pc কে আরও সুরক্ষিত করুন startup password শক্তিশালী করে

আবার ফিরে এলাম নতুন টিউন নিএ।আজকের টিউন ছোট কিন্তু অনেক কাজের।তাহলে শুরু করি
আমরা অনেকেই অনেক রকম পাসওয়ার্ড ব্যবহার করি। যেমন উইন্ডোজ একাউন্ট পাসওয়ার্ড, bios পাসওয়ার্ড । কিন্তু এগুলো সহজেই হ্যাক করা যায়। তবে আপনি যদি উইন্ডোজ এ লগঅন স্ক্রিন আসার আগেই যদি একটি পাসওয়ার্ড সেট করে দিন তবে সেটি হবে খুবই সুরক্ষিত। এটিকে বলা হয় startup password . তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন

প্রথমে windows logo key+r press করুন তাহলে run চালু হবে……………

এবার run এর command field এ syskey লিখে enter ছাপুন…………তাহলে নিচের মত ১ টি উইন্ডো আসবে

এরপর Encryption Enabled রেডিও বাটনে ক্লিক করে update এ ক্লিক করুন। তাহলে নিচের মত start up ডায়লগ বক্স আসবে……

এবার password start up এ ক্লিক করে password দিয়ে ok করুন।তাহলে password সেট হবে………এখন পিসি restart করে দেখুন user account আসার আগে password চাচ্ছে…………


এখন এটা বন্ধ করতে হলে Press করুন windows key+r. run commanded আসবে। এরপর লিখুন syskey এরপর enter দিন। update বাটনে ক্লিক করুন।

কোন পাসওয়ার্ড না ‍লিখে system generated password ক্লিক করুন। এরপর store startup key locally ‍ক্লিক করুন এবং ok করুন। এবার আগের পাসওয়ার্ড লিখে ok করুন । কাজ শেষ

এরকম আরও Triks পেতে ভিসিট করুন http://www.facebook.com/CY133R এ।তাহলে আজ এ পর্যন্ত
ভাল বা খারাপ লাগলে কমেন্ট করে জানান।
*******************ALLAH HAFEZ**************

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Atodin jantam bios e password dea jay, aj janlam kivabe. Thank u

Level 2

যদি কী লগার একবার আক্রমন করে তখন এইসব পাসওয়াড কি হ্যকারের হাতে চলে যাবে। জানতে চাই ……? যদিও এই এস্টাট আপ পাসওয়ড এর নিয়মটি প্রথম যুগান্তর এর মাধ্যমে জেনেছিলাম প্রায় দেড় বছর আগে তখন থেকেই শুধু এই পাসওয়াড ই ব্যবহার করছি। তার পরও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি…? আমি কী লগার কখনও ব্যবহার করিনি, তারপরও একটি বিশেষ উপায়ে এই পাসওয়াড হ্যাক করা সম্ভব। এবং এই বিষয়ে পরে একটি টিউন করব।

    @ মাহমুদ ……আপনার কথা সত্তি।বাইওস পাসওয়ার্ড হ্যাক করা যায়।কিন্তু তার জন্য বায়স থেকে cmos settings চেঞ্জ করে দিতে হয়।তবে সাধারন মানের কি লগার দিয়ে আপনি এটি ভাংতে পারবেন না।আর যদি ভাংতে ইচ্ছে হয় তাহলে motherboard এর cmos ব্যাটারি টি খুলে পিসি স্টার্ট দিন।সবকিছু রিসেট হয়ে যাবে

nice tune