ওয়ার্ডপ্রেসে অভিজ্ঞ কোন বন্ধু আমাকে হেল্প করুন

আসসালামু আলাইকুম।
ভাই আমি http://www.wordpress.com এ একটি ব্লগ সাইট খুলেছি । আগে কোনওদিন ওয়ার্ডপ্রেস ব্যাবহার করি নি।তাই ভালো মতো বুঝতে পারতেছি না ।
আমার প্রশ্নটা হলো-
আমার এই সাইটটিতে কি ইউজারদের সাইন আপ করার ব্যাবস্হা করা যাবে টিটি বা অন্য wordpress সাইটের মতো ?
যদি কোন পন্হা থাকে তাহলে দয়া করে বলবেন ?

Level New

আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরাসরি সাইনআপের ব্যবস্থা করতে পারবেন না। তবে ইনভাইট করে লেখার সুযোগ দিতে পারবেন।

    Level New

    @ বাবর ভাই
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    http://www.wordpress.com আমার সাইটটিতে কি পরিমান ট্রাফিক এলাউ করবে?
    এখানে কি blogspot এর মতো বিজ্ঞাপন ব্যাবহার করা যায়?

    এপর্যন্ত কখনো শুনিনাই ট্রাফিকের কারণে ওরা সাইট বন্ধ করে দিয়েছে।
    আর লেখকও ব্লগস্পটের মত লিমিটেড না। ইচ্ছামত।
    রুলস অনুযায়ী ওখানে বিজ্ঞাপন দেয়া যাবে না। ইচ্ছা করলে দিতে পারবেন। তবে ধরা পড়লে সাইট বন্ধ করে দিতে পারে।

আমার মতে সেলফ হোস্টেড ব্লগ বানাই বেশি ভালো। সব কিছু নিজের হাতে।