DSLR ক্যামেরা কেনার ব্যপারে পরামর্শ চাই।

আমি একটি DSLR ক্যামেরা কিনতে চাই।কিন্তু সমস্যা হলো বাজেট বেশি না।এই র মধ্যে।আমার ব্যক্তিগত পছন্দ অবশ্য Canon। Nikon হলেও আপত্তি নেই।আর বাংলাদেশের কোথায় থেকে কেনা যাবে(বিশ্বস্ত) সেই বিষয়েও পরামর্শ প্রয়োজন।

একজন বললো এয়ারপোর্টের ভেতরে নাকি শুল্ক মুক্ত দোকান আছে,সেখান থেকে নাকি শুল্ক ছাড়া ক্যামেরা কেনা যায়।এই বিষয়ে কেউ কি জানেন?

টেকটিউনসের  ক্যামেরা বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য কামনা করছি।

Level 0

আমি উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

3rd Year Medical student of Rajshahi Medical College.a huge eagerness to gain knowledge about IT world. I love fun & hate depression.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ক্যামেরাটা দেখতে পারেন ক্যানন ১১০০ডি http://www.dpreview.com/products/canon/slrs/canon_eos1100d

আমারও ক্যানন ১১০০ডি। ৪৫,৫০০ দিয়ে কিনেছি কয়েক সপ্তাহ আগে। ক্যামেরা+লেন্স+মেমোরী ৮ জিবি। সব মিলিয়ে অনেক ভাল। এটা দেখতে পারেন। আমি বায়তুল মুকাররমের ক্যামেরা ভিশন থেকে কিনেছি। ওরা ক্যামেরার জন্য অনেক পপুলার। বসুন্ধরা সিটিতে এবং আরও একটা শাখা আছে ওদের। তবে বসুন্ধরা সিটি থেকে যেকোন ক্যামেরা কিনলেই দাম ২০০০-৩০০০ বেশি পড়বে। ক্যামেরা তো আর বার বার নিবেন না, তাই বাজেট কস্ট করে কিছুটা বাড়িয়ে নেয়াটাই ভাল হবে মনে হয়।

    Level 0

    @তানভীর জেড আহমেদ:
    ক্যানন ১১০০ডি আমার চয়েসে আছে।আচ্ছা প্যানাসনিক কেমন হবে?

      @উপল: আইডিয়া নেই। আমার জানামতে, ক্যানন এবং নাইকন বেস্ট।

      @উপল: পানাসনিক আমাদের দেশের জন্য প্রেক্ষাপটে ভাল হবে না, কেননা এর লেন্স সহজলভ্য নয়। আপনাকে ক্যানন বা নাইকন এর মদ্ধে কেনা উচিৎ। নাইকন এর একটি মডেল আছে ডি ৩১০০ দেখতে পারেন দাম ১১০০ডি এর মতই

    Level 0

    @তানভীর জেড আহমেদ: ভাই ক্যামেরা ভিশন এর মোবাইল নম্বর দিতে পারবেন?

01711018355 – Receipt এ পেলাম!!

Level 0

jehetu apni photography somporke tmn janen na so ampni obossoi nikon kinen..canon or other brand use korte parben na….r bangladesh er sobche nirvorjoggo dokan hocche Flowra..