মুভি দেখার জন্য সাউন্ড কার্ড কিনতে চাই B-) কোনটা কিনলে ভাল হবে?

সাউন্ড নিয়ে আগে তেমন মাথা ঘামাই নাই। HD মুভি দেখার জন্য অনেক কিছুই করলাম। ২২ ইঞ্চি LED মনিটর তারপর HDMI পোর্ট সাথে গ্রাফিক্স কার্ড সহ অনেক কিছু! কিন্তু সাউন্ড নিয়ে চিন্তা করিনি তেমন।
হোম থিয়েটার নিয়ে চমৎকার এই পোস্টটা পড়ার পর সাউন্ড কার্ডের ভুত মাথায় চাপলো।
কিন্তু সমস্যা হলো সাউন্ড কার্ড নিয়ে বিস্তারিত তেমন কিছুই পেলাম না। 🙁

তাই আপনাদের মতামত কামনা করছি।
রায়ান্সে মাত্র ৩টা মডেল আছে। প্রথমটা কিনার ইচ্ছা আছে।
http://www.ryanscomputers.com/model.php?itemid=60&itemname=Sound%20Card&iten_inv_id=60

আপনাদের জানামতে কম দামের ভিতর কোন সাউন্ড কার্ড কিনলে ভাল হবে? কি কি দেখে কিনলে ভাল হয়?
konka কোম্পানির 5:1 সাউন্ড সিস্টেমের জন্য আর হ্যা শুধু মাত্র মুভি দেখার জন্যই কিনবো।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

মুভির আসল মজাই তো সাউন্ড। কমপক্ষে 5:1 স্পীকার লাগবে। আমি ঐটাকেই বেশি গুরুত্ব দেব। আর নয়েজ ক্যান্সেলেশন এবং সারাউন্ড সাউন্ড কার্ড- সেটা ইন্টেগ্রেটেড হলেও কাজ চলবে। কিন্তু মুভিতে খেয়াল রাখবেন সাউন্ড সারাউন্ড কিনা এবং আপনার মিডিয়া প্লেয়ারের সেটিংস ঠিক আছে কিনা। নইলে মজা পাবেন না।
স্টেরিও সাউন্ড আর সারাউন্ড সাউন্ডের মধ্যে বোধোকরি রাত আর দিনের চেয়েও বেশি পার্থক্য।

Level 0

হাসানের মাদার বোর্ড কোনটা ??
রিসেন্ট বোর্ড হলেতো ইনটেলের বোর্ডে বিল্ট ইন 5:1 or 7:1 থাকার কথা
সেটা থাকলে তো আলাদা সাউন্ড কার্ড লাগছেনা
আর না থাকলে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে ইনটেলের বিল্ট ইন ৫:১ বা ৭:১ এর মাদার বোর্ডে আপডেট হয়ে যাও
এতে করে সেখানে সব কিছুই মোটামুটি আপগ্রেড হয়ে যাবে

যেমন আমার বোর্ড ইন্টেল DG45ID
এটাতে এইচডীএময়াই পোর্ট সহ আরো অনেক কিছুই আছে যা নরমাল বোর্ড গুলোতে সাধারনত থাকেনা
যদিও বোর্ডের দামতা একটু বেশি আমরাওটা বছর ২ ইয়েক আগে নিয়েছিলাম প্রায় দশ হাজারের মত পড়েছিলো

    মাদারবোর্ড আগের মডেল 🙁
    5:1 সাপোর্ট করে না। তাই সাউন্ড কার্ড কিনার ইচ্ছা করছি।
    মাদারবোর্ড পরে আপডেট করবো।
    কোন সাউন্ড কার্ড কিনলে ভাল হবে বলেন।