আপনার কম্পিউটারের ফাইলগুলোও এখন সার্চ করুন গুগল সার্চের মত!

আসসালামুয়ালাইকুম,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছেন।

আপনি আপনার কম্পিউটারে কোন ফাইল বা কোন গান বা যে কোন কিছুই যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি কি করেন? আপনি উইন্ডোজের ডিফল্ট সার্চ ব্যবহার করেন। আর এটি সবাই জানে যে এই ডিফল্ট সার্চ ইঞ্জিনটি অনেক স্লো।


উপরের ছবিটি ভালো করে দেখতে ছবিতে ক্লিক করুন!

এমনকি ফাইল ইন্ডেক্স চালু রাখলেও এটি খুব একটা দ্রুত কাজ করে না। যা বেশ বিরক্তিকর।মাঝে মাঝে এটি আপনার কাঙ্খিত ফাইলটি খুজেও পায়না! আপনি নিশ্চই এ থেকে মুক্তি পেতে চান? আর যদি এথেকে মুক্তি পেতে চান তাহলে সবচেয়ে ভালো উপায় গুগল ডেস্কটপ ব্যবহার করা। এতে করে আপনি ইন্টারনেটে গুগল সার্চের মত দ্রুতগতিতে ফাইল সার্চ করতে পারবেন! সত্যি এটি ১০০% কার্যকর। গুগল এটি নিজেরা তৈ্রি করেছে এবং ফ্রিওয়্যার হিসেবে নেটে ছেড়েছে। এটি ইন্সটল করার পরপরই আপনার পিসিতে থাকা ফাইল গুলোকে ইন্ডেক্স করতে থাকে। যাতে দ্রুততার সাথে আপনি পরে সার্চ করতে পারেন। প্রথম প্রথম এটি একটু স্লো কাজ করবে। যখন আপনার সব ফাইল ইন্ডেক্স সম্পন্য হবে তখন তো আপনার পিসই পুরাই পাঙ্খা। ইন্ডেক্স শেষ হলে আপনার পিসি আবার সুপার স্পিডি হয়ে যাবে। তখন আপনি কোন কিছু গুগল ডেস্কটপে সার্চ করলেই সাথে সাথেই রেজাল্ট পাবেন। আর যখনি আপনি কোন নতুন ফাইল কম্পিউটারে আনবেন সাথে সাথেই তা ইন্ডেক্স হয়ে যাবে। সুতরাং উইন্ডোজের ডিফল্ট সার্চ ইজ্ঞিন বাদ দিন আর গুগল ডেস্কটপ দিয়ে হাওয়ার মত স্পিডে সার্চ করুন!!

ছবিটি ভালো করে দেখতে ছবিতে ক্লিক করুন!


গুগল ডেস্কটপ ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান-

http://desktop.google.com


আর প্লাগ-ইনস ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান-http://desktop.google.com/plugins/

আপনাদের সকলের গঠনমূলক কমেন্ট আশা করছি।

আমার ওয়েবসাইট দেখতে ক্লিক করুন।

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1479 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাউল!

    কে ফাউল ভাই?

    রাফসান তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করেছ, ফাযলামো কম করবা।

    রাফসান তোমার প্রবলেম টা কি ?

    এই কুত্তার বাচ্চারে যা ইচ্ছা করে। (অনেক সহ্য করছি। কিন্তু আজকে আর না বলে পারলাম না। আমি জানি ভাষাটা এইখানে ব্যবহার করা ঠিক না। তারপর ও ক্ষোভে না করে পারলাম না।) এইটার মত খারাপ ব্লগার আমি দেখি নাই। আমাকে ফেসবুকে ডিস্টার্ব করত। সেখানে ব্লক করে দিছি। তারপর আমার আমার ফ্রেন্ডরা বলল যে ওদের ও ডির্ষ্টাব করে। এছাড়া এইখানের কিছু কিছু টিউনার আছে যেমন মামুন ভাই তাকে ও জ্বালায় এবং ফেসবুকে, মেইলে খারাপ কথা বলে। এই শয়তানটার বয়স ১৩-১৪ এর বেশী হবে না। ছোট পোলাপানা সবার কাছে স্নেহের থাকবে কিন্তু এটাই সবার বিরক্তির কারন।

    @তানভির টিউনটির কথা বলেছি।

    @ডিজে আরিফ আচ্ছা

    @হিমায়িত দিহান কোনো প্রবলেম নেই

    @সোহেল নিজে না যেনে কোনো কথা বলবেন না।ফেইসবুকে চাট এ কথা বলা-এর অর্থ কি দাড়ায় বিরক্ত করা?

    মামুন ভাইকে মেইলে খারাপ কথা বলি-এর মানে কি? ওনার মেইল ই তো জানি না।আর কোন খারাপ কথাটা মামুন ভাইকে বললাম???

    আর সবার কাছে না শুধু আপনার কাছে বুঝেছেন!!!!!

    আর শেষ কথা আমাকে যে গালিটা দিলেন সেটার প্রতিদান দিলাম আপনাকে-‘শুওরের বাচ্চা’ বলে।

    আর শেষ কথা ডিজে আরিফ কে আমি কালকে এটা ট্রাই করে পারিনি এজন্য ফাউল বলেছি! একটু দেখেন তো!!!

    প্লিজ রাফসান, দয়া করে তুমি আমার বা অন্য কারো টিউনে কমেন্ট করবে না, এরকম কমেন্টের প্রয়োজন নেই কারো, সবাই তোমার বিরুদ্ধে, নিজেকে শুধরাও।

    আর তুমি এটা পারো নাই মানে তুমি নিজে ফাউল, মাথায় গোবর ভরা তোমার, কিছুই নাই, গালাগালি জা করার নিজেরেই কর যে কেন তুমি পারলানা। তা না করে আউল ফাউল কমেন্ট কর! সোহেল ভাইয়ের সাথে একমত, আর রাফসান, কোন স্কুলে পড় একবার বল, আইতাসি তর কাসে, দেহি তোমার গায়ে কত চর্বি জমসে।

৪ বছর ধরে ব্যবহার করে আসছি এটা আমি ।

আমি কিন্তু আজকে জানলাম। ধন্যবাদ

ধন্যবাদ ।

গ্যাজেট ইন্সটল করে কিভাবে?

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    গুগোল ডেস্কটপ চালু রেখে http://desktop.google.com/plugins/ এই লিঙ্কে যান, সেখান থেকে যে গ্যাজেট ডাউনলোড করবেন তার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন এবং ডাউনলোড হয়ে গেলে তাতে মানে ডাউনলোড হওয়া ফাইলটিতে ডাবল ক্লিক করুন, এরপর গুগোল বাকি কাজ নিজেই করে নিবে।

    আমার তো ডাবল ক্লিক করলে কিছু হয় না।

    তাই? আচ্ছা আপনার কি গুগোল ডেস্কটপ ইন্সটল করা আছে? আগে গুগোল ডেস্কটপ ইন্সটল করতে হবে। গ্যাজেট গুলো গুগোল ডেস্কটপের প্লাগিন্স হিসেবে কাজ করে।

Level 0

ভালো পোষ্ট নতুনদের কাজে লাগবে।
pcsoft

আমিও ব্যবহার করব করব ভাবছিলাম। আরেকটু জানার পর আগ্রহ বাড়ল। ধন্যবাদ

    মানে তুমি আরো জানতে চাও দিহান ভাই? যদি চাও পরে ব্যবহারবিধি সহ একটা টিউন করে দিব।

http://www.voidtools.com/ এটা(Everything search engine) ইউজ করলে আর কিছু ভাল লাগবে না।চরম জিনিশ…

    হুম, মাগার গুগোল ডেস্কটপ ইউজ করেছ ভাই? ইউজ করে দেখো এইগুলো আর ব্যবহার করতে চাবে না।

    google এর টা বহু আগে ইউজ কইরা ফালায়া দিচি।
    ইন্ডেক্সিং করতে বেশি সময় নেয়।ভারি জিনিশ।
    এদিকে এভরিথিং সার্চের জন্য রেডি হতে কয়েক সেকেন্ড সময় নেয়।
    লাইট সফট।এমনকি ইন্সটল না করেও ইউজ করা যায়।

অনেক কাজের জিনিস, সত্যি মাঝে মাঝে সারচ ইঞ্ঝিনের উপর বিরক্তি ধরে যায়, তবে ভাই প্লাগ ইনসের কাজটা যদি আর একটু বিস্তারিত বলতেন তাহলে আরও ভাল হতো

    হুম! গুগোল ডেস্কটপ চালু রেখে http://desktop.google.com/plugins/ এই লিঙ্কে যান, সেখান থেকে যে গ্যাজেট ডাউনলোড করবেন তার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন এবং ডাউনলোড হয়ে গেলে তাতে মানে ডাউনলোড হওয়া ফাইলটিতে ডাবল ক্লিক করুন, এরপর গুগোল বাকি কাজ নিজেই করে নিবে।

Google Desktop ব্যাবহার করলে পিসি স্লো হয়ে যায়
প্রথম প্রথম এটি একটু স্লো কাজ করবে। যখন আপনার সব ফাইল ইন্ডেক্স সম্পন্য হবে তখন তো আপনার পিসই পুরাই পাঙ্খা।
এটা ভুল
তবে এটুকু বলতে পারেন যে যারা এক্সপি ব্যাবহার করেন তারা ভিস্তা অথবা সেভেন এর কিছু টা রুপ দিতে পারবেন আপনার পিসি কে

    হুম। মিনিমাম ১ গিগা RAM থাকলেই হবে, পাঙ্খা বলতে আমি কম্পিটার স্পিডে চলবে বুঝাই নি, আমি বোঝাতে চেয়েছি ইন্ডেক্স হয়ে গেলে আগের মত স্পিড ফিরে পাবেন, তবে পিসি যদি ভাইরাস ইফেক্টেড হয় সেক্ষেত্রে বিষয় আলাদা।

না, আপনি ভুল বললেন, অগ্লাইন আর অনলাইন না, এটা আপনার পিসি সার্চ করবে, এক্ষেত্রে নেট থাকলেও হবে, না থাকলেও হবে।

অনেক আগে ইউজ করেছিলাম। নতুন করে আবার ইনস্টল দিলাম। ভালই চলছে………….

অফটপিক: রাফসান ছেলেটা নিজেই একটা ফাউল। আমাকেও ফেসবুকে আজেবাজে কথা বলা শুরু করেছিলো। ফ্রেন্ড লিস্ট থেকে বের করে দিয়েছি………….

আমার মনে হয় রাফসান সাহেবের কোন সমস্যা আছে,কেন বলছি?
দেখেন এর আগেও উনার অভদ্র কমেন্ট নিয়ে টেকটিউন্সে অনেক কথা হয়েছে,উনি অনেক টিউনেই এই ধরনের কমেন্ট করেন এবং
উনার টিউনেও কেউ যদি কোন সমালোচনা করে উনি অভদ্র ভাষায় ইহার উত্তর দিয়ে থাকেন।
তাছাড়া উনার একটা টিউন অশ্লিলতার কারনে এডমিন বাতিল করে দিয়েছিল,তখন উনার রুচিশীলতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল।
তাই আমি উনাকে অনুরোধ করব দেখেন ভাই নিজেকে সংশোধন করার চেষ্টা করেন আপনিওতো টিউন করেন আপনি কি নিজে এই ধরনের কমেন্ট আশা করেন আমি মনে করি করবেন্না,তাহা হইলে অন্যের টিউনে এই ধরনের কমেন্ট করেন কেন।
আসুন আমরা নিজেদের সংশোধন করি টেকটিউন্সটাকে নোংরা না করি।
*আরিফ ভাই টিউন কিন্তু ভাল হইছে,
অনেক নতুন নতুন ইউজার আছে যারা এই ব্যাপারটা জানেনা,তারা এখান থেকে জানবে।
জিনিসটা কিন্তু ভাল আমিও ইউজ করতাম তবে আমারো মনে হয় এইটা পিসিকে একটু শ্লো করে দেয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    রাফসানের নিজেকে শুধরানো উচিত।
    আর আতাউর ভাই আপনাকের অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান কমেন্টের জন্য।

    Level 0

    @ আতাউর ভাই, একমত
    @ডিজে আরিফ, ওর বাসার এড্রেস চাইছি ,যা কাহীনি করছে, এই পোলায়, উলটা মিথ্যা কথা থেকে শুরু করে চাপাবাজী, অরে পাইলে তো আমিই …… ফালামু,
    সোহেল ভাইয়ের লগে এড করি, শকাইল ভাই, মাসফি, মামুন ভাই, তোহিদ ভাই, সহ আরো অনেক ব্লগার এর সাথে এই …. ফাত্রামি করছে, সবাই ওরে ব্লক বা ডিলেট করছে , এই নাম সেই নাম করে ওর আমি প্রায় ৪-৫ টা নাম পিচসি, সব ওর আইডি, এটা দিয়া ডিলেট করলে ওতা দিয়া এড দেয়, যেমন পিচ্চি পোলা, রাফসান চৌধুরি, মেয়েলি নাম ও আছে, মানুষেরে ডিশট্ররব মারাই ওর কাম……….

    আপনার ‘……’ বুঝে নেন

    লাকি ভাই আমার কাছেতো রাফসানের এড্রেস নাই! 🙁

ডিজে আরিফ ভাই।
এটা কি শুধু ইন্টারনেট সার্চ করে? কম্পিউটারের ভিতরে থাকা কোন ফাইল বা ফোল্ডার সার্চ করে না? বিষয়টাতে আমি ঠিক ক্লিয়ান না। তবে জিনিসটা কিন্তু জব্বর! ধন্যবাদ আপনাকে।

    না , এটা আপনার কম্পিউটারের ভিতরে থাকা কোন ফাইল বা ফোল্ডারকেই সার্চ করবে, ইন্টারনেট না, তবে চাইলে ইন্টারনেটও সার্চ করতে পারবেন এর সুবাদে।

ভাই ডাউনলোড হয় না।

    আপনি বোধহয় ডাউনলোড করার বিষয়ে একটূ কাচা, গুগোলের ওয়েবসাইট থেকে ডাউনলোড হবে না, এটার মানেই হয় না।
    প্রথমে http://desktop.google.com এই লিঙ্কে যান
    Install Google Desktop বাটনে ক্লিক করুন ব্যাস অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।

রাশিকুল ভাই, ঠিকই কইছেন ডাউনলোড হয় না। তয় >>>
এইভাবে ট্রাই কইরা দেহেন….
http://download.cnet.com/3001-2379_4-10328117.html?spi=641378cf9ccef95e5aea4f99972f52a6

    ভাই, অনুগ্রহ করে কমেন্ট করার আগে ভেবে নিবেন, আসলেই কি কিশু ভুল আছে কিনা, যে সাইটের লিঙ্ক দিলাম সেটা তো আর আমার সাইট না, সেটা ইন্টারনেত রাজত্বে শীর্ষস্থান দখল্কারী গুগলের সাইট, আর আপনার কি মনে হয় তাদের সাইট থেকে ডাউনলোড হবে না? আসলে বোধহয় আপনাদের কোন সমস্যা হচ্ছে অথবা আপনারা সঠিক নিয়ম মানছেন না। এই কমেন্ট করার আগেও আমি চেক করলাম যে ডাউনলোড হয় কিনা, কিন্তু হ্যা এখনো দিব্যি ডাউনলোড হচ্ছে, সমস্যা কোথায়?

হুম! ভালো টিউটোরিয়াল আমি যখন XP তে ছিলাম তখন এটার খুব দরকার ছিল।

Level 0

Ava find ar cheye anak druto kaj kara. Tobe somossa holo kenata use na korle kisu COPY, DELETE kora jai na. TOBE google-a search dilai ar crack paoa jai.