।। হিডেন ক্যামেরা ।। সতর্ক হওয়ার সময় এখনই ।।

নারী দেহের প্রতি পুরুষের আকর্ষণ বিধাতা কর্তৃক প্রদত্ত। কিন্তু তা যদি সীমা অতিক্রম করার মত হয় তাহলে তা আলোচিত হওয়ার মতই একটি বিষয় হয়ে দাড়ায়। মেয়েদের পোশাক পরিবর্তন করার স্থানগুলোতে গোপন ক্যামেরা স্থাপন করে অনৈতিক কাজে লিপ্ত হওয়া আজকের সর্বাধিক আলোচিত একটি ইস্যু। আপনার বোন পোশাক কিনতে গিয়ে কাপড় বদলাচ্ছে, কেউ না কেউ তা দেখছে; ভিডিও করছে। রুমে অন্তরঙ্গ মুহূর্তে আছেন, রেকর্ড হয়ে স্পেশাল পর্ণ হয়ে কারো বিশাল ব্যবসায় পরিনত হয়ে যাচ্ছে আপনার ভিডিও। আপনি হয়ত জানতেই পারবেন না আপনি পর্ণগ্রাফির মডেল হয়ে গিয়েছেন। আমাদের মা-বোনের ইজ্জত আজ পরিনত হতে চলেছে আরেকজনের মনোরঞ্জনের খোরাকে।

হিডেন ক্যামেরা কোথায় বসান হয়?
গোপন ক্যমেরা কোথায় বসানো হয় তা স্পেসিফিকভাবে বলা মুশকিল। আপনি কল্পনাও করতে পারবেন না গোপন ক্যামেরা আজকাল কোথায় কোথায় বসান হচ্ছে। সাধারনত যেখানে মেয়েরা কাপড় পাল্টায় যেমন  শপিংমলের ফিটিং বা ড্রেসিং রুম, বাথরুম, বিউটি পার্লার এগুলো গোপন ক্যামেরার আইডিয়াল স্থান। এছাড়া, আবাসিক হোটেলগুলোর বেডরুম, বাথরুম ইত্যাদিতেও গোপন ক্যামেরা থাকতে পারে।  নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন গোপন ক্যামেরা কোথায় কোথায় থাকতে পারে।

অনেকক্ষেত্রে আবার আয়নাকেও হিডেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে আয়নাটি ডুয়েল মিরর হিসেবে কাজ করে। ডুয়েল মিররের উল্টোপাশ থেকে আয়নার এপাশের সবকিছুই স্পষ্টভাবে দেখা যায় সাধারন কাঁচের মত। কিন্তু এপাশ থেকে দেখলে এটাকে একটা আয়না ছাড়া আর কিছুই মনে হবেনা। অনেক গেস্ট হাউজে এই ডুয়েল মিররের উল্টোপাশে ক্যামেরা বসিয়ে কাপলদের ক্লিপ রেকর্ড করা হয়।

কিভাবে নিরাপদ থাকব? 

  • গোপন ক্যামেরা আছে সন্দেহ হলে চারপাশ ভাল করে দেখুন। কোথায় কোথায় গোপন ক্যামেরা থাকতে পারে তা তো দেখলেন। এছাড়াও ছাদের কোণা, দেয়ালের ছবি, ফুলের টব বা সন্দেহজনক সকল স্থান ভাল করে পর্যবেক্ষণ করুন।
  • মুলত রুমের অন্ধকার স্থানগুলিতে গোপন ক্যামেরা বসানো হয়। রুমের তুলনামুলক অন্ধকার স্থানগুলো ভাল করে দেখে নিন।

  • রুমে যদি আয়না থাকে আর তা যদি আপনার সন্দেহ হয় তাহলে আয়নার উপর একটা আঙ্গুল রাখুন। আপনার আঙ্গুল আর আয়নার আঙ্গুলের প্রতিবিম্বের মাঝখানে যদি কোন ফাক না থাকে অর্থাৎ দুটি আঙ্গুলের মাথা যদি একেবারে একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে বুঝবেন এটা ডুয়েল মিরর। আর যদি মুল আঙ্গুল ও আয়নার আঙ্গুলের মাঝে একটু ফাক থাকে তাহলে এটা একটা সাধারন আয়না হিসেবে ধরে নিতে পারেন।
  • বেশিরভাগ ক্যামেরার পাওয়ার অন করার পরপরই একটি এলইডি বাতি জ্বলে উঠে। রুম পুরোটা অন্ধকার করে কিছুটা সময় নিন যাতে আপনার চোখে অন্ধকারটা সয়ে যায়। এবার খুব ভাল করে লক্ষ্য করুন লাল, সবুজ বা হাল্কা নীল রঙের আলো কোথাও থেকে বের হচ্ছে কিনা। যদি এমনটি হয়, তাহলে আপনি নিশ্চিত যে সেটা ক্যামেরা।
  • গোপন ক্যামেরা খুজে পেতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। অনেক ক্যামেরাতে মোশন ডিটেক্টর থাকে অর্থাৎ আপনি যেদিকে যাবেন, ক্যামেরাও সেদিকে ঘুরে যাবে। এধরনের ক্যামেরা খুজে পেতে প্রথমে রুমের সব জানালা দরজা বন্ধ করে পুরো রুম অন্ধকার করে কিছু সময় অপেক্ষা করুন। এবার, কোন শব্দ না করে রুমে এদিক ওদিক যান যাতে করে ক্যামেরা আপনাকে ফলো করে। এবার খুব ভাল করে খেয়াল করুন ক্যামেরা আপনাকে ফলো করে ঘুরে যাওয়ার সময় কোন শব্দ হচ্ছে কিনা।
  • সবচেয়ে বড় কথা হচ্ছে গোপন ক্যামেরার হাত থেকে বাচতে চাইলে আপনার সতর্কতাই যথেষ্ট। সো সতর্ক থাকুন অলটাইম।
ভাল লাগলে কমেন্ট করুন। সময় থাকলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন।
আমার ব্লগঃ http://becontech.blogspot.com/ 
ধন্যবাদ।

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoyese. very neddy

kapor o khola jaibona dektesi…

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য। বর্তমান সময়ের জন্য এটি খুবই গুরুত্বপূণ বিষয়। আমাদের সবারই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

ধন্যবাদ আপনাদেরকেও।

উপকারি পোস্ট । ধন্যবাদ

Level 0

এত সুন্দর টিউন করার জন্য আপনাকে অনেক ধন্যবাত’’।

vai hidden cam catch korber janno ki ,,,kano electric devise asha…???????

উপকারি পোস্ট । ধন্যবাদ

Level 0

ছবিগুলো দেখা যাচ্ছে না…
খুব সুন্দর টিউন হয়েছে। ধন্যবাদ।

উপকারি পোস্ট । ধন্যবাদ

আপনার ব্লগ ভিজিট করেছিলাম এত কম পোষ্ট কেন ?

Level 0

valo post

গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সতর্ক করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ পোষ্ট করার জন্য। http://www.shadhindesh.com

ধন্যবাদ

thank’s a lot

তার বিহীন গোপন ক্যামেরার আছে। আমার দোকানে লাগাতে চাই।

    @আব্দুর রব: হুম ভাই, তারবিহীন হিডেন ক্যামেরা আছে।
    হিডেন ক্যামেরা সাধারনত ২ ধরনের হয়।
    ১) Wired Hidden Camera
    ২) Wireless Hidden Camera
    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

    @আব্দুর রব: কোথায় পাওয়া যায় সঠিক বলতে পারব না। তবে মনে হয়, কম্পিউটার বা ইলেকট্রনিক্স এর দোকানে পাওয়া যেতে পারে। কখনও কিনিনি তো ভাই।

Level 0

দারুণ সুন্দর টিউন ভাই– @mishu36:

Level 0

darun hoise,chaliye jan…

Level 0

thankes

এতো আধুনিক প্রযুক্তি এখনো বাংলাদেশ এ আসেনি।।তাই আমাদের এখনি ভয় পাবার দরকার নাই।তবে সব সময় সতর্ক্ থাকতে হবে।

সুন্দর হইছে। নতুন তথ্য জানতে পারলাম।

Level 0

vhi thx a lot but aro kisu a rokom shikte chi ok thx again

Level 0

KoV balo Laglo shocheton molok Tune korar JonnO !!! Tnx .

ধন্যবাদ

very very important post for this time.many thanks

নারীদের পাশাপাশি পুরুষদের সচেতনতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে ।

Level 0

কোনো ফুটাই তো বাদ নাই। 😮

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এরকম সচেতনতা মূলক টিউন করার জন্য । এহন থাইকা বেবাক ফুটো ঝাক মাইরা দেহুম….