সাহায্য চাই। বিষয় ফেসবুক

সমস্যা হল। আমি জিপি ব্যবহার করি। প্রথমে ফেসবুক ফ্রী নোটি৞িকেশন ট্রিকস ব্লগ দেখে আমি সেটা চেষ্টা করেছি। এবং পাচ্ছি। কিন্তু আমি কয়েকদিন আগে ফেসবুকে লগ ইন করার জন্য যে সিকিউরিটি কোড সিস্টেম আছে টা চালু করেছি। প্রথম কয়েকদিন ঠিক ছিল। কিন্তু আজ দু দিন যাবত কোনও সিকিউরিটি করে লগ ইন করার জন্য আসে না ফোনে এ। কী করব? ফেসবুকে লগইন করতে পারছি না। কিছু কী করণীয় আছে? যারা জানেন প্লীজ সাহায্য করেন.

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

"কিন্তু আজ দু দিন যাবত কোনও সিকিউরিটি করে লগ ইন করার জন্য আসে না ফোনে এ। "

এই কথাটির অর্থ কি?

আপনাকে ধন্যবাদ। আসলে আমি লিখতে চেয়েছিলাম যে আজ দুই দিন যাবত ফোনে কোনও সিকিউরিটি কোড সেন্ড করে না ফেসবুক অথবা অন্য কোনও সমসসা তাই আমি লগইন করতে পারছি না। করে লাগবে তো লগইন করতে। সেটা আস্তেছিল না। পড়ে অবস্স তিন দিন পর একসাথে অনেক গুলা কোড আসছে। হয়তো ফেসবুক বিজি ছিল।