    ধন্যবাদ আপনাকে।

Tor Browser দিয়ে চেষ্টা করেন।
পাবেন এখানে
https://www.torproject.org/dist/torbrowser/tor-browser-1.3.24_en-US.exe

    সহমত

    ইতর লোকটার জালায় মনে হচ্ছে বাংলা ব্লগ থেকেও হারিয়ে যাব!

    আমাদের আই টি ম্যানেজারের বয়স আমার মতই। তাকে বন্ধু মনে করে আমিই অভ্র দিয়ে আমার বাংলা লেখার কথা বলেছিলাম। বাংলা শিখে গত এক বছরে নানা বাংলা ব্লগে কি করে কত বিষয়ে লিখেছি মোটামুটি একটা ধারনা আমিই তাকে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম, কম্পিউটার বিজ্ঞান বিষয়ে জানা অভিজ্ঞ লোক, তার বুদ্দিমাত্তা আধুনিক হবে। কিন্তু আমার বুঝার ভুল হয়েছে!

    আমি অফিসের সময় অনেক ব্লগে থাকি এটা সত্য কথা। এটা নৈতিক না অনৈতিক সেটা আমার বিবেচনার মধ্যেও আছে। কথা হচ্ছে, আমি কি আমার অফিসিয়াল কাজ ফেলে ব্লগিং করি কি না। নিশ্চয় নয়। আমার অফিসের কাজ আগে, তার পর অন্য কিছু।

    যাই হোক, আমাদের দু’জনের বসই হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। আমরা সরাসরি তাকেই রিপোর্ট করি। আই টি’র ব্যাপারে আমাকে যেমন তার কাছে যেতে হয়, তেমনি তারও নানা বিষয়ে আমার কাছে আসতে হয়। ভাবছি আজ তাকে সরাসরি এইসব বিষয়ে বলব। যদি সে নিজকে না শুধরে নেয়, তবে আমিও দেখাব – নেগেটিভ চিন্তা কাকে বলে।

    ধন্যবাদ যুবায়ের ভাই।

ভাই tor software টা use করে দেখতে পারন . http://www.torproject.org

আমি ইমেজ যোগ করতে পারছিনা, কেউ হেল্প করেবন কি?

Bagha bagha tuner ra ans dea dece.ame r ke bolbo

Ultrasurf দিয়ে চেষ্টা করুন। আমি ব্যবহার করি। ১০০% কাজের।

নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।
http://www.windows7download.com/win7-ultrasurf/brjpeejh.html