কিওয়ার্ড রিসার্চ জনিত সমস্যা

আদাব নেবেন। কেমন আছেন সবাই ?
কিওয়ার্ড রিসার্চ নিয়ে দিধা দন্দে আছি তাই নিরুপায় হয়ে এই টিউন। আমি কিওয়ার্ড চাচ্ছি সেটার সার্চ ভলুম দারুন। গুতিউ এভাবে “আমার কিওয়ার্ড” সার্চ দিলে ৮২০০০ সার্চ রেজাল্ট আসে। আবার intitle:“আমার কিওয়ার্ড” দিয়ে সার্চ দিলে আসে ৩২০০ রেজাল্ট। তাহলে আমার জন্য এই কিওয়ার্ডটিকে প্রধান কিওয়ার্ড হিসাবে গ্রহন করা কতটা যুক্তি সম্পন্ন? প্লীজ ভাইয়া জানাবেন। এটা আমার জন্য খুব এ দরকারি আমি বুজতে পারছি না কি করব। যদি আপনার উত্তর না হয় তাহলে “আমার কিওয়ার্ড” ও intitle:“আমার কিওয়ার্ড” এর সার্চ রেজাল্ট কত হলে সেটা আমার জন্য ভাল হবে তা জানাবে। ধন্যবাদ । আদাব। ভালো থাকবেন।

Level 0

আমি প্রীতম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি প্রযুক্তিকে। ভালবাসি নিজের মত করে বাঁচতে। চাকরি জীবন এর এক ঘেয়েমি জীবন আমার ভালো লাগে না। তাই চেষ্টা করছি নিজেই কিছু করার। আমাকে ফেসবুক এ বন্ধু বানাতে এই লিঙ্কে যান http://www.facebook.com/pritom.cse। টুইটারে আমাকে ফলো করুন http://www.twitter.com/pritomroy। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই কিওয়ার্ডটিকে প্রধান কিওয়ার্ড হিসাবে গ্রহন করা কতটা যুক্তি সম্পন্ন?
আমি বলব যুক্তি সম্পন্ন না ।

????

Level 0

কীওয়ার্ড সম্পর্কিত সমস্যা সমাধান এবং এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার লিখা পোস্টটি দেখুন।
লিংকঃ http://www.techtunes.io/seo/tune-id/243424