এডসেন্স বিষয়ক সহায়তা

আমার একটি ইংরেজি ব্লগে এডসেন্স ব্যবহার করতে গিয়ে বিপত্তিতে পরেছি। ওয়ার্ডপ্রেস-এ করা ওই ব্লগে এডসেন্স কোনও এড দেখাচ্ছে না। ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছি সাব-ডোমেইনে, যার মূল ডোমেইনে (স্ট্যাটিক সাইট) দিব্যি এড শো করছে। আমার পিসিতে (লোকালহোস্ট) আরেকটি ওয়ার্ডপ্রেস ইন্সটল করা আছে। লোকালহোস্ট-এর ওয়ার্ডপ্রেস আর ওই সাব-ডোমেইনে রাখা ওয়ার্ডপ্রেসে হুবহু একই কন্টেন্ট। পোস্ট থেকে শুরু করে প্লাগিন, থিম এমনকি ডিজাইনও এক। লোকালহোস্টের ওয়ার্ডপ্রেস-এ এড দেখেচ্ছে, অথচ লোকালহোস্ট-এ যে এড ইউনিট (কোড) দিয়েছি, সাব-ডোমেইনেও একই কোড। কি সমস্যা ধরতে পারছি না। বেশ কয়েকবার এড ইউনিট চেইজ করেছি, একই ফল দিচ্ছে। কেউ কি কোনও সমাধান দিতে পারবেন?

উল্লেখ্য, আমার আমি এক পেইজে ৩টার বেশি এড ইউনিট দেইনি। আর এডসেন্স একাউন্ট চালু আছে বলাই বাহুল্য।

Level 0

আমি নাজমুল আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

robots.txt এবং .htaccess ফাইলদুটো রিনেম করে দেখুন কাজ হয় কিনা।

    রিনেম করে কী নাম দেব? আর মূল ডোমেইনে কিন্তু এড শো করছে :p

    নাম একটা কিছু দিলেই হবে। জাস্ট ওই ফাইলদুটোকে যাতে চেনা না যায় তাহলেই হবে।
    আর একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটিংসে সার্চ ইঞ্জিন ব্লক করা কিনা।
    তারপরও কিছুতেই কিছু না হলে, সবগুলো প্লাগইন ডিজএবল করে দিন এবং একটা একটা করে একটিভ করে ট্রাবল শুট করুন।
    তারপরও কাজ না হলে থীমটা একটু পরিবর্তন করে দেখুন কি হয়।

    স্যরি, আপনাকে বিরক্ত করছি।
    সার্চ ইঞ্জিন ব্লক করা নেই। সার্চ ইঞ্জিন ব্লক করা কিংবা প্লাগিনের কারণে হলে তো লোকালহোস্টেও হওয়ার কথা। গুগলে কন্টাক্ট করবো? নাকি নতুন করে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেব?

    আগে একটু থরো ট্রাবলশুট করে দেখুন ফলাফল কি হয়, নাহলে কনট্যাক্ট করে দেখবেন। আরেকটা জিনিস দেখতে পারেন, এডসেন্সের সেটিংসে ডোমেইন ফিল্টার করে রেখেছিলেন কিনা।

    ওকে, দেখছি। সময় দেওয়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।