সাহায্য দরকার !!! করবেন কী ???

আমি গত এক সপ্তাহ আগে আমার এক বন্ধুর ASUS Eee PC 1215B ল্যাপটপ এ উইন্ডোজ সেভেন সেট আপ করি। সেট আপ খুব ভাল ভাবেই সম্পন্ন হয়। কিন্তু যখন আমি ল্যাপটপটি ওপেন করি তখন দেখি যে, একটা ড্রাইভ নেই। অথচ আমি কিন্তু কোন ড্রাইভ পার্টীশন করি নাই। আর কি, একটা ড্রাইভ হাইড হয়ে গেছে। এখন আমি কি এইটা ফেরত আনতে পারবো। প্লিজ সাজেশন দেন। ধন্যবাদ, আমাকে সাহায্য করার জন্য।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রান এ যেয়ে diskmgmt.msc লিখুন। দেখুন তো সেই ড্রাইভ টা আছে কিনা? মানে ড্রাইভ এর সাইজ দেখে বুঝবেন। থাকলে দেখেন যে সেটায় কোন ড্রাইভ লেটার দেওয়া আছে কিনা।

    Level 0

    এখনও দেখতে পারি নাই। তবে ভাইয়া একটু বলে দেন যদি থাকে কি করবো আর যদি না থাকে তাহলে কি করবো। প্লিজ ভাইয়া একটু জানান।

    যদি দেখেন যে আপনার যতটা ড্রাইভ থাকার কথা তত গিগার পার্টিশন ঠিক আছে তাহলে সমস্যা নেই। দেখবেন প্রতিটা পার্টিশন C, D, E, F এভাবে দেওয়া আছে। আপনার হারিয়ে যাওয়া ড্রাইভ এর হয়ত ড্রাইভ লেটার নেই। সেটায় রাইট ক্লিক করে একটা লেটার [E,F,G,H] বসিয়ে দিন। দেখবেন সেটা শো করবে। ভালো হয় উপরের ডিস্ক ম্যানেজমেন্ট এর কমান্ড লিখে উইন্ডো এর স্ক্রীন শট দিলে।